পূর্বে আপনাদের HIVE Work এই সাইট সম্পর্কে ধারণা দিয়েছিলাম। কিন্তু অনেকে কাজ বুঝতে না পারায় এবং PayPal একাউন্ট না থাকায় আপনারা এই সাইটে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলেন।
অ্যান্ড্রয়েড এবং পিসি ব্যবহারকারীরা, আপনাদের সুবিধার জন্য কয়েকটি ধাপে ধাপে এই সাইটের বিস্তারিত কাজের বিষয় তুলে ধরব।
রেজিস্ট্রেসন এর পর আপনার ইমেইলে একটি কনফার্মেশন মেইল যাবে, Email একাউন্টে প্রবেশ করে একাউন্ট একটিভ করুন এবং আপনার Hive Work একাউন্টে প্রবেশ করে PayPal একাউন্টের মেইল এড্রেসটি এড করুন।
এরা আপনাকে কাজ দেয়ার পূর্বে, সেই কাজের ওপর আপনাকে প্রশিক্ষণ দিবে।
ছবিতে এখানে ছোট ছোট কাজ দেখতে পাচ্ছেন যেগুলোর মাধ্যমে আয় করতে পারবেন।
এটি হচ্ছে সেলিব্রেটি Yes/No কাজ, তারা আপনাকে একটি ইমেজ দিবে এবং বলবে যে ইমেজের সাথে উক্ত ব্যক্তিদের চেহারার মিল আছে কিনা। যেটি সঠিক হবে সেটি সিলেক্ট করে আপনাকে ইয়েস অথবা নো করতে হবে।
আপনাকে বিভিন্ন ছবি দেয়া হবে এবং সে ছবি গুলো থেকে [3x boxes] মানে সে ছবিতে কমপক্ষে তিনটি
বিভিন্ন কোম্পানির লগো Draw করতে হবে।
এভাবে আরো বিভিন্ন রকম কাজ আছে যেগুলো আপনি কোয়ালিফিকেশন টেস্ট পাস করে কাজগুলো পেতে পারেন।
আপনি চেষ্টা করবেন এই সাইটের সব গুলো কাজ নিখুঁতভাবে করার জন্য, আপনার কাজগুলো নিখুঁত (Accuracy) হচ্ছে কিনা সেটা জানার জন্য আলাদা একটি ট্যাব খুলে statistics মাঝে মাঝে চেক করতে পারেন।
যে কাজটি করবেন সেটি নিখুঁতভাবে করতে না পারলে আপনাকে তারা সে কাজ থেকে ব্যান করে দিবে। পার্মানেন্ট ব্যান করার পূর্বে তারা আপনাকে দুটি warning দিবে। তবে ভয়ের কোন কারণ নেই আপনার একাউন্ট বা আপনার আর্নিং এর কোন ক্ষতি হবে না।
এরা প্রতি সপ্তাহের বুধবার পেমেন্ট করে থাকে, $2 dollar হলেই উইথড্র করতে পারবেন PayPal এ।
এন্ড্রয়েড ইউজাররা google play store থেকে Hive Work App টি ডাউনলোড করে নিন
আমি খন্দকার মুহাম্মদ রাকিবুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i love technology