আমরা সবাই চাই আমাদের ফ্রী টাইমে কিছু ইনকাম করতে, ফুল টাইম কোন কাজ না করে অল্প সময়েএই পড়ালেখার ফাকে যেন কিছু টাকা হাতে আসে সেটা সবারই ইচ্ছা।
“অনলাইনে ইনকাম” কথাটি শুনেনাই এমন কেউ হয়ত টেকটিউনস এ নাই কিন্তু অনেকেই হয়ত এই অনলাইন ইনকাম এর পেছনে অনেক মূল্যবান সময় নষ্ট করেছেন কিংবা এখনও করছেন, আমিও করেছি এবং সেটা স্বিকার করছি, এখানে লুকানোর কিছু নেই। অনেক সময় নষ্ট করার পর আমি একটা সাইট খুঁজে পেয়েছি যেটা আসলেই পে করে এবং যাদের কোন কঠর পলিসি নেই যেমন, $১০ এর নিচে কোন ক্যাশআউট নেই, একাউন্ট ভেরিফাই ছাড়া কোন কাজ নেই বা একটা কাজ ভুল হলে পরে আর কাজ পাওয়ার সম্ভাবনা নেই, এরকম কোন পলিসিই নেই সাইটটিতে। আপনি শুধু একাউন্ট খুলেই কাজ শুরু করতে পারবেন এবং সর্বনিম্ন $১ পর্যন্ত ক্যাশআউট/উইথড্র করতে পারবেন।
আপনারা অনেকেই হয়ত বড় বড় সাইটগুলোর নাম শুনে থাকবেন এই সাইটগুলো ভাল কিন্তু শর্ত পুরোনে আপনাকে হিমশিম খেতে হবে। যেমন মাইক্রওয়ারকার্স বা পিকোওয়ারকার্স।
পিকোওয়ারকার্সতো বাংলাদেশের জন্য কাজ ই বন্ধ করে দিয়েছে অনেক লো কোয়ালিটি কাজের জন্য কিন্তু সৌভাগ্যবসত আমি যে সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তার বেশিরভাগ ওয়ারকার্সই বাংলাদেশের তাই আমাদের জন্য সুবিধা হল আমাদের কাজ বন্ধ বা একাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা খুবই কম আবার কোন কারনে সাসপেন্ড হলেও অনেক সহজেই ফিরে পেতে পারবেন আপনার একাউন্ট তবে চেষ্টা করবেন কাজগুলো বুঝেশুনে করার।
আমি আমার নিজের ক্যাশআউটএর স্ক্রিনশট দিলাম অপনাদের জানার সুবির্ধাথে:
ওয়েবসাইটটির সুবিধাগুলো সম্পর্কে আপনাদের বলে নেই:
১। সর্বনিম্ন ক্যাশআউট/উইথড্রয়াল $১
২। কোন ভেরিফিকেশন নেই
৩। একাউন্ট খুলুন আর কাজ করুন
৪। ৩ মিনিটের কাজে $০.১০-$০.১৫ পর্যন্ত ইনকামের সুযোগ
৫। কম চার্য এবং সহজ শর্ত অন্যান্য কমপিটিটরদের তুলনায়
৬। সাইন-আপ বোনাস $০.১০*
৭। ভবিষৎে ক্যাশআউট চার্য রিলিফ এর সুবিধা*
৮। Skrill এর মাধ্যমে উইথড্রয়াল সুবিধা
চলুন পরিচয় করিয়ে দেই সাইটটির সাথে,
ওয়েবসাইটটির নাম হল Work From HomeTask
নিচের লিঙ্ক থেকে সাইনআপ করলেই পাবেন $০.১০ বোনাস
http://www.workfromhometask.com/1675
আপনি যদি চান এখনি একটি একাউন্ট খুলে নিজেই যাচাই করে দেখতে পারেন। আপনার যদি আগে একাউন্ট খোলা থাকে তাহলে নতুন করে খুলবেননা, এতে করে আপনার দুটো একাউন্টই ব্লক হতে পারে।
সাইটে সাধারনত এয়ারড্রপ পারটিসিপেশন এর কাজ দেওয়াহয় আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে বেসিক সিষ্টেম টা বলে দিচ্ছি।
একাউন্ট খোলার পরপরই আপনার প্রথম কাজ হচ্ছে তাদের সাথে WhatsApp এ যেগাযোগ করে আপনার ইথেরিয়াম ওয়ালেট এড্রেস কালেক্ট করা। এর জন্য আপনাকে প্রথমে তাদের নাম্বারটি ফোনে সেভ করে নিতে হবে এবং WhatsApp থেকে তাদেরকে মেসেজ করতে হবে।
“Please give me my Ethereum wallet address”
এভাবে মেসেজ করবেন তারা নাম এবং ইমেইল চাইতেপারে, নাম চাইলে যে নাম দিয়ে সাইটে রেজিষ্ট্রেশন করেছেন সেটাই দিবেন তারপর আপনাকে একটি ওয়ালেট এড্রেস দিবে তারা সেটি দেখতে কিছুটা এরকম
0x15578AbGhxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
কাজ করার সময় আপনার এটা লাগতে পারে তাই ভবিষৎ ব্যবহারের জন্য এটা সংরক্ষন করুন। আমারটা আমি Google Keep এ সেভ করে রেখেছি আপনারা তাই করতে পারেন।
টিপস: কাজ করার আগে ইনসট্রাকশন ভালভাবে পড়ে নিবেন। Telegram, WhatsApp, Twitter, Facebook এ শুধু কাজ করার জন্য এক্সট্রা একটা একাউন্ট খুলে রাখবেন। কাজ করতে করতে দেখবেন অনেকসময় বিভিন্ন সাইটে দেখবেন একাউন্ট খুলতে হচ্ছে প্রথমে এসব একটু কঠিন লাগতে পারে কারো জন্য কিন্তু যত বেশি কাজ করবেন দেখবেন দিন দিন তত সহয লাগছে।
আপনার কাজের পার্ফর্মেন্স ভাল দেখলে তারাই নতুন কাজ টিউন হওয়ার সাথে সাথে আপনাকে WhatsApp করে জানিয়ে দেবে। সবসময় সাইটে কাজ থাকেনা তাই ধর্য রাখুন আপনি কাজ পাবেন এবং করতে পারলে পেমেন্টও পাবেন 😀
আপনারা যদি চান তাহলে ভিডিও টিউটোরিয়াল বানাতে পারি কিভাবে একাউন্ট খুলবেন এবং একটি সেম্পল কাজ করবেন সেগুলো নিয়ে, টিউমেন্টে জানাবেন আপনারা কি চান।
$ উইথড্রয়াল, Skrill একাউন্ট খোলা এগুলো সম্পর্কে অন্য একসময় টিউন করব।
টিউনটি কেমন লাগল জানাবেন, কোন সাজেশন থাকলে বলবেন, কোনকিছু জানার থাকলে বলবেন, কোন ভুল থাকলে ধরিয়ে দেবেন
ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ্ হাফেজ।
*সাইন-আপ বোনাস দিয়ে ভবিষৎে আপনি নিজেও কাজ টিউন করতে পারবেন, এই $০.১০ ক্যাশআউটযোগ্য নয়।
*২০ জনকে রেফার করলে ক্যাশআউটে কোন চার্য প্রযোজ্য হবেনা, আমি আপনাদেরকে সাজেষ্ট করব আগে নিজে কাজ ভালমত বুঝেন, করেন কয়েকবার ক্যাশআউট করেন তারপর রেফারেল এ যান এতে করে আপনারই সুবিধা। আর নিজের রেফারেল এ নিজেই ভুলেও একাউন্ট খুলবেননা, এতে আপনার সব একাউন্টই ব্লক হয়ে যাবে এবং পুনরুদ্ধার করতে পারবেননা।
আমি নাইমুল হক নাহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Koto kaj lagbe bolen,ami ditesi,kaj kore kul pabenna,bosta vora airedrop program ar kaj dibo.Amar 1takao khorcha hobena apnake kaj dite,r apnaro taka lagbena kaj korte.Korben?Korle ashen dekhi koto paren.