সবথেকে শিখানো সহজ পদ্ধতিতে এখন হতে আনলিমিটেড আয় করুন, এই রকম টিউন আগে কখনো টেকটিউনসতে প্রকাশিত হয়নি

সবাইকে মাহে রমজানের সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। গত দিনের টিউনে আপনাদেরকে আমি অনলাইন আয় বিষয়ে অবহিত করেছিলাম। সেটা ছিল মূলত ব্রাউজার অন রেখে মাইনিং করে বিট কয়েন আয় পদ্ধতি। আশা করি, অনেকেই আমার দেখানো পদ্ধতিতে কাজ করছেন। আজ আপনাদেরকে সহজ পদ্ধতিতে আরেকটি ইনকামের পদ্ধতি দেখাব। ভয় পাবার কারন নাই এটা কোন পিটিসি কিংবা মাইনিং জাতীয় টিউন নই। সেটা হল একটি বিজ্ঞাপণ জাতীয় সাইট যেখানে তাদের বিজ্ঞাপণ দেখে কিংবা অ্যাপস ব্যবহার করে আনলিমিটেড আয় করা যাবে। আরেকটি বিষয় অনেকেই ইনকাম বিষয়ে ভূয়া কিংবা স্ক্যাম টিউন করছেন ফলে আমার-আপনার মত অনেক ভিজিটরই বিভ্রান্ত হচ্ছেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি কোন স্ক্যাম টিউন করি না, যাহা লিগ্যাল তাহা জানানোর চেষ্টা করব যাতে অাপনাদের উপকারে আসে।

সাইটের বৈশিষ্ট্য ও সুবিধাবলীঃ

১। এটি সম্পূণ একটি বিদেশী সাইট, সুইডেন ভিত্তিক বিজ্ঞাপণী সাইট। এরা পে করছে বিগত ৫ বছরের বেশী সময় ধরে। এলেক্সা র‌্যাংক ১০, ০০০

২। এখানে কাজ করতে  সময় লাগবে দিনে 5/10মিনিট। MB লাগবে 5/8MB। দিনে 1$ ইনকাম করতে পারবেন। কাজ এড দেখা।

৩। অন্য সব স্ক্যাম/আবোল তাবোল সাইটের মত অ্যাড দেখতে আপনাকে নেটের এমবি ফুরাতে হবে না।  দিনে 5/10মিনিট। MB লাগবে 5/8MB প্রয়োজন হবে।

৪। এই সাইটে রেজিঃ করে অ্যাপস্ ইনস্টল করে যেখানে খুশী সেখানে কাজ করতে পারবেন যেমন মোবাইল হতে শুরু করে পিসি, ল্যাপটপ, অ্যান্ড্রয়েডে কাজ করা যাবে। যেখানে অন্য সকল সাইটে অ্যান্ড্রয়েডে করা যায় তো পিসিতে কাজ করা যায় না।

৫। পেমেন্ট দেওয়া system holo bank /PayPal to bkash.তারা এই পর্যন্ত ৫ বছর ধরে পেমেন্ট দিছে Total 646529$ যায় মুল্য বাংলা 646529×80= 51722320 টাকা./51722320÷5বছর=1034464এক বছর এতো টাকা। 10344646÷12মাস=862038 এক মাসে এতো টাকা। 862038÷৩০দিন= 28734টাকা। প্রতিদিন 28734 টাকা পেমেন্ট দেয়।

৬। কাজ হলো মাঝেমধ্য এডে ক্লিক করা। সো কোন এড ক্লিক করলে ৩০ সেন্ট, কোন এডে ৭৫ সেন্ট, কোন এডে ১ ডলার পযন্ত পাওয়া যায়।

৭। তথাপি এখানে আরো বেশী ইনকাম করা যায় তাহলো আপনাকে একটি টীম গঠন করতে হবে, সেখানে প্রায় ৭ জন মেম্বার থাকতে হবে। এবং নিয়মিত কাজ করতে হবে। সুতরাং সেখান হতে বেশ কিছু কমিশন পাবেন।

৮। কমিশনের ধারা বলছি ১ম মাসে ১০% পাবে, ২য় মাসে ১৫% এবং ৩য় মাসে ২৫% কমিশন পাবেন। তথাপি যারা আপনার মেম্বার তারাও পাবে সব মিলে ১৫% কমিশন। এই জন্য নিয়মিত কাজ করতে হবে। অনেকে ২/১ দিন করে হাল ছেড়ে দিলেন তো কাজ হবেনা। উক্ত কোম্পানী আপনাকে ৩ মাস মনিটরিং হিসাবে কমিশন/বোনাস গুলো প্রেরন করবে।

৯। মাত্র একাউন্টে ৩ ডলার হলেই উঠাতে পারবেন  Web money, Bank transfer, Papal & Master card

১০। ভাই এই সাইট থেকে আপনি 100% ইনকাম করতে পারবেন। এখন কাজ করবেন কি না আপনার বিষয়। এইটা স্বপ্ন না এইটা বস্তু। ভাই।

কিভাবে কাজ ও রেজিঃ করবেন?

১। কাজ করতে কিংবা রেজিঃ করতে ক্লিক করুন এখানে

২। নতুন একটি উইন্ডো আসবে > সেখানে Create Account অপশনে ক্লিক করুন >  Registration অংশে আপনার ইমেইল ঠিকানা প্রদান করুন।

৩। অতপর আপনার মেইল লগইন করুন। সেখানে নিম্নরুপ চিত্রের মত আপনাকে একটি পাসওয়াড প্রদান করা হবে। সেটি দ্বারা লগইন করুন।

৪। লগিন করলে নিম্নরুপ ড্যাশবোড পাবেন। এখানে সব কিছু দেখতে, জানতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন।

৫। এবার মূল কাজটা হল আপনাকে অ্যাপস ইনস্টল করা। আপনি যে ধরনের ডিভাইস ব্যবহার করেন তার জন্য আলাদা ধরনের অ্যাপস ইনস্টল। যেমনঃ পিসির জন্য আলাদা তেমনি অ্যান্ড্রয়েডের জন্য অনুরুপ। অ্যাপস ইনস্টল করার জন্য উক্ত একাউন্টের বাম পাশের প্যানেল হতে Downloads অপশনে ক্লিক করুন। তাহলে একটি তালিকা ও নিদেশনা পাবেন। সেই অনুযায়ী কাজ করবেন।

৬। যেমনঃ মনে করি, যারা পিসিতে ব্যবহার করবেন তারা ১ম টি ইনস্টল করবেন। এবং হ্যা পিসিতে ইনস্টল করতে গেলে আপনাকে Network Framework 4.5 পিসিতে ইনস্টল থাকতে হবে। Add blocker, Blocker Plus জাতীয় প্লাগিন বন্ধ রাখতে হবে। কিছু এন্টিভাইরাস সমস্যা করতে পারে তার জন্য ডিজাবল রাখতে হবে। তবে ইসেট এন্টিভাইরাস এখানে তেমন সমস্যা করেনা দেখেছি। এবং যারা অ্যান্ড্রয়েডে ব্যবহার করবেন তারা সবার নিচেরটা ইনস্টল করবেন।

৭। পিসিতে/ অ্যান্ড্রয়েডে ইনস্টল করলে নিম্নরুপ আইকন পাবেন। সেখানে ক্লিক করলে অ্যাপস চালু হয়ে যাবে।

৮। অতপর আপনার পাসওয়াড ও ইমেইল ঠিকানা দ্বারা লগইন করলে লাইব্রেরীতে ইমেজ পাবেন। সেইগুলো ক্লিক করলে হবে এড হিসাবে ভিউ হবে কিংবা নিদিষ্ট সময় পরপর অটোমেটিক পাবেন। উক্ত এডের সাইট গুলো ৫ সেকেন্ড মত ভিউ করলে পয়েন্ট/ডলার যোগ হবে। সুতরাং এই ভাবে আপনারা আয় করতে পারবেন আনলিমিটেড। যখনই এড পাবেন তখনই মনিটর/মোবাইল স্কীনে শো করবে।

উপসংহার

উপরোক্ত পদ্ধতি অনুযায়ী কাজ করতে পারবেন। এখানে মূলত নিজে কাজ করার পাশাপাশি টীম ধরে কাজ করলে আরো বেশী লাভবাণ হবেন। নিয়মিত ২ মাস কাজ করার পর স্বয়ংক্রিয়ভাবে ইনকাম পয়েন্ট বেশী বৃদ্ধি পেতে থাকবে। সুতরাং অবহেলা না মনে করে ধৈয্য ধরে কাজটি করেই দেখুন। আর এখানে তো কোন ইনভেস্ট করতে হয় না কিংবা অন্য সব স্ক্যাম সাইট/ পিটিসির মত নই যে, আপনাকে ঘন্টার পর ঘন্টা এড কিংবা ভিডিও দেখে নেটের মেগাবাইট নষ্ট হবে? এখানে অন্য যে কোন সাইট হতে কাজ করাটা অনেক বেশী ইজি ও নেট খরচ তেমন নাই বললেই চলে। এখানে অ্যাপস চালানোর পাশাপাশি আপনি অন্য কাজও করতে পারেবন। তাহলে আর সময় নষ্ট কেন? এখনি আমার টিউটোরিয়ালের প্রমাণ নিন। তথাপি এই টিউন সম্পকে কোন অভিযোগ/অভিমত থাকলে টিউমেন্ট করতে পারেন, সাধ্যমত সমাধানের চেষ্টা করব।

Level 0

আমি মরিয়ম তাবাসসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস