এবার ফ্রিতে শিখুন Freelancing এর যে কোন কাজ, ওরিজিনাল Paid ভিডিও কিনে নিন, কোন টাকা লাগবে না, আপনি আরো পাবেন ২২০০ টাকা, আগে টিউন টা পড়ুন এর পর বুঝতে পারবেন, এই টুটরিয়াল টার জন্য ভিডিও বানানো আছে সেটা ও দেখতে পারবেন, যদি পরতে না ইচ্ছা করে

টিউন বিভাগ ফ্রিল্যান্সিং
প্রকাশিত
জোসস করেছেন

হাই বন্ধুরা, এবার ফ্রিতে শিখুন Freelancing.

এবার ফ্রিতে শিখুন Freelancing ওরিজিনাল Paid ভিডিও কিনে নিন, কোন টাকা লাগবে না, আপনি আরো পাবেন ২২০০ টাকা, আগে টিউন টা পড়ুন এর পর বুঝতে পারবেন, এই টুটরিয়াল টার জন্য ভিডিও বানানো আছে সেটা ও দেখতে পারবেন, যদি পরতে না ইচ্ছা করে

আসলে বলতে গেলে, এইটা ফ্রী বলা যাই, কারন আমি আপনাকে যেই ভাবে দেখাবো সেটার মধ্যমে আপনি ২২০০ টাকা নিতে পারবেন, কিন্তু সেটা আপনি তুলতে পারবেন না, সেই টাকা দিয়ে আপনি Freelancing শিখতে পারবেন।

যেমনঃ আপনারা DVD কিনে কাজ করেন অথবা ভিবিন্ন যাইগাই গিয়ে ভর্তি হয়ে সিখেন।

কিন্তু এইটার ভিতর আপনি ২২০০ টাকা ফ্রী তে পাবেন, সেগুলা দিয়ে আপনি এইখানে সিখতে পারবেন,

গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ফটোশপ, মার্কেটিং, আর অনেক কিছু, আপনি দেখলেই বুঝতে পারবেন।

তো কিভাবে করবেন সেটা দেখুন

প্রথমে আপনি এই লিংকে ঢুকুন Click Here

লিংকে ঢুকার পর, নিচের ছবির মতো দেখতে পারবেন।

সেখানে আপনি আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে, Join Repto তে ক্লিক করবেন।

learn freelancing 1

জইন করার পর সাইট টিতে লগিন হয়ে যাবে, আর যদি না হয় তাহলে লগিন করবেন, নিচে ছবি দেওয়া আছে দেখে নিন।

learn freelancing 2

লগিন করার পর, নিচের ছবির মতো দেখতে পারবেন। তো আপনি Verify Phone Number এ ক্লিক করবেন

learn freelancing 4

ক্লিক করার পর, নিচের ছবির মতো দেখতে পারবেন, , তো সেখানে আপনার মোবাইল নাম্বার থাকবে, যদি না থাকে, তাহলে লিখে দিবেন, দেওয়ার পর Confirm ক্লিক করবেনসেখানে ক্লিক করার পর আপনার মোবাইল একটা মেসেজ যাবে

learn freelancing 6

ক্লিক করার পর নিচে ছবির মতো আসবে, তো আপনি মেসেজ এর কোড টা দিয়ে Confirm এ ক্লিক করবেন।

learn freelancing 8

ক্লিক করার পর, নিচের ছবির মতো আসবে, তো আপনি Credit Balance এ 200 টাকা পেয়ে যাবেন,

learn freelancing 10

তো, আপনি ঠিক মতো জইন করার পর, বাকি ২০০০ টাকা পাওয়ার জন্য আমকে আমার ফেসবুক মেসেজ করবেন (Facebook Link: Click Here(মেসেজ টা করবেন REPTO লিখে) তখন আমি আপনাকে একটা লিংক দেবো, সেই লিংক ক্লিক করার পর সাথে সাথে ২০০০ টাকা পেয়ে যাবেন

তখন আপনার বালেঞ্চ ২২০০ টাকা দেখাবে, নিচের মতো আমার টাই একটু বেশি আছে।

learn freelancing 9

তো আপনি কিভাবে কিনবেন ভিডিও গুলো

কিনার জন্য আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে দেখবেন লেখা আছে, (আপনার ২২০০ ক্রেডিট দিয়ে যেসব কোর্স করতে পারবেন)

এর পর নিচের ছবির মতো দেখতে পারবেন।

learn freelancing 11

তো উপরের ছবিতে দেখতে পারছেন যে অনেক ধরনের ভিডিও আছে, আপনি যে কোন টা কিনতে পারেন, আপনি যেটা কিনতে চান, আপনি সেটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের ছবির মতো দেখতে পারবেন।

learn freelancing 12

এর পর আপনি এই খান থেকে সব কিছু পরে নিতে পারেন, এর পর আপনি কিনার জন্য BUY FULL COURSE এ ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের ছবির মতো দেখতে পারবেন।

learn freelancing 13

এরপর আপনি এই খান থেকে সব দেখে নিতে পারেন, ওই খানে দেখুন Active Credit Used 1500 দেখাচ্ছে, মানে আপনার অ্যাকাউন্ট থেকে তারা ১৫০০ টাকা কেটে নিবে, ঠিক আছে, তাহলে আপনার অ্যাকাউন্ট এ থাকবে ৭০০ টাকা, সেই ৭০০ টাকা দিয়ে আপনি অন্যান্য জিনিস কিনতে পারবেন।

তো এর পর আপনি কিনার জন্য Start For Free তে ক্লিক করবেন।

এর পর তারা আপনাকে একটা গ্রুপ এ জইন হতে বলেবে আপনি সেই গ্রুপ এ চাইলে জইন হতে পারেন, আর অই গ্রুপ এ শুধু তারাই থালে, যারা এখানে টাকা দিয়ে ভিডিও কিনেছে, জইন হওয়ার পর আপনাকে তারা প্রশ্ন করবে, যে আপনার ইমেইল এবং আপনার মোবাইল নাম্বার দেওয়ার জন্য তো আপনি এই সাইট জইন করার সময় যে ইমেইল এবং মোবাইল নাম্বার দিছেন, সেই গুলাই দিবেন, এর পর তারা চেক করে দেখবে, এর পর আপনাকে আচ্চেপ্ট করবে।

তো ভিডিও কুথাই গেলে পাবেন

ভিডিও গুলা দেখার জন্য Dashboard এ ক্লিক করবেন, নিচের ছবির মতো।

learn freelancing 14

এর পর ওইখানে সব গুলা ভিডিও পেয়ে যাবেন, যে গুলো আপনি কিনেছেন। নিচের ছবির মতো। অথবা আপনি কোর্স এ ক্লিক করে নিতে পারেন।

learn freelancing 15

এর পর আপনি যে কোর্স টা বাই করছেন, সেটার পাশে যে Continue Learning এ ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের ছবির মতো দেখতে পারবেন।

learn freelancing 16

তো এর পর আপনি ওইখান থেকে যেকোনো ভিডিও এর পার্ট দেখতে পারবেন। যেটা দেখতে চান, সেটার উপর ক্লিক করুন। ক্লিক করলে নিচের ছবির মতো দেখতে পারবেন।

learn freelancing 17

উপরে দেখতে পারছেন যে ভিডিও চলছে, ওই খান থেকে আপনি দেখে নিতে পারেন, এবং পাশে দেখতে পারবেন আপনি কতো পারছেন্ট% কমপ্লেট করলেন, আপনি ইউস করলেই সব বুঝতে পারবেন।  

আর যদি না বুজেন তাহলে আমাকে মেসেজ করতে পারেন।  

ওয়েবসাইট এর লিঙ্কঃ Click Here

আমার ফেসবুক এর লিঙ্কঃ Click Here

Video Download Link With Google Drive: Click Here

Level 0

আমি আমজাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

facebook a message kora hoise.. please cheak korun

GREEN BANGLA IT HELP DESK -এ আপনাকে স্বাগতম। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি । সাইটের ঠিকানাঃ http://tiny.cc/gbithelpdesk