প্রিয় টিউনারবাসী, আশাকরি ভালো আছেন। ব্যস্ততার জন্য অনেকদিন কোন টিউন করা হয়নি, আজ একটু সময় পেলাম তাই ভাবলাম প্রিয় কমিউনিটিতে কিছু উপহার দেই সবাইকে। 😀 তো চলুন শুরু করি। 😉
মুভ এশিয়া নিয়ে এসেছে বাংলাদেশে MUV (Ride Sharing App) সার্ভিস, যার মাধ্যমে গ্রাহক App টি ইন্সটল করে উবার/পাঠাও App গুলোর মতো রাইড অর্ডার করে শেয়ার করতে পারবে।
MUV এ অন্য App গুলোর থেকে এখানে ব্যতিক্রম যা পাচ্ছেন তা হলো আপনার রাইডে যত টাকা বিল আসবে ঠিক সেই টাকার সমান পয়েন্টও আপনার একাউন্টে যোগ হবে, এছাড়া আপনার ইনভাইটেশন কোড দিয়ে আপনার অন্য বন্ধুরা App এ জয়েন করলে প্রতিজনের জন্য আপনি পাবেন ১০০ করে বোনাস পয়েন্টস! 😀 এখন ভাবতেছেন পয়েন্ট দিয়ে কি করব? এবার লাইনে আসেন, মুভ App এর ভেতর "MUV Reward" নামে অপশন আছে যেখানে আছে প্রচুর উপহার সামগ্রী.(যেমনঃ TVS বাইক, আইফোন এক্স, সনি হেডফোন, পাওয়ার ব্যাংক, বিশ্বকাপে জনপ্রিয় দলগুলোর জার্সি, মগ, নোটবুক, ফ্রিল্যান্সিং কোর্সে বিশাল ডিসকাউন্ট অথবা একদম ফ্রী কুপন সহ আরও অনেক অনেক উপহার! বিশ্বাস না হলে টিউনের নিচে স্ক্রিনশট ও ভিডিও দিয়ে দিচ্ছি, আর ইন্সটল দিলে নিজেই দেখতে পারবেন) 😀
ধরুন আপনার যদি ৩০০ পয়েন্ট হয় একাউন্টে ২ জনকে রেফার করে (কারণ আমি আপনাকে ১০০ পয়েন্ট দিব) তাহলে আপনি ঐ ৩০০ পয়েন্টের মধ্যে যেকোন ITEM মুভ থেকে Redeem (গ্রহন) করতে পারবেন। চরম না? 😀 আমি ইতিমধ্যে ১টা মগ এবং ১টা নোটবুক রিডিম করেছি যা আগামিকালই হাতে পাবো, ইনশা আল্লাহ্। ওরা মেসেজ দিয়ে কনফার্ম করেছে।
আপনারাও চাইলে এভাবে পয়েন্ট জমিয়ে পন্য জিতে নিতে পারেন মুভ থেকে। অনেকেই মুভ থেকে স্মার্টফোন সহ আরো অনেক প্রোডাক্ট জিতে নিয়েছে যা মুভের অফিসিয়া ফেসবুক পেজে গেলেও দেখতে পাবেন, এখন আপনি বসে থাকবেন কেন তাহলে? ঝটপট Step অনুযায়ী ইন্সটল শুরু করে দিনঃ-
এখন আসেন আপনি কিভাবে পয়েন্ট নিবেন বলি, "Promotion" এর নিচে "Free Points" এ ক্লিক করলে যেই কোডটি পাবেন আপনার বন্ধুদের বলুন সাইন আপের পরে ঐ কোড টা ব্যবহার করতে, তাহলেই আপনার বন্ধুও পাবে ১০০ পয়েন্ট আর আপনার একাউন্টেও আরো ১০০ পয়েন্ট যোগ হবে। 😀 (*MUV Point নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন - muv.asia/points)
স্টেপগুলো দেখেও যারা বুঝতে পারছেন না কিভাবে পয়েন্ট নিবেন আমার দেয়া কোড ব্যবহার করে তারা এখানে ক্লিক দিয়ে ভিডিও টিউটোরিয়াল দেখুন। (কোন প্রশ্ন থাকলে ভিডিওতে টিউমেন্ট করবেন আর চ্যানেল Subscribe করতে ভুলবেন না কিন্তু) 😀
কিছু স্ক্রিনশট দিয়ে দিলাম, দেখে নিতে পারেন অথবা ভিডিও ফাইলেই পাবেন পরিষ্কার ভাবে। 🙂
আজকে এ পর্যন্তই, সবাই রমজান মাসের ফজিলত আদায়ে সর্বোচ্চ সৎ কাজ, ইবাদত বন্দেগী করবেন। পরবর্তীতে আবারো আসব নতুন কিছু নিয়ে, ভালো থাকবেন সবাই, ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার জন্য দোয়া আর শুভ কামনা,
জাযাকাল্লাহ খায়ের। 🙂
যাওয়ার আগে কিছু বোনাস দিয়ে যাই। 😀 তুন ব্যবহারকারীরা ১০০% নিশ্চিতভাবে ডিসকাউন্ট পাবেন নিচের Promo Code গুলো দিয়ে। App গুলো প্লেস্টোর থেকে ইন্সটল করে একইভাবে সাইন আপ করে নিচের দেয়া কোড বসিয়ে নিবেন।
আমি মোঃ মাহবুব আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।