(অনলাইন ফ্রিলান্সিং)ঃ অনেকেই প্রশ্ন করে যে, আমি আউটসোর্সিং করতে চাই, কিন্তু তারা ফ্রিলান্সিং করবে না। সত্যি কথা বলতে যারা ফিলান্সিং করে তাদের মধ্যে কেহ কেহ আছে যে, তারা এই ফ্রিলান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্যটা খেয়াল করে না। এমন কি তাদের সামনে গ্রুপে নতুন রা আমি আউটসোর্সিং করতে চাই? তারা ঠিকই উত্তর দেয় কিন্তু খেয়াল করলেও হয়ত সংশোধন করে দেয় না। আমি আমার সাধ্যমত চেষ্টা করছি ফ্রিলান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যকার পার্থক্য তুলে ধরতে।
ফ্রিলান্সিংঃ
ফ্রিল্যান্স কথার অর্থ হচ্ছে মুক্ত পেশা, আর যিনি ফ্রিল্যান্স পেশায় নিয়োজিত, তিনি হলে মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং একটি ব্যক্তিগত প্রক্রিয়া। এটা একজন ব্যক্তি কর্তৃক নির্ধারিত কর্মকান্ড যার নির্ধারিত কোন নিয়োগকর্তা থাকেনা, সে নিজেই, নিজেকে নিয়োগ করে থাকেন। একজন মুক্ত পেশাজীবীকে আমরা বলতে পারি যে, সে একইসাথে একজন স্ব-নিযুক্ত কর্মজীবী বা পেশাজীবী।
আরও সহজ ভাষায় বলতে গেলে, আমার ভাষায় ফ্রিলান্সিং হচ্ছে, আপনার একটা পিসি আর ইন্টারনেট কানেকশন থাকবে আর মেধা এবং স্কিল দিয়ে অন্য কারর বা দেশ/বিদেশের কাজ করে দিবেন টাকার/ডলারের বিনিময়ে, এইটাই ফ্রিলান্সিং।
আউটসোর্সিংঃ
আর আউটসোর্সিং হচ্ছে একটা সাংগঠনিক প্রক্রিয়া, তাহলে আউটসোর্সিং হচ্ছে ফ্রিলন্সারদের কাজের মূল উৎস বা কেন্দ্র, যেখান উৎস থেকে বা যে কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন অংশে বিভক্ত হয়ে বিভিন্ন ফ্রিলন্সারদের কাছ এসে বিডের মাধ্যমে চুক্তিবদ্ধ করে মূল কাজটি সমন্বয় এর মাধ্যমে সম্পন্ন করা হয়। সহজ করতে বলতে, আউট সোর্স থেকে কোন কাজ, কারর কাছ থেকে করিয়ে নেওয়াকে বুঝায়।
আরও সহজ ভাষায় যারা কাজটি “করায়” তারা আউটসোর্সিং করে এবং যারা কাজটি “করে” তারা ফ্রিলান্সিং করে।
যেহেতু আমারা কাজ করি কিন্তু করাই না সুতারাং আমারা ফ্রিলান্সিং করি বা ফ্রিলান্সার এবং আবার আমরা যখন অন্য ফিলান্সারদের দারা কাজটি করাব তখন বলতে পারব যে, আমি আউটসোর্সিং করি।
তাহলে সহজ ভাষায় আমরা যেটা বুঝলাম যে, ক্লায়েন্টরা হল আউটসোর্সিং করে আর আমরা ফ্রিলন্সিং করি। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ, বিস্তারিত জানতে সময় পেলে ইউটিউবে সার্চ দিবেন “Ruhul Academy” সেখান যে রেজাল্ট গুলা দেখতে পাবেন, সবগুলা আমার ভিডিও সেখান থেকে জানতে পারবেন। .(চলেব)
উত্তরঃ আপনি ফ্রিলান্সিং করত পারবেন কিন্তু আউটসোর্সিং(আপনার দৃষ্টিতে অর্থ অন্যের কাজ কারা) করতে পারবেন না।
নোটঃ " এই পোস্টটি সিনিয়ারদের জন্য নহে, এখানে সকল সংগা আমার ব্যক্তিগত, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্লিজ"
আমি W3 SOFT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।