প্রশ্ন -০৪ আমি মোটামুটি কাজ পারি, কিন্তু আমি কোন সাইটে কাজ করব, কি করব বুঝতে পারছি না

আপনি যদি ফ্রিলান্সিং আইডিয়া পেয়ে থাকেন এবং কিছু কাজ শিখে থাকেন তবে নিম্নের যে কোন একটি অথবা সব কয়টিতে  মার্কেটপ্লেস সম্পর্কে ভাল করে জানুন,  গুগলে সার্চ করুন। প্রত্যেকটিতে  একাটা করে একাউন্ট খুলে ফেলুন। তবে মনে রাখবেন যে, প্রত্যেকটা মার্কেটপ্লেস এ নিজের প্রোফাইল প্রপারলী সাজাতে হয়। আপনি  নিজে  কি কাজ করতে পারেন  বা নিজের কোন কাজের উপর দক্ষতা আছে  প্রোফাইলে তা যুক্ত করতে হয়। তারপর অনলাইনে এক্সাম দিতে হ্য় আপনার দক্ষতার উপর। যদি আপনি এক্সামে পাশ করেন, কারোর  সহযোগিতা ছাড়া তাহলে আপনি বুঝবেন যে, আপনি কাজ করার জন্য উপযুক্ত। এরপর কাজ পাওয়ার জন্য অবশই আপ্লিকেশন বা  বিড করতে থাকুন। তবে মনে রাখবেন যে, আপনি যে কাজটা খুব ভাল পারবেন বলে আপনার উপর আপনার কনফিডেন্স আছে, সে কাজটিতে  বিড করুন। আর যদি আপনি কাজটি না পারেন তবে বসের (গুগলের)কাছ থেকে একটু সার্চ করে ঐ কাজটি সম্পর্কে খুব ভালভাবে জেনে নিন।  আরও ভাল জানতে বসের সহপাটির(ইউটিউব) কাছে জান, দেখবেন সে সব কিছু একে একে বুঝিয়ে দিবে কিন্তু এক টাকাও বিল নিবে না আপনার কাছ থেকে। আরও  যদি সহজ চান তবে ইউটিউবে সার্চ করুন যে, “Ruhul Academy” অথবা youtube.com/ruhulacademy

তে যান সেখানে আমি আমার সাধ্যমত সব কয়টি মার্কেটপ্লেস সম্পর্কে ধারনা দেওয়ার চেষ্টা করেছি। এর পরেও যদি না বুঝতে পারেন তবে সরাসরি আমার কাছে প্রশ্ন করবেন। তবে বিড করার আগে কাজ ভালভাবে শিখে নিবেন, এইভাবে শিখতে শিখতে আপনি নিজেই একদিন বস বা এক্সপার্ট হয়ে যাবেন। তারপর কাজে বিড  সময়  ক্লায়েন্টকে সুন্দর একটা মেসেজ দিন যে, আপনি কেন কাজটা করতে  এত  আগ্রহী বা কাজটা করতে চান। আপনি কাজটা কখন শুরু করতে পারবেন। বা আপনি কাজটা কিভাবে সম্পূর্ণ করতে চান।  আপনি কতদিনের মধ্যে কাজটি ডেলিভারী দিতে পরেবন।  এছাড়া যদি আপনার কোন প্রশ্ন থেকে থাকে কাজটা সম্পর্কে আপনি  ক্লাইন্টকে প্রশ্ন করতে পারেন, এতে ক্লাইন্ট খুব খুশি হয়। অনেক সময় ক্লাইন্ট কাজের মধ্যে কিছু প্রশ্ন করে থাকে সেটা আপনি প্রপারলি একটু সময় নিতে উত্তর দিবেন। এইভাবে যদি আপনি ক্লাইন্টকে বুঝিয়ে দিতে পারেন,  তবে আমি আপনাকে ১০০% গ্যারান্টি দিতে পারি যে, আপনি কাজ পাবেন ইনশাল্লাহ।

আপনার বিডটা পাওয়ার পর ক্লাইন্ট আপনাকে রিপ্লাই দিবে এবং হয়ত বলবে যে, আপনি কাজটি কখন শুরু করতে পারবেন ইত্যাদি আপনি সেইগুলার প্রপালি উত্তর দিলেই আপনাকে ক্লাইন্ট হায়ার কর নিবে।

আমি এখানে কিছু মার্কেটপ্লেসের লিঙ্ক দিচ্ছি। এর বাহিরে আরো অনেক গুলো মার্কেটপ্লেস রয়েছে।

ইত্যাদি।

বিস্তারিত জানার জন্য আমার ইউটিউব চ্যানেল থেকে একটু ঘুরে আসতে পারেন। .

(চলেব)

Level 2

আমি W3 SOFT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস