আপনার যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে কোন আইডিয়া নেই সেহেতু আমি একটু আইডিয়া দেই, আপনি যেহেতু স্বাধীনতা পছন্দ করেন, কারর কটু কথা হয়ত আমার ভাল লাগে না, আপনি চাকুরীর চাইতে বেশি ইনাকাম করতে চান কিন্তু আপনার পকেটে কোন টাকা নাই, শুধু টাকার অভাবে আপনার স্বপ্নগুলা পচে যাচ্ছে, আপনি স্বপ্ন কাজে লাগাতে পারছেন না বা আপনি নিজের বাসায় বসে কিংবা নিজের অফিসে বসে স্বাধীন মনে কাজ করতে পছন্দ করেন। সো আপনার জন্যই “ফ্রিল্যান্সিং”।
আমার ভাষায়, ফ্রিলান্সিং হচ্ছে, আপনার একটা পিসি আর ইন্টারনেট কানেকশন থাকবে আর মেধা এবং স্কিল দিয়ে অন্য কারর বা দেশ/বিদেশের কাজ করে দিবেন টাকার/ডলারের বিনিময়ে, এইটাই ফ্রিলান্সিং।
আমার কি কি শিখা উচিৎ?
আপনার কি কি শেখা উচিৎ আমার চাইতে আপনিই অনেক ভাল জানেন যে, আপনার কোন কোন বিষয়ে গ্যাপ আছে।
ধরে নিলাম আপনি বিরিয়ানীর সাথে বোরহানী ভালবাসেন, আর আমি আপনাকে বললাম যে, আপনি বোরহানী খাবেন না আপনি কোল্ডড্রিঙ্কস খান তবে আপনার কেমন লাগবে, অবশ্যই ভাল লাগবে না? দেখা গেল আপনার বিরিয়ানী খাওয়ার পর বমি হয়ে গেল বা কোন ক্ষতি হয়ে গেল, তখন কি আমি আপনার ক্ষতি পূরণ করে দিব? কোন দিন কি শুনেছেন যে, ডাক্তারের কাছে রুগী মারা যাওয়ার পর ডাক্তারের ফাঁসি হতে?
যাক কাজের কথায় আসি, প্রথমে আপনাকে যে কোন একটা বিষয়ে চরম দক্ষতা অর্জন করতে হবে, FRCS ডাক্তার হতে হবে (ফান করলাম)। আপনার যদি গ্রাফিক্স ডিজাইন ভাল লাগে তবে গ্রাফিক্স ডিজাইনের উপর আরও বেশি দক্ষতা অর্জন করবেন। যদি ওয়েব ডিজাইন ভাল লাগে তবে ওয়েব ডিজাইনের উপর দক্ষতা অর্জন করবেন। এক কথায় আপনার যে বিষয়টা ভাল লাগে বা পছন্দ হয়, সেই বিষয়ের উপর বেশি দক্ষতা অর্জন করতে হবে। আরও সহজ ভাষায় বলি, অনলাইনে কাজের কোন অভাব নাই, আরও দিন দিন চাহিদা বাড়ছে, কিন্তু কাজের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল পাওয়া জায় না। তাই আমি সাজেস্ট করব যে, আপনি যদি খারাপ কাজ গুলা, খুব কোয়ালিটির মাধ্যমে করতে পারেন, তবে আপনি আর যাইহোক হিউজ ইনকাম করতে পারবেন। এর চাইতে আমি আর ভেঙ্গে বলতে পারছি না।
এরপর অনলাইন মার্কেটপ্লেস গুলতে ঘাটাঘাটি করতে হবে একটু সময় দিতে হবে। অনালাইনে যারা ভাল কাজ করে দীর্ঘদিন ধরে তাদের প্রোফাইল দেখতে হবে, তাদের সাথে পারলে যোগাযোগ করতে হবে। তাদের কাছে ফেসবুকে বা সরাসরি হেল্প চাইতে হবে, তারা হয়ত কাজের কারনে সময় দিতে চাইবে না। তার পরও বার বার নক করতে হবে। হয়ত আপনি একদিন একটু সময় চাইবেন কিন্তু সে হয়ত রেস্পন্স করবে না। তারপরও মনে কষ্ট নিলে চলবে না। আবার ও একদিন নক করতে হবে, সেদিনও সে রেস্পন্স করবে না। যেহেতু আপনার দরকার কাজ শেখার তাই মনে কষ্ট না নিয়ে বার বার তার কাছে হেল্প চাইবেব দেখবেন সে একদিন ঠিকই আপনার একজন ভাল বন্ধু হয়ে যাবে এবং আপনার অনেক উপকার হবে। এতে লজ্জার কিছু নাই। কোন ইগো থাকলে চলবে না। সারা ওয়ার্ল্ডে এর মধ্যে বাঙ্গালীদের বেশি ইগো থাকে। এরপর তাদের প্রোফাইলের মত করে নিজের প্রোফাইল সাজাতে হবে।
ইংরেজীতে ফ্লুয়েন্টলি কথা বলা এবং লেখার যোগ্যতা থাকতে। অন্তত একটি জব টিউন পড়ে বুঝতে হবে যে আপনার ক্লায়েন্টের কাজের জন্য সে কি কি করতে বলছে এবং ক্লায়েন্টের সাথে কথা বলার মত ইংরেজী জ্ঞান থাকতে হবে। হয়ত আপনার ইংরেজী জ্ঞান আছে কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বলতে ভয় হতে পারে কিন্তু ভয় পাওয়া যাবে না। আমারও প্রথম প্রথম ভয় হত, কিন্তু এখন আর হয় না। ক্লায়েন্ট এমন কোন ইংরেজী বলে না যে, আপনি যেটা বুঝতে পারবেন না। ক্লায়েন্টও জানে যে, আপনার ভাষা ইংরেজী না। ক্লায়েন্টরা কিছু কমন ইংরেজী বলে, সেটা আপনি ৫/৬ কথা বললে আপনার আয়ত্তে চলে আসবে। আপনার আরও হেল্পার জন্য ত বস আছেই, বলেন ত বস কে? পারলেন নাতো, গুগল আর গুগলের সহপাটী ইউটিউব, আপনি একটু কষ্ট সার্চ করে উদ্ধার করেন প্লিজ, দেখবেন সব উত্তর বস দিয়ে দেবে। স্যালুট বস তোমার জন্য আজ আমি অনলাইনে রুহুল আমিন আর আমার ফ্রি প্রতিষ্ঠান ইউটিউব চ্যানেল (RuhulAcademy)। অনেক কথা মনে হয় কিন্তু আমার লিখতে কষ্ট হয়। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। সিনিয়ার রা এই টিউন দেখবেননা প্লিজ. (চলবে)
শেখার জন্য YouTube.com ই যথেষ্ট।
আমি W3 SOFT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।