প্রশ্ন ০১ আমি ফ্রিলান্সিং শিখতে চাই?

ফ্রিলান্সিং কি?

আমার ভাষায়, ফ্রিলান্সিং হচ্ছে, আপনার  একটা পিসি আর ইন্টারনেট কানেকশন থাকবে  আর মেধা এবং স্কিল দিয়ে অন্য কারর বা দেশ/বিদেশের  কাজ করে দিবেন  টাকার/ডলারের বিনিময়ে, এইটাই ফ্রিলান্সিং।

বিস্তারিত জানার জন্য আমার ইউটিউব চ্যানেল থেকে একটু ঘুরে আসতে পারেন। .

ফ্রিলান্সিং করতে হলে আপনাকে  নিম্মের প্রশ্নগুলার হ্যাঁ সূচক উত্তর থাকতে হবে:

  •  আপনি  সব চাইতে কি ভাল পারেন  বা কি পছন্দ করেন  সহজ কথায় আপনার  স্কিল খুব ভাল লেভের কি না।
  • আপনার  প্রচুর পরিমান ধৈর্য আছে কি না।
  •  ৬ মাস  হতে ১ বছর পর্যন্ত যদি ইঙ্কাম না করতে পারেন  তবে আপনি  ভালভাবে চলতে পারবেন  কি না
  • আপনার  ফ্যামিলির কোন প্রেসার আছে কি না
  •  আপনি  শুধু ফ্রিলাঞ্চিং করবেন সাথে  অন্য কিছু করবেন  কি না(চাকুরীর  পাশাপাশি ফ্রিলান্সিং করবেন  না, যদি পারেন  ফ্রিলান্সিং এর পাশা পাশি চাকুরী করবেন) সহজ আপনাকে ফুল টাইম দিতে হবে।
  •  যদি আপনার  একাঊন্ট সসপেন্ড বা ডিসেবল হয়ে গেলেও আপনি  আবার একটা নতুন একাঊন্ট ক্রিয়েট করে জির (০) শুরু করর মন মানসিকতা আপনার থাকবে  কি না।
  •  ক্লাইন্ট আপনার  বস, সে টাকা না দিয়ে উল্টা আমার বেশি কথা বলবে কিন্তু তার কথা শুনেও আপনি  এই লাইনে থাকতে পারবেন  কি না
  •  ফ্যামিলি কে সময় দিতে না পারলে, আপনার  উপর প্রেসার আসবে কি না, কারন এই লাইনে আপনার  সময় আর আপনার  থাকবে না, ক্লাইন্টের  হয়ে যাবে।
  •  আপনি  প্রচুর মানসিক শ্রম দিতে পারবেন  কি না।
  •  আপনার  পড়া লেখা শেষ কি না, কারন একবার টাকার মুখ দেখলে আর পড়া লেখা হবে না।

উপরোক্ত সব গুলা প্রশ্নের উত্তর যদি হ্যাঁ তবে আসুন যে

আপনি কি শিখবেন?

মুলত ফ্রিলান্সিং শেখা বলতে আপনার বিভিন্ন ক্যাটাগারীতে কাজ শেখা কে বুঝায়।

যেমন গ্রাফিক্স ডিজাইন, এস ই ও, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, এফেলিয়েট  ইত্যাদি অনেক অনেক ক্যাটাগরী আছে আনারা গুগলে খুঁজে নিবেন।

কোথায় শিখবেন?

শেখার জন্য YouTube.com ই যথেষ্ট। আপনি এই চ্যানেল দেখতে পারেন।

Level 2

আমি W3 SOFT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় তুহিন তুষার,

টেকটিউনসে অরিজিনাল ও ইউনিক টিউন করে আপনাকে টেকটিউনস থেকে ‘ট্রাসটেড টিউনার’ ব্যাজ পেতে পারেন। আপনি মৌলিক, অরিজিনাল ও ইউনিক টিউন ১০ টি প্রকাশ করে টেকটিউনস থেকে ‘ট্রাসটেড টিউজার ব্যাজ’ অর্জন করতে পারবেন।

ট্রাসটেড টিউনার হতে ও ট্রাসটেড টিউনারশীপ বজায় রাখতে আপনার পরবর্তি টিউন গুলো নিচের বৈশিষ্ঠ্য সম্পন্ন হতে হবে:

  1. প্রথমত আপনার টিউন হতে হবে অরিজিনাল কন্টেন্ট। কোন ধরনের কন্টেন্টকে টিউনস এ অনিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করা হয় তা জানুন এখান থেকে।
  2. আপনার টিউন হতে হবে কপি পেস্ট কন্টেন্ট মুক্ত। টিউনে একটি বাক্য ও কপিপেস্ট হওয়া যাবে না। যে কোন টিউনে একটি বাক্যও কপি পেস্ট হলে আপনি আপনার ট্রাসটেড টিউনার ব্যাজ হারাবেন।
  3. আপনার টিউনের গড় শব্দ সংখ্যা হতে হবে ৪০০। আপনার টিউনের গড় শব্দ ৮০০ হলে আপনি স্প্যাশাল ব্যাজ পাবেন।
  4. টিউনের বিন্দু মাত্র অংশ গুগল ট্রান্সলেশন বা মেশিন ট্রান্সলেশন ব্যবহার করে বাংলা যোগ করা যাবে না। টিউনের ভাষায় কোন রকম আক্ষরিক অনুবাদের ভাষা ও অনুবাদের ফলে ভাষার অসামঞ্জস্যতা, এক বাক্যের সাথে অন্যবাক্যের মিল না থাকা এরকম একটি বাক্যও থাকা যাবে না।
  5. আপনার প্রকাশিত সকল টিউন হতে হবে টেকটিউনস টিউন গাইডলাইন মোতাবেক

আপনার কোন একটি টিউন টেকটিউনস টিউন গাইডলাইন ভঙ্গ করে নেগেটিভ র‌্যাংক পেলে আপনার ট্রাসটেড টিউনারশীপ বাতিল হয়ে যাবে।

টেকটিউনসের ‘ট্রাসটেড টিউনার’ হলে আপনি টেকটিউনস থেকে যে সুবিধা গুলো পাবেন:

  1. ‘ট্রাসটেড টিউনার’ হলে আপনি ‘টেকটিউনসের মনিটাইজেশন’ প্রোগোামের মাধ্যমে টিউন, ভিডিও টিউন, অডিও টিউন, ফটো টিউন তৈরি করে, নিয়মিত কন্টেন্ট তৈরি করে Earn বা আয় করতে পারবেন।
  2. আপনি আপনরা টিউনার প্রোফাইল থেকে আপনার Earning History দেখতে পারবেন।
  3. আপনার একাউন্ট প্রোফাইল থেকে প্রতি মাসের শেষ শনিবার টাকা Withdraw করতে পারবেন।
  4. ‘ট্রাসটেড টিউনার’ হলে আপনার প্রকাশিত সকল টিউন টেকটিউনসে প্রকাশের সাথে সাথে টেকটিউনসের সকল সৌশল চ্যানেল গুলোতে সাথে সাথে স্বয়ক্রিয় ভাবে প্রকাশিত হবে।
  5. আপনার টিউনের টিউন র‌্যাংক স্বয়ংক্রিয় ভাবে বৃদ্ধি পাবে।
  6. টেকটিউনস মনিটাইজেশন টিম এর প্রতি শনিবার আয়োজিত নিয়মিত মিটিং এ অংশ গ্রহণ করতে পারবেন। ডিজিটাল কন্টেন্ট তৈরির নিত্যনতুন বিষয় নিয়ে  ওয়ার্কশপ, আড্ডা, আলোচনা, বেইন স্ট্রমিং করতে পারবেন।

টেকটিউনস থেকে আর্ন করতে হলে আপনাকে ট্রাসটেড টিউনারদের মত মৌলিক, অরিজিনাল, কপিপেস্টমুক্ত, দারুন ইমেইজ ও ছবি সমৃদ্ধ, টেকটিউনসের সঠিক ও সুন্দর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেটিং করে, কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল লিংক মুক্ত ইউনিক টিউন করতে হবে। টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার বাড়াবেন ও আর্ন করবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন। টেকটিউনস ট্রাস্টেড টিউনার ১, টেকটিউনস ট্রাস্টেড টিউনার ২, টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৩

আপনি ট্রাসটেড টিউনারদের মত মৌলিক, অরিজিনাল, কপিপেস্টমুক্ত, দারুন ইমেইজ ও ছবি সমৃদ্ধ, ভিজিটর এনগেজিং কন্টেন্ট ও শিরোনাম যুক্ত, টেকটিউনসের সঠিক ও সুন্দর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেটিং করে, কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল লিংক মুক্ত ইউনিক ১০ টি টিউন প্রকাশ করলে টেকটিউনস থেকে আপনাকে ‘ট্রাসটেড টিউনার ব্যাজ’ দেওয়া হবে এবং আপনার একাউন্টে টেকটিউনস মনিটাইজেশন চালু করে দেওয়া হবে। টেকটিউনস মনিটাইজেশন চালু হলে আপনি স্ট্যান্ডার্ড টিউন (টিউন), ভিডিও টিউন (ভিউন), অডিও টিউন (ওউন), ফটো টিউন (ফিউন) তৈরি করে টেকটিউনস থেকে আর্ন করতে পারবেন এবং আপনার একাউন্ট প্রোফাইল থেকে প্রতি মাসের শেষ শনিবার টাকা উত্তলোন করতে পারবেন।

টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র‌্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে এই টিউনটি পড়ুন।