প্রিয় ভাই ও বোনের আগামী টিউনে আমি গত টিউনে আপনাদের ছোটো ফ্রিল্যন্সিং কাজের ট্রাস্টেড সাইট দেখিয়েছি।
আজ আপনাদের দেখাব ডাটা এন্ট্রি বা আর্টিকেল লেখার মাধ্যমে কিভাবে মাসে ৫০০ থেকে ১০০০ ডলার বা তারও বেশী টাকা ইনকাম করতে পারবেন।
*আজকের টিউনটি শুধুমাত্র যারা ডাটা এন্ট্রি ও আর্টিকেল রাইটিং এর কাজ পারেন তাদের জন্য। *
প্রথমে আপনাদের ওয়েবসাইট টির সাথে পরিচয় করে দিতে চাই।
নাম ঃ contentmart.com
সাইন আপ করা একদম ফ্রি। কোনো চার্জ নেয়।
এই সাইটটি একটি ফ্রিল্যান্সিং সাইট। আপনারা ফাইবার বা ফ্রিল্যান্সার সাইটের নাম শুনেছেন এটা তাদের থেকে বড় সাইট।
আপনি যদি অলস হয়ে থাকেন এই সাইট থেকে কাজ নিয়ে ফাইবার বা ফ্রিল্যান্সিং এর সাইটে কাওরে দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন কম টাকায় 😀
সাইন আপ করার জন্য এখানে ক্লিক করুন https://contentmart.com/register?affiliate=439123
সাইন আপ করার পর কিছু টেস্ট দিবে সেগুলাতে চিটিং করা সিস্টেম আছে। আপনাকে ২০ টা প্রশ্ন করা হবে। সময় ২০ মিনিট। আপনি প্রশ্নগুলো গুগলে সার্চ দিয়ে অনায়াসে সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন। কিন্তু একটু তাড়াতাড়ি করবেন।
সাইন আপ করার সময় যে যে বিষয় সিলেক্ট করবেন সে সে বিষয়ের উপর টেস্ট দিতে হবে।
যেমনঃ স্পোর্টস সিলেক্ট করলে স্পোর্টের উপর পরীক্ষা নেয়া হবে এবং সে রিলেটেড প্রশ্ন করা হবে। আপনি ২/৩ অপশন ও সিলেক্ট করতে পারেন।
ভাষা বাংলা এবং ইংরেজী দিবেন।
এখানে কাজ পাওয়ার সিস্টেম টা বিডের উপর। এবং কাজের মূল্য ও অনেক।
পরের টিঊন পেতে আমাকে ফলো করুন। ধন্যবাদ।
আমি মেহেদী রবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।