প্রথমেই জেনে নিন, এটা কোন ক্লিক করে টাকা আয় করার সিস্টেম নয় এবং অনলাইনে কাজ করতে গেলে কোন প্রকার অগ্রীম জামানতেরও প্রয়োজন হয় না।
তাহলে চলুন, দেখে নেয়া যাক কিভাবে আপনিও আপনার কাজের পাশাপাশি অনলাইন ভিত্তিক ক্যারিয়ার গড়তে পারেন~
[*শেষ পর্যন্ত সময় নিয়ে পুরো লিখাটি পড়ুন এবং দেখুন *]
ভিডিওটি দেখুন >>>এখানে ক্লিক করে
তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় তারা আসলে কি করে আয় করে?
হ্যাঁ, অনলাইনে আয়ের বিভিন্ন উপায় রয়েছে, তার মধ্যে সেরা এবং গ্যারান্টিড উপায় হল ফ্রিল্যান্সিং করা। ফ্রিল্যান্সিং হল স্বাধীন পেশা। এখানে আপনাকে কোন প্রকার ইনভেস্ট করতে হবে না এবং কাজ করার কোন বাধ্যবাধকতাও নেই। আপনি যে টুকু কাজ করবেন তার টাকা আপনি পেয়ে যাবেন।
কিন্তু কাজ করতে হলে আপনাকে আগে অবশ্যই কাজ শিখতে হবে। এই ক্ষেত্রে আপনার একমাত্র ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার শ্রম আর মেধা। এবার যদি বলেন, নতুনদের জন্য সবচেয়ে সহজ কাজ কোনটি, তার উত্তর বলতে হবে আসলে এখানে কোন কাজই সহজ নয়।
হ্যা, ভালো করে শুনে রাখুন, ইন্টারনেটে ইনকাম একদম পানিভাত টাইপের কিছু না।
তবে পরিশ্রম করতে পারলে এখান থেকে এমন পরিমাণ আয় করা সম্ভব যা আপনি সারা জীবনেও হয়ত লোকাল কোন কম্পনীতে চাকরী করে আয় করতে পারতেন না।
আর এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে, নিচের কোর্সগুলোর কাজ শেখা।
টিউটোরিয়াল গলো একজন ফ্রিল্যান্সার হিসেবে সম্পূর্ণ আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকেই তৈরি করা হয়েছে, তাই এটি বাস্তব সম্মত এবং নতুনদের জন্য বিশেষ সহায়ক গাইডলাইন
বাংলাদেশে এই প্রথম একইসাথে ৬ টি অনলাইন আয়ের কোর্স ডিভিডি আকারে পাওয়া যাচ্ছে।
“একটি সঠিক সিদ্ধান্ত পাল্টে দিতে পারে আপনার জীবন”
~এখনকার এতটুকু অবহেলা যেন ভবিষ্যতের আফসোস না হয়ে দাড়ায়!~
বুঝে শুনে সিদ্ধান্ত নিন!
অফারটি শেষ হওয়ার পূর্বেই পূর্ণাঙ্গ ভিডিও কোর্সটি সংগ্রহ করুনঃ
তবুও, কেনার পূর্বে একটু থামুন, বুঝুন- তারপর কিনুন!
আমরা জানি নিচের লিখাগুলোর জন্য আমাদের হয়ত বিক্রয় কম হবে, কিন্তু আমরা চাইনা আপনি আপনার টাকা এবং সময় আমাদের পেছনে না বুঝেই নষ্ট করুন।
কাজেই অর্ডার করার পূর্বে একবার হলেও পড়ে নিন লিখাটিঃ
একই ক্লাসের একই বই পড়ার পরেও যেমন ক্লাসের সবাই A+ পায় না, তেমনি আমাদের এই টিউটোরিয়াল দেখেও সবাই সফল হতে পারবে না, আমরা নিজেরাই এটা স্বীকার করি।
এখানে লুকোচুরির কিছুই নেই। সফলতার শর্ত একটাই, ডেডিকেশনের সাথে পরিশ্রম করতে হবে, আর শেখার মেন্টালিটি থাকতে হবে। যদি পরিশ্রম করার জন্য রেডি থাকেন, যদি নিজের লাইফকে একটু অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য রেডি থাকেন তাহলেই কেবল টিউটোরিয়ালটি অর্ডার করুন।
অর্ডার করার পূর্বে আরো ২ বার ভেবে নিন, ভেবে নিন সারাজীবন যে চাকরীর জন্য এত পড়াশুনা করেছেন, এত শ্রম দিয়েছেন, কিন্তু যে চাকরী পারে নাই আপনার লাইফকে স্মার্ট করতে, আর এখন আপনি এমন এক লাইনে ঢুকতে যাচ্ছেন যেখান থেকে মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করা তেমন কোন বড় ইস্যু না, যেখানে জামানত, ঘুষ ছাড়াই কাজ করবেন, যেটার মাধ্যমে ঘরে বসেই ইউরোপ আমেরিকান ক্লাইন্টদের কাজ করবেন, যেটাতে বাংলাদেশ সরকার দেশের ভবিষ্যৎ সম্ভাবনা দেখে, সেই ফ্রিল্যান্সিং এর জন্য ৩-৪ মাস দৈনিক কয়েক ঘন্টা মনোযোগ দিয়ে শ্রম দিতে আপনি প্রস্তুত তো?
যদি আপনার উত্তর হ্যা হয় তাহলেই কেবল অর্ডার করুন। যদি নিজের লাইফকে চেঞ্জ করার মত উদ্যম আপনার ভেতরে থাকে তাহলেই অর্ডার করুন, যদি বন্ধুদের সাথে আড্ডা একটু কম দিয়ে, টিভি একটু কম দেখে, হতাশাকে দূরে সরিয়ে দিয়ে- নিজের ফ্যামিলির জন্য, নিজের জন্য নিজের জীবনকে একটু সুন্দর করতে ইচ্ছা হয় তাহলেই কেবল অর্ডার করুন।
তথ্য প্রযুক্তি সেক্টরেই বাংলাদেশের ভবিষ্যৎ! তাই আপনার প্রতিযোগী থেকে পিছিয়ে পরার আগেই নিজেকে তৈরি করুন.
এবং আমরা জানি আমাদের কয়েক’শ সফল ছাত্রদের মত
আপনিও বুঝে গেছেন আমাদের কোয়ালিটি সম্পর্কে!
[ডিভিডি হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন, কোন অতিরিক্ত চার্জ নেই!]
এক নজরে আমারে ৬ টি প্রফেশনাল লার্নিং প্যাকেজ দেখুন এবং অর্ডার করুনঃ
আমি ইমরান হোসেন। Owner, Mollik IT, Barisal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।