ফ্রিল্যান্সিং নিয়ে শুরু থেকে…৪ একজন ফ্রিলেন্সার

আজে আলোচনা করবো কোথা থেকে ও কিভাবে শিখলে ভালো হবে-

তবে আমার আগের টিউনের লেখা অনুযায়ী আপনাকে প্রথমেই আপনার শিখার বিষয়টি বাছাই করতে হবে। এখন বাছাই করার সময় সবচেয়ে বেশি প্রধান্ন দিবেন আপনার কাছে যে বিষয়টি ভালো লাগে সেটিকে। আপনি যদি এটা ভাবেন যে কোন বিষয়ের চাহিদা কম ও অন্য বিষয়ের চাহিদা বেশি তাহলে আপনি ভুল করবেন।

আপনি যে কাজটি পুরোপুরি ভালো মত পারবেন সেটিরই চাহিদা বেশি। আর কোন কাজ ভালো মত শিখার জন্য আপনাকে আপনার পছন্দের বা ভালো লাগার বিষয়টিকে বাছাই করতে হবে।

এখন আসি মূল কথায়। শিখার জন্য সবচেয়ে ভালো ও উপকারি রিসোর্স হচ্ছে গুগল ও ইউটিউব। আপনি যে বিষয়ে শিখতে চান আপনি শুধু গুগল ও ইউটিউব এ সার্চ দেন আপনি অনেক ভালো ভালো টিউটোরিয়াল পাবেন।
এছাড়াও আপনি বিভিন্ন অনলাইন সাইট আছে যেখানে ফ্রি ও পেইড ভিডিও পাওয়া যায়। এবং কোর্স শেষ এ সেই সাইট গুলো কোর্স কমপ্লিট সার্টিফিকেট ও প্রদান করে। তেমন একটি সাইট হচ্ছে- http://www.udemy.com

আপনি এখানে ফ্রি ও পেইড উভয় প্রকার টিউটোরিয়াল পাবেন। এবং প্রায় সব টপিক নিয়েই ফ্রি টিউটোরিয়াল আছে।

আর পাশাপাশি যারা ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখবেন তাদের জন্য আর একটি সাইট হচ্ছে- http://www.w3schools.com
এটি হচ্ছে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখার জন্য সবচেয়ে বড় অনলাইন সাইট।

আর অনেকেই আছেন যারা বিভিন্ন আইটি ইন্সটিটিউট এ ভর্তি হয়ে শিখতে চান। তাদের জন্য বলবো, আপনি যে আইটিতেই ভর্তি হননা কেন আপনি যদি আগে থেকে কিছু টিউটোরিয়াল দেখে আপনার পছন্দের বিষয়টি নিয়ে স্টাডি করে থাকেন এবং বেসিকটা জানেন তাহলে আপনার শিখতে সুবিধা হবে এবং আপনি আপনার না জানা বিষয় গুলো জেনে নিতে ও আদায় করে নিতে পারবেন।

এবং যে কোন আইটি ইন্সটিটিউট এ ভর্তি হওয়ার আগে তারা কিরকম শিখায়, তাদের শিখানোর ধরন, কোন কোন টপিক আপনাকে শিখানো হবে সব জেনে নিবেন। পারলে তাদের রানিং ব্যাচের সাথে একটি ফ্রি ক্লাস করে দেখতে পারেন। আশাকরি কোন আইটি ইন্সটিটিউটই না করবে না।

আর এগুল সম্পর্কে জানতে হলেও আপনাকে আগে আপনার বাছাইকৃত বিষয়টির বেসিকটা শিখা প্রয়োজন।

তবে সবচেয়ে উত্তম হচ্ছে যদি আপনি নিজেই অনলাইনের রিসোর্স গুলো থেকে শিখতে পারেন। কারণ এমন কোন টপিক নেই যেটা আপনি অনলাইন এ পাবেন না। এবং এর আর একটি উপকারিতা হচ্ছে আপনি পরবর্তীতেও কোন সমস্যায় পরলে নিজেই সমাধান করতে পারবেন।

তাই যেখানেই শিখুন না কেনো আগে অনলাইনে রিসার্চ বা ঘাঁটাঘাঁটি করতে শিখুন। দেখবেন আপনার কাজে বা শিখায় কনো বাঁধা থাকবেনা।

আর আপনাকে প্রতিনিয়তই নতুন নতুন জিনিস শিখে যেতে হবে। শিখার কোনো শেষ নেই। আমিও এখনো প্রতিনিয়তই শিখছি।

আপনাদের জানার জন্য আমার শিখা কিছু বিষয় এর নাম বলি-
১. ওয়েব ডিজাইন (ইন্টারমিডিয়েট)
২. ওয়ার্ডপ্রেস (ইন্টারমিডিয়েট)
৩. ইমেইল মার্কেটিং (প্রফেশনালি)
৪. গ্রাফিক্স ডিজাইন (ইন্টারমিডিয়েট)
এগুলো ছাড়াও আর অনেক কাজ জানি ও শিখেছি। আর এখনো শিখে যাচ্ছি।

পরবর্তী টিউনে আর কিছু তথ্য নিয়ে লিখবো।
ধন্যবাদ  🙂

লেখা- মোঃ সাব্বির রহমান শুভ

আগের টিউন গুলো-
ফ্রিল্যান্সিং নিয়ে শুরু থেকে. (একজন ফ্রিলেন্সার)
ফ্রিল্যান্সিং নিয়ে শুরু থেকে…২ (একজন ফ্রিলেন্সার)

ফ্রিল্যান্সিং নিয়ে শুরু থেকে…৩ (একজন ফ্রিলেন্সার)

Level 2

আমি মোঃসাব্বির রহমান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

GREEN BANGLA IT HELP DESK -এ আপনাকে স্বাগতম। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি । সাইটের ঠিকানাঃ http://tiny.cc/gbithelpdesk