ফ্রিল্যান্সিং নিয়ে শুরু থেকে…৩ একজন ফ্রিলেন্সার

আজকের পোস্টটিতে আলোচনা করবো অনলাইনে ফ্রিল্যান্সিং কাজের ক্যাটেগরি গুলোর সংক্ষিপ্ত বর্ণনা বা কোনটা কি কাজ সেটা নিয়ে আলোচনা-

 

►Web Design: ওয়েব ডিজাইন হচ্ছে একটি ওয়েবসাইট দেখতে কেমন হবে, এটির মেনু, বার, ইমেইজ কোনটা কি রকম হবে তা সরাসরি কিছু কোডিং ল্যাঙ্গুয়েজ দারা তৈরি করা। যেমন- HTML, CSS, Bootstrap ইত্যাদি। এক কথায় ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েবসাইট বা পেজ এর মুল কাঠামো তৈরি করা।

 

►Web Development: ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে তৈরিকৃত ওয়েব ডিজাইনটিতে প্রান সঞ্চার করা বা সাইটি পুরোপুরি ফাংশনাল করে চালু করা এবং ব্যবহার উপযোগী করেতোলা।

ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে আপনাকে শিখতে হবে- HTML, CSS, PHP/ASP, MySQL/SQL, Oracle, JavaScript, JQuery, Ajax

 

*আমার মতে যারা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখতে চান তারা ২ টাই শিখবেন। প্রথমে ওয়েব ডিজাইন তারপর ওয়েব ডেভেলপমেন্ট *

 

►SEO (Search Engine Optimization): আমরা সবাই সার্চইঞ্জিন গুলোর সাথে পরিচিত। এবং সবচেয়ে জনিপ্রিয় সার্চইঞ্জিন হচ্ছে Google. আমরা যখন গুগল এ কিছু লিখে সার্চ দেই তখন গুগল আমাদেরকে সবচেয়ে জনপ্রিয় ও তথ্যবহুল সাইটটি আমাদের সামনে এনে দেয়। আর গুগলের সার্চ লিস্টে কোন একটি সাইটকে উপরে নিয়ে আসাই হচ্ছে এসইও এর কাজ।

 

►SMM (Social Media Marketing): সোশ্যাল মিডিয়া মার্কেটিং নাম শুনেই আপনারা বুঝতে পারছেন এটির কাজ কি হতে পারে। আপনার কোনো ওয়েবসাইট বা পেজ কে সোশ্যাল সাইট গুলোতে মার্কেটিং করা। জনপ্রিয় সোশ্যাল সাইট গুলো হচ্ছে- ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডিন, পিন্টারেস্ট, গুগল প্লাস।

 

►Graphic Design: আমরা সবাই কমবেশি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানি। গ্রাফিক্স ডিজাইনে আমারা বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি, যেমন- লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, ব্যানার ডিজাইন, ওয়েব টেম্পলেট ডিজাইন এক কথায় সকল প্রকার ডিজাইন।

গ্রাফিক্স ডিজাইনে আপনাকে ফটোশপ, ইলাস্ট্রেটর ব্যবহারে পারদর্শী হতে হবে এবং ক্রিয়েটিভিটি বারাতে হবে।

 

►Email Marketing: ইমেইল মার্কেটিং হচ্ছে ইমেইল এর মাধ্যমে আপনার পণ্য বা সাইট এর মার্কেটিং বা প্রচার করা। ইমেইল মার্কেটিং এ বিভিন্ন ধরনের কাজ রয়েছে। যেমন- ইমেইল টেম্পলেট তৈরি, ইমেইল লিস্ট কালেকশন, ফর্ম ক্রিয়েশন, অটোমেশন সেটআপ।

ইমেইল মার্কেটিং এও HTML & CSS টা শেখা গুরুত্বপূর্ণ। তবে এখানে এইচটিএমএল ও সিএসএস এ কিছুটা পার্থক্য রয়েছে।

 

►Digital Marketing: সকল প্রকার অনলাইন মার্কেটিং ই একত্রে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। যেমন- ইমেইল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি।

 

►Affiliate Marketing: এফিলিয়েট মার্কেটিং হচ্ছে- আপনি অন্য কারো, কোন পণ্যের মার্কেটিং এর মাধ্যমে সেল করিয়ে দিবেন এবং সে আপনাকে নির্দিষ্ট পারসেন্টেজ মুনাফা দিবে।

কথা মনে হয় একটু কঠিন ভাবে বলে ফেললাম :p 😀

 

►Content Writing: লেখালেখি, বিভিন্ন টপিক এর উপর কন্টেন্ট বা আর্টিকেল লেখা। যারা ইংরেজিতে দক্ষ তারা বিভিন্ন ওয়েব সাইট এর জন্য কন্টেন্ট রাইটিং এর কাজ করে থাকে।

 

►Data Entry: সংক্ষেপে বলা জায়- এক্সেল ফাইল বা বিভিন্ন সফটওয়্যার বা ওয়েবসাইট এ তথ্য বা ডাঁটা এন্ট্রি করা। যেমন আপনি একটি এক্সেল ফাইলে বিভিন্ন মানুষের আইডি, নাম্বার, ঠিকানা ইত্যাদি এন্ট্রি করে রাখলেন। অথবা একটি পিডিএফ বা পিকচার ফাইল থেকে মাইক্রোসফট অফিস ফাইল এ কনভার্ট বা এন্ট্রি করলেন।

 

►Video Editing: ভিডিও এডিটিং সম্পর্কে আমরা সবাই জানি। বিভিন্ন ভিডিও কে সুন্দর ও আকর্ষণীয় ভাবে এডিট করা।

 

►Animation Create: বর্তমানে এনিমেশন খুবি জনপ্রিয়। আমরা সবাই কম বেশি এনিমেশন এর সম্পর্কে জানি।

 

►App Development: অ্যাপ ডেভেলপমেন্ট ও বর্তমানে খুবই জনপ্রিয়। বিশেষ করে অ্যান্ড্রয়েড অ্যাপ। এটার জনপ্রিয়তা নিয়ে নতুন করে লেখার কিছু নেই। 🙂

 

►Photography: জী, আপনি সঠিক দেখেছেন- ফটোগ্রাফি। আপনি সুন্দর সুন্দর দৃষ্টি নন্দন ছবি তুলে সেগুলো অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট এ বিক্রি করতে পারেন। এবং এটিকে আমি পুরোপুরি স্বাধীন পেশা বলতে পারি। 🙂

 

এরকম আরো অনেক কাজ রয়েছে যা অনলাইন এ করা হয়ে থাকে। এখানে আমি আপনাদের জন্য কিছু তুলে ধরলাম। আপনি যদি অনলাইন এ কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার পছন্দের বিষয়টি বাছাই করে নিতে হবে। কেননা সেই বাছাই কৃত বিষয়টি নিয়েই আপনাকে বাকি পথ এগোতে হবে। তাই যে বিষয়টি ভালো লাগে সেটি সম্পর্কে পুরোপুরি যেনে তারপরই শুরু করবেন। আর বিস্তারিত জানার জন্য গুগল ও ইউটিউব এ অনেক ইংরেজি ও বাংলা রিসোর্স আছে। আপনাকে শুধু কষ্ট করে সার্চ দিত হবে।

 

আপনার পছন্দের বিষয়টি নিয়ে গবেষণায় লেগে জান এবং বিস্তারিত জানতে চেষ্টা করুন। দেখবেন শেখার আগ্রহ বাড়বে।

 

পরবর্তী টিউন এ আপনি কোথা থেকে এবং কিভাবে শিখলে ভালো হবে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।

ধন্যবাদ 🙂

 

লেখা- মোঃ সাব্বির রহমান শুভ

আগের টিউন গুলো-
ফ্রিল্যান্সিং নিয়ে শুরু থেকে. (একজন ফ্রিলেন্সার)
ফ্রিল্যান্সিং নিয়ে শুরু থেকে…২ (একজন ফ্রিলেন্সার)

Level 2

আমি মোঃসাব্বির রহমান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস