এবার অনলাইনে শেষ চেষ্টা – অনলাইনে ক্যরিয়ার গড়ুন – চাকরি মাথা থেকে যেরে ফেলুন

আসসালামুআলাইকু,

আশা করি সবাই ভালো আছেন। আমি জানি শত দুঃখ কষ্টের মধ্যেও বলবেন হ্যা ভালো। কারণ বাংলাদেশে যেভাবে বেকারত্ব বাড়ছে। সবাই হতাশ!

ইনশআল্লাহ আজ আমি  চেষ্টা করব কিভাবে হতাশা থেকে মুক্তি লাভ করা যায়। খুব মনযোগ সহকারে টিউনটি পরবেন ইনশআল্লাহ হতাশ আপানার সাথে আর থাকতেই পারবে না।

আমরা সবাই অনলাইনে আয় করতে চাই। যেখানে দেখি হাজার ডলার সেখানেই দৌড়ে যিই। শেষে! দেখা যায় ফাকা কিছুই নেই। তাখনই হতাশ হয়ে পরি। তখন মনে করি। অনলাইন হচ্ছে একটি  বাজে জগৎ। অনেকরে দেখা যায় 10 ডলারের পিছনে দৌড়া দৈড়ি করে।

যেমেন: ভিডিও দেখে ইনকাম। এই উল্ট পাল্টা কাজ করে অনলাইনে ক্যরিয়ার গড়া যায় না।

ভাই বিয়া সাধি কি করবেন না? ভিডিও সাইট বা অন্যান্য ক্লিকিং জাতিয় সাইট গুলো হচ্ছে বাটপার কম্পানি। এরা আপনাকে যতটা দিবে তার থেকে বেশি নিয়ে যাবে।

ভালো ভালো সাইট গুলোতে কাজ করুন ইনশআল্লাহ ভালো ইনকাম করতে পারবেন।

আমি এখন যে সাইটির নাম বলব অবশ্য সবাই নাম জানেন। সাইটির নাম হচ্ছে ফাইভার। সবথেকে পপুলার এবং বিশ্বস্ত সাইট।

আপনেই আপনার বস ঃ

এই সাইটি কখনই আপনার আমার সাথে বাটপারি করবে না। এবং এই সাইটে কাজ করলে অাপনাকে আল্লাহর ইচ্ছার চাকরি চানতাই করতে হবে না। কারো গালা গালিও আপনাকে শুনতে হবে না। উল্টা আপনি অন্য বেকারদের চাকরি দেবেন।

যেভাবে শুরু করবেন ঃ

ফাইবারের কাজ করার অনেক সেক্টরিই আছে। আমি যেটি সেটাই আপনাকে বলি। সেটা হচ্ছে গ্রফিক্স ডিজাইন।

কিছু সিক্রেট টিপস এন্ড ট্রিকসের মাধ্যমে আমি কাজ গুলো করি। যদিও আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে

কিছুই জানি না.

পুরাই অজ্ঞ। এক বড় ভাইয়ের কাছ থেকে। ডিভিডি নিয়ে কাজটি 2016 সালে শুরু করেছিল। এখন আমার 300-700 ডলারে মত থাকে প্রত্যেক মাসে। ও আমার কাজের জন্যও তিন লোক আছে। যদিও তার আমার বনধু। আমার সাথে কাজ শিখছে।

My Earning Of March Month

আমি সবর্দ  মানুষের উপকার করা চেষ্টা করি। যদি উপকার নিতে মনে চায়। না চাইলে নাই।
অনলাইন জগৎতে অনেক বাটাপার রয়েছে। আমিও ধরা খেয়েছি। তা অাপনাদের সহজ পথটিই বলে দিচ্ছি।

যাই হক ;

আপনার যদি সুন্দর একটি ক্যরিয়্যার গড়তে চান তাহলে আমি বলব।

ভাইয়ার ডিভিডিটা আপনি নিতে পারেন।  আপনি যদি না নিতে চান তাহলে আমার কোন  সমস্য নেই  বা লাভও নাই। উল্ট আমারি ভালো। যদি সিক্রেট সবাই জানে কাজের তো দাম থাকে না। কাজ পাওয়াও যায় কম।

FiverrGuruMaker DVD (AtoZ)  এখানে ক্লিক করুন

বিঃদ্রিঃ ডিভিডির কোন অংশই  আমার না। আমি উপকৃত  হয়েছি। তাই সকলের মাঝ শেয়ার করেছি। আশা করি আপনি উপকৃত হবেন ইনশআল্লাহ। ধন্যবাদ ভ

Level 1

আমি মো শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস