অনলাইন ইনকাম এর ক্ষেত্রে সবাই সচেতন থাকুন জাস্ট এটাই বলব। CPA বা কস্ট পার একশন হল সবচেয়ে পপুলার অনলাইন ইনকাম মেথড। এখানে ইনকাম কিঞ্চিৎ হয় অনেক ক্ষেত্রে। বাট যেহেতু এটি অথরিটির নিষিদ্ধ একশন, তাই গ্যারান্টি নেই। যখন তখন বন্ধ হয়ে যাবে। কেমন সেটা? ধরেন, ইউটিউব ভিডিও দেখে ইনকাম করার হলে, ইউটিউব টার্ম কি ভিডিও দেখার জন্য টাকা দেওয়া এলাও করে? না। এমন করছে জানা মাত্রই টারমিনেট।
ফেসবুকে পেইড লাইক, মানে আপনি ফেইক একাউন্ট দিলে লাইক করলে টাকা পাবেন? ফেসবুকও ফেইফ লাইক রাখে না! টার্মে নেই। পেইড টু ক্লিক, ভিজিট, সাইন আপ- বা অ্যাপ ডাওউনলোড সবই হচ্ছে ইউজারদেরকে ধোকা দেওয়া, "দেখ আমার কত্তো ইউজার/ভিউয়ার/মেম্বার/ফলোয়ার। কিন্তু এস সবই ধোঁকাবাজি। তো আপনি এর চেয়ে সরাসরি ফার্মগেইট বাসস্ট্যান্ডে ভাঙ্গা একটা ব্লেড নিয়েই নেমে যেতে পারেন, পুঁজি মাত্র ২টাকা! যদি বলেন, আমি তো ধোঁকা দিচ্ছি না, দিচ্ছে তো সিপিএ সাইটগুলো।
তো? আপনি সহযোগিতা তো করছেন- আপনি জানেনও না এসব ক্রিয়েটিভ প্ল্যাটফর্মের স্পন্সর/এডভারটাইজার/ইউজারদের আপনি মিস লীড করছেন! আর যে অন্যকে ধোঁকা দিচ্ছে, সে আপনাকেও দেবে না তার গ্যারান্টি কি? এর পরও অনেকেই বলবে- ব্যাপারটা এমন না, কিংবা পেমেন্ট প্রুফ দেবে। কেন জানেন? কারণ সেও জানে না এসব জিনিস কতটা ভয়ঙ্কর? শুধু আপনাকে সাইন আপ করাতে পারলে সেও শুয়ে শুয়ে ইনকাম করার স্বপ্ন দেখছে।
ফ্রিল্যান্সিং একটি ভাল জিনিস, সেগুলো এগুলোর সাথে গুলিয়ে ফেলবেন না! ফ্রিল্যান্সিং করার চেয়ে কামলা খাটা সহজ। ১১ বছর ধরে এ ফিল্ডে আছি। অক্ষরে অক্ষরে সত্য- এ কথাগুলো।
সচেতনতা নিয়ে যা জানার আমার ভিডিওটিতে ক্লিক করে দেখুন উপরে।
আর অনলাইন ইনকামের ৩টি কমন ভুল ধারণা নিয়ে দেখুন এই ভিডিওটি: https://www.youtube.com/watch?v=nWgxjGQh3sI
আমি ওয়ালিউর রহমান। Founder & CEO, WaliBD, Uttara। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একাডেমিকভাবে একজন এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। তবে ওয়েব ডেভেলপমেন্ট থেকেই উপার্জনের হাতেখড়ি। এ ব্যাবসায় জড়িত আছি সেই ২০০৮ সাল থেকে। এখনো আছি...। নিজ প্রতিষ্ঠান WaliBD.Com এর মাধ্যমে তাই চেষ্টা করছি ডিফরেন্ট কিছু করবার। যে কোন ধরনের ওয়েবসাইট তৈরির জন্য যোগাযোগ করুন: ০১৯৪৬-৩৬৬৪৪৮
Right