সাবধান হন……! কারণ সাবধানের মাইর নাই……!!!

এই মাত্র একটা পোস্ট দেখলাম যে নামে একটা কোম্পানিতে লোক নেয়া হচ্ছে। এটা ভাল উদ্যোগ। তবে ওনারা যে ডকুমেন্টগুলো চাচ্ছে সেগুলো সাধারণত বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে ডাটা Verification এর কাজে ব্যবহৃত হয়। ওনারা নিচের ডকুমেন্টগুলো চাচ্ছেন।

১। ১ কপি ছবি ( ছবি স্ক্যান করে পাঠাতে হবে ) ২।১ টি গভঃ ইস্য করা ফটো আই,ডি (পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাসনাল আই,ডি কার্ড,) ৩। Address prove (যে কোনো পোস্ট পেইড সিমের বিল কপি (qubee,gp etc),, পানি বিল,)

আমি না জেনে সরাসরি কাউকে দোষ দিচ্ছি না। কিন্তু একজন মানুষকে ব্লগ কমেন্ট, কিংবা ডাটা এন্ট্রির মত কাজ দেয়ার ক্ষেত্রে অন্তত এই ধরনের ডাটা দরকার হয় না। সম্প্রতি ভুয়া ফ্রিল্যান্সারদের অ্যকাউন্ট ব্যান করার জন্য সাইটগুলো এই উক্ত ডকুমেন্টগুলো চাচ্ছে। তাই আপনারা অচেনা কারো সাথে এই ডকুমেন্টগুলো শেয়ার করবেন না। কারণ তাহলে হয়ত আপনার ডকুমেন্ট দিয়ে নিজেদের একাধিক ভুয়া অ্যকাউন্ট verify করে কোনো অসৎ মহল নিজেদের স্বার্থ উদ্ধার করবে যেটা আপনার জন্য তো ক্ষতিকর অবশ্যই (কারণ ধরা পড়লে আপনিই পড়বেন) আর দেশের জন্য ও ক্ষতিকর। তাই এ ব্যাপারে অবশ্যই সাবধান। কারণ, সাবধানের মাইর নাই।

Level 0

আমি আসিফ ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সতর্ক করার জন্য ।

ঠিক কথা বলেছেন। কারন এরা যেসব ডকুমেন্ট চেয়েছে সেগুলো সাধারণত ব্যাংক একাউন্ট ভেরিফাই করতে লাগে। একট কোম্পানি যোগ দেওয়ার জন্য আমি মনে করি এগুলোর দরকার নেই।

ধন্যবাদ

সতর্ক করার জন্য ধন্যবাদ ।

দুঃখজনক ভাল খবর। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Donnobad.sotorkko taklam

আপনার কথাই ঠিক।আপনার পোস্টের সাথে সাথে ওই টিউনও ডিলিট।

আসিফ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মতো মানুষগুলো আছে বলেই হয়তো এখনো সব ভালো আছে।

Level 0

ধন্যবাদ

ai site ta visit korta paren

http://www.vcbux.com/?r=shakilbond

Level 0

thanks

thank u