সূত্রঃ টেকপাগলা
আশাকরি, সবাই ভাল আছেন। আমাদের টিউটোরিয়াল নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে, টুইটারে, লিংকডইনে।
আর কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে আসা যাকঃ
প্রথমেই Maxbounty তে আমার নিজের একাউন্ট লগ ইন করলাম। এখানে Search campaign এ গিয়ে Search option এ ক্লিক করবেন। এখানে traffic types খুব গুরুত্বপূর্ণ। আপনি এখানে যে টাইপের ট্রাফিক নিয়ে কাজ করতে চান এবং আপনার মার্কেটিং সামর্থ্য কতটুকু সে অনুযায়ী মার্কেটিং এরিয়া সিলেক্ট করে নিবেন। তারপর ডিটেইলসে গিয়ে আপনার ট্রাফিক এরিয়া এবং All Categories এবং All sub Campaigon এ গিয়ে আপনার পছন্দমতো ক্যাটাগরি সিলেক্ট করে নিবেন। My approved offer এ ক্লিক করে সার্চ দিবো। এখানে অনেক অফার দেখা যাচ্ছে। আপনি আপনার পছন্দমতো অফার নিয়ে EPC তে ক্লিক করবেন। EPC হচ্ছে অ্যাডভারটাইজার বা পাবলিশার যারা কাজ করছে তাদের অ্যাভারেজ একটা হিসাব। এখান থেকে আপনি CPA rate এবং EPC দেখে অফার পছন্দ করবেন। এখন অফার ওপেন করে এর ডিটেইলস জেনে নিবো এবং প্রমোট করবো তাহলেই আমরা ইনকাম করতে পাবো।
এখন আমরা জানবো ডোমেইন এবং হোসটিং সিলেকশন এর ব্যাপারে … হোসটিং এর কোন নাম হয় না আর ডোমেইন হচ্ছে খুব সিমপ্লি একটা নাম যেমন Facebook.com এটা হচ্ছে একটা ডোমেইন নাম আর হোসটিং হচ্ছে আপনি কতটুকু জায়গা নিচ্ছেন অর্থাৎ স্পেস।
এখন ডোমেইন নিতে গেলে যদি ফাইনালশিয়াল লোন বিষয়ে কাজ করি তাহলে domainsbot.com এই সাইট থেকে আমরা ধারনা নিতে পারি। এখন best loan দিয়ে সার্চ দেয়ায় এই রিলেটেড অনেক সাজেশন দিয়েছে। এখানে.com, .org, .net ছাড়া বাকি সব তুলে দিবো তারপর Modify result এ ক্লিক করি। এখন আপনি আপনার পছন্দমতো ডোমেইন নাম সিলেক্ট করবেন। এখন আপনি ডোমেইনটা নেয়ার জন্যে Zhostbd.com থেকেও নিতে পারেন। এই পেজে আসলে ফ্রি-ডোমেইনের ভিডিও দেখতে পাবেন। এখান থেকে আপনি যখন কোন হোসটিং প্যাঁকেজ নিবেন এর সাথে একটি ডোমেইন ফ্রি দেয়া হয়। তাছাড়া আপনি প্যাঁকেজ পছন্দ করতে চাইলে Zhost এর ওয়েবসাইটে এসে অফারে ক্লিক করলে এখানে অনেক ভালো অফার আছে যা আপনি পছন্দ করতে পারেন। এবং এর অর্ডার প্রসেস পেজে এসে ব্লগের ভিতর পাবেন ফ্রি ডোমেইনের ভিডিও টা। আজকে এই পর্যন্তই। পরের টিউটোরিয়ালে দেখবো কিভাবে একটি কনভারটিং ল্যান্ডিংপ্যাঁজ তৈরি করা যায়।
আশা করি, আপনাদের ভালো লেগেছে। সেই সাথে এমন আরও ভাল ভাল হেল্পফুল টিউটোরিয়াল পেতে আমাদের channel টি subscribe করা না থাকলে চ্যানেলটি Subscribe করে রাখুন।
ইউটিউব চ্যানেল লিংকঃ https://www.youtube.com/channel/UClIC3SgneIgDRkFdJdVxaSw
আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিচে বিস্তারিত দেয়া হলঃ
ওয়েবসাইটঃ TechPagla.com
ফেসবুক পেইজঃ fb.com/TechPaglaa
ফেসবুক গ্রুপঃ fb.com/groups/TechPagla
টুইটার একাউন্টঃ twitter.com/TechPagla
লিংকডইন কোম্পানি পেইজঃ linkedin.com/company/techpagla
পিনটারেস্ট একাউন্টঃ pinterest.com/TechPagla
সবাই ভাল থাকবেন ধন্যবাদ।
আমি টেক পাগলা সাঈদা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
হ্যালো, আমি সাঈদা। আমি একজন প্রানিবিজ্ঞানের ছাত্রী হওয়া সত্ত্বেও অনলাইন মার্কেটিং আমার কাছে খুব ভাল লাগে। আপনারা আমার লেখাগুলো নিয়মিত পড়বেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। আমি টেক পাগলায় (techpagla.com) একজন মারকেটার হিসেবে কর্মরত আছি। সবার প্রতি শুভ কামনা। ধন্যবাদ।
Roomstar ar cpa marketing niye detail serial tune korle upokrito hotam.