প্রশ্ন অ্যানসারসে চালু করা হচ্ছে প্রশ্নের উত্তর দিয়ে টাকা উপার্জনের সবচেয়ে সহজ উপায়

প্রথমেই কিছু বলি আমাদের সাইটে ২০১৮ সালের নতুন মাসের প্রথম তারিখ থেকেই সম্মাননা প্রদান প্রক্রিয়া চালু করার কথা ছিলো। কিন্তু আমাদের ওয়েবসাইটের সম্পূর্ণ কাজ সীমিত সময়ের মধ্যে কমপ্লিট না হওয়াতে সম্মাননা প্রদান প্রক্রিয়া চালু করতে পারিনি। সাম্প্রতিক আমাদের সাইটের সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়াতে সামনে মাসের এপ্রিল মাসের শুরু থেকেই চালু করা হবে পুরুষ্কার সিস্টেম। যার নাম হবে "মিস্টার প্রশ্নগুরু".

এবার আসি মূল কথায়।

প্রতি মাসের শেষে মিস্টার প্রশ্নগুরু হিসেবে কতজন পাবেন?

মিস্টার প্রশ্নগুরুর তালিকায় মাস শেষে সম্মাননা হিসেবে পাবেন মোট ৫ জন।

মিস্টার প্রশ্নগুরুদের সম্মাননা হিসেবে কি কি থাকছে?

সম্মাননা হিসেবে যা যা থাকছে তা নিম্নরূপ প্রকাশিত করা হলো:

১. প্রথম মিস্টার প্রশ্নগুরু যে হবে তাকে সম্মাননা হিসেবে দেওয়া হবে ৫০০ টাকা বিকাশে।

২. দ্বিতীয় স্থান যে অর্জন করবে তাকে দেওয়া হবে সম্মাননা হিসেবে ৩০০ টাকা বিকাশে।

৩. তৃতীয় স্থান যে অর্জন করবে তাকে সম্মাননা হিসেবে দেওয়া হবে ২০০ টাকা বিকাশে।

৪. এবং চতুর্থ ও পঞ্চম স্থান যারা অর্জন করবে তারা দুজনেই যথাক্রমে পাবেন ১০০ টাকা করে ফ্লেক্সিলোড।

মিস্টার প্রশ্নগুরুতে কারা অংশগ্রহণ করতে পারবে?

যেকোনো সদস্যই এই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

মিস্টার প্রশ্নগুরুর তালিকা মাস শেষে কখন ঘোষণা করা হবে এবং কবে সম্মাননা বিজয়ীদের কাছে পৌঁছে দেওয়া হবে?

প্রতি মাসের শেষে ৩ তারিখ বিজয়ীদের নাম নোটিশ বোর্ডে প্রকাশিত করে জানিয়ে দেওয়া হবে। এবং ৭ তারিখের সম্মাননা বিজয়ীদের কাছে পৌঁছে দেওয়া হবে।

যারা মিস্টার প্রশ্নগুরু হবেন তাদের জন্য কিছু নিয়মকানুন নিম্নোক্ত আলোচনা করা হলো।

অবশ্যই আমাদের সাইটের নীতিমালা  অনুসরণ করতে হবে.

১. প্রশ্ন অ্যানসারস হলো সম্পূর্ণ বাংলা ভাষার ওয়েবসাইট সুতরাং যেকোনো প্রশ্নের উত্তর প্রদান করলে পুরাপুরি বাংলা ভাষায় করতে হবে। বাংলিশ ভাষা প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে।

২. যেকোনো প্রশ্নে উত্তর প্রদান করলে প্রশ্নকারীর এবং প্রশ্নের সমস্যার চাহিদা অনুযায়ী সাদৃশ্যপূর্ণ রেখেই উত্তর প্রদান করতে হবে। আংশিক, অযৌক্তিক উত্তর প্রদান করা যাবেনা।

৩. আপনি যে বিষয়ে জানে সে বিষয়ে উত্তর প্রদান করুন, যে বিষয়ে আপনি জানেন না সে বিষয়ে উত্তর প্রদান করা থেকে বিরত থাকুন। অনুমান নির্ভর করে কোন প্রশ্নে উত্তর প্রদান করা যাবেনা, যে বিষয়ে উত্তর দিবেন সে বিষয়ে নিশ্চিত হয়ে উত্তর প্রদান করুন। যে প্রশ্নের উত্তরটি জানেন সে প্রশ্নে উত্তর প্রদান করুন।

৪. স্বাস্থ্য ও চিকিৎসা এবং যৌন বিষয়ে উত্তর প্রদান করার সবসময় সতর্কতা অবলম্বন করুন। এদুটি বিভাগে উত্তর দেওয়ার পূর্বে নিশ্চিত হয়ে উত্তর প্রদান করুন। কোন অবস্থাতেই নিশ্চিত না হয়ে হয়ে কোন ঔষধের নাম কোন উত্তরে উল্লেখ করে দিবেন না, আপনি যদি পেশাদার ডাক্তার হয়ে থাকেন তাহলে দিতে পারেন। আপনি যদি এবিষয়ে জানেন বা আপনার দক্ষতা থাকে তাহলেও নাম উল্লেখ করে দিতে পারেন।

৫. কোন উত্তরেই সরাসরি কপি-পেস্ট উত্তর কোন ওয়েবসাইট থেকে দেওয়া যাবেনা। কপি-পেস্ট উত্তরটি আপনার নিজের মতো সংশোধন করে সাজিয়ে-গুছিয়ে সুন্দর মতো দেওয়ার চেষ্টা করুন। পুরাপুরি কপি-পেস্ট উত্তর গ্রহণযোগ্য না।  নিজে যতটুকু জানেন তার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করুন। উত্তরের সত্যতা প্রমানিত করার জন্য উত্তরের তথ্যসূত্র উল্লেখ করুন।

৬. কোন অবস্থাতেই একজন সদস্য একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। এক অ্যাকাউন্ট থেকে প্রশ্ন করা এবং অন্য অ্যাকাউন্ট থেকে উত্তর প্রদান করে সেই উত্তরে মানসম্মত ভোট এবং সর্বোত্তম উত্তর নির্বাচিত করা যাবেনা। কোন সদস্যের বিরুদ্ধে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করার কোন তথ্য খুঁজে পাওয়া গেলে এবং সেটা সত্য প্রমানিত হলে উক্ত সদস্য বিজয়ীদের তালিকা থেকে বাতিল বলে গণ্য করা হবে। কোন সদস্য পরপর তিনবার ব্লক হলে মাসের বিজয়ীদের তালিকা থেকে বাতিল বলে গণ্য করা হবে।

উপরোক্ত নিয়মগুলো যথাযথ মেনে যে সদস্য কার্যক্রম করবেন সেই হবেন মিস্টার প্রশ্নগুরু। এ বিষয়ে কোন মতামত বা জানার থাকলে মন্তব্য করতে পারুন।

note :

যদি আপনি আমাদের সাইটের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে  "  সাহায্য " পেজের প্রশ্নোত্তরগুলো মাধ্যমে আপনি আমাদের সাইটের কার্যক্রম সম্পর্কে মৌলিক ধারণা জেনে নিতে পারবেন।

আপনি যে প্রশ্নটি জানতে চান, তাতে ক্লিক করলেই ঐ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

- ধন্যবাদ 

source : https://www.proshn.com/2375/

Level 0

আমি Ayaan Mizan। Founder & CEO, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস