বার বার শতবার প্রশ্নের সম্মুখীন হয়েছি কিভাবে এলার্টপে একাউন্ট ভ্যারিফাই করা যায়? সেই সাথে টাকা কিভাবে ক্যাশ করা যায়।
এলার্টপে হচ্ছে অনলাইনে টাকা স্থানাস্তরের একটি প্রতিষ্ঠান যা আমরা অনলাইনে কেনা বেচা, বিশেষ করে ক্লিক বা বিড করে টাকা ইনকাম করে তা উঠিয়ে নিতে ব্যবহার করি। আর বেশীর ভাগ পিটিসি সাইটের টাকা প্রদানে প্রথম পছন্দ এলার্টপে। এখানে আমি আলোচনা করছি কিভাবে এলার্টপে একাউন্ট ভ্যারিফাই করা যায়। তার আগে জেনে নেই একাউন্ট ভ্যারিফাই করে লাভ কি? লাভ হলো, এতে আপনি হবেন এলার্টপের একজন বৈধ এবং স্বয়ংসম্পূর্ণ যাচাইকৃত গ্রাহক আর তারা আপনাকে ব্যাংকে বা কার্ডের মাধ্যমে সরাসরি আপনার একাউন্টে টাকা পরিশোধ করতে পারবে।
আমাদের জন্য এলার্টপে বিশেষ সুবিধাজনক কারণ বিশ্বের অন্যতম সেরা অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান পেপ্যাল আমাদের দেশকে সামর্থন করে না।
এলার্টপের একাউন্ট ভ্যারিফাই করার একাধিক পদ্ধতির মধ্যে বেছে নিতে পারেন ক্রেডিট কার্ড ভ্যারিফিকেশন ব্যবস্থা। আর এই কার্ডটি হতে হবে আর্ন্তজাতিক লেনদেন সামর্থনকারী অর্থাৎ ভিসা বা মাস্টারকার্ড। কাজটি করতে প্রথমে আপনাকে এলার্টপে একাউন্টে কার্ডটি এড করতে হবে। এর জন্য উপরের ডান পাশে থাকা লিংকে ক্লিক করে কার্ড যুক্ত করতে হবে।
কার্ড এড করার পর ভ্যারিফিকেশন প্রক্রিয়ার পালা। এখানে এসে ক্রেডিট কার্ড ভ্যারিফিকেশন নির্বাচন করতে হবে। সেই সাথে কার্ডটির যাবতীয় তথ্যাবলী পূরণ করে দিতে হবে।
নেক্সট ক্লিক করার পর এই ম্যাসেজ পাওয়া যাবে।
আবার নেক্সট করতে হবে এবং
এখানে বলা আছে আপনাকে একটি ছোট্ট এমাউন্ট পাঠানো হবে আপনার প্রদত্ত ক্রেডিট কার্ডে এবং তা হবে ২-৩ দিনের মধ্যে সেই সাথে আপনাকে পাঠানো হবে একটি গোপন কোড যা আপনি টাকা উত্তোলন ও একাউন্ট সংক্রান্ত কাজে ব্যবহার করবেন। এই কোডটি হবে ০৪ ডিজিটের ।
এখন আপনি এলার্টপের একাউন্টে গিয়ে ভ্যারিফিকেশন স্ট্যাটাস বের করুন গোপন কোডটি দিতে।
ব্যস হয়ে গেল আপনার এলার্টপে একাউন্টটি “ভ্যারিফাইড”।
সেই সাথে অনলাইনে সহজে ডলার ইনকাম করতে এখানে ক্লিক করে পিসিটি প্রোগ্রামে অংশ নিতে পারেন। Referral এর স্থলে samthesyst লিখুন।
আমি Sam Thesyst। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভাই আমি তো মোবাইল নাম্বার দিয়া করছি। তাতে কি হবে না?