♥♥আসসালামু আলাইকুম♥♥
♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
টিউনের বিষয়ঃ
টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমার অনলাইন ইনকামের প্রথম টিউন এটা আমি অনেক অ্যাপে কাজ করেছি কিন্তু পেমেন্ট পাইনি শুধু ধোকা খেয়েই গেছি। শুধু আমি না আরও অনেকে আছে এরকম যে কাজ করছে কিন্তু টাকা পায়নি। কিন্তু আমি এই এপ এ কাজ করে টাকা পেয়েছি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমি আজকে দেখাব কিভাবে দিনে ১০-১৫ টাকা আয় করা যায়। তো চলেন শুরু করি।
এপটিতে কাজ করে দৈনিক ১৫ টাকা ইনকাম করা যায়। ১০০ টাকা হলে এরা বিকাশে টাকা পাঠায়। আমি এ এপটিতে কাজ করে এখন প্রজনত ৩০০ টাকা পেয়েছি। এ এপটিতে রেফার করেও ইনকাম করা যায়। আপনা একজন রেফার করলে তার ইনকামের ১০% আপনি পাবেন।
যারা যারা এ এপটিত কাজ করতে চান তারা নিচ থেকে এপটি ডাউনলোড করে নিন।
নিচের screenshort অনুযায়ি কাজ করুন।
প্রথমে এপটি install করে open করুন। নিচের মতো একটি পেজ আসবে। সবগুলো ঠিক মতো পূরন করুন। রেফার কোড 1758950162 দিন।
তারপর নিচের মতো একটি পেজ আসবে। আপনি যে নম্বর এবং password দিয়ে সাইন আপ করছেন তা দিয়ে login করুন।
তারপর home পেজ চলে আসবে। আপনি Today Task এ ক্লিক করুন।
তারপর next এ ক্লিক করুন।
তারপর নিচের মতো একটা পেজ আসবে। একটু ওয়েট করুন।
কিছু এড আসবে। যখন Done লেখা আসবে তখন সবগুলো এড কেটে দিবেন।
তারপর Next এ ক্লিক করুন
তারপর আবার এই পেজে নিয়ে আসবে।
তারপর আবার next এ ক্লিক করুন। এরকম ৫ বার করবেন। তারপর আবার যখন next এ ক্লিক করবেন তখন অন্য একটি পেজ আসবে নিচের মতো।
একটু ওয়েট করবেন তারপর একটা এড লোড হবে। এবং লেখা উঠবে click the ad। তখন আপনি এডটিতে ক্লিক করবেন এবং ২০ সেকেন্ড ওয়েট করবেন। তারপর আবার এপ এ ফিরে আসবেন। এবং next এ ক্লিক করবেন।
তারপর আপনার Blance এ ৫ টা যোগ হবে।
এরকম ৩ বার কাজ করলে আপনি পাবেন ১৫ টাকা। ১০০ টাকা হলে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
কিভাবে টাকা Withdrow দিবেন দেখে নিন।
প্রথমে Wallet এ ক্লিক করুন।
আপনি যত টাকা withdrow দিবেন সেটা লিখুন এবং Request এ ক্লিক করুন।
আমি ৩০০ টাকা পেমেন্ট পাইছি দেখে নিন।
বুঝতে সমস্যা হলে নিচ থেকে ভিডিওটি দেখুন।
আমি ইমরান রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।