কিছুদিন আগে আরটিকের রি-রাইটিং একটা কাজ পাই, সেক্ষেত্রে বায়ার আমাকে রিমোট ডেস্কটপ শেয়োর দেয় এবং একট সফটওয়্যার ইউস করতে হয়। সফপওয়্যার হলো আরটিকেল স্পিনার। এই সফটওয়্যার কাজ হলো সিনো্নিইমস চেন্জ করা। SEO এর কাজের জন্য ইউনিক আরিটেকল প্রয়োজন। আপনার ইউনিক আরিটেকল হলে সাইট ইনডেক্ক্য দুত হবে। এর জন্য রি রাইটিং এর কাজ করতে পারেন। আপনারা আরটিকেল চেন্জার সাহায়্য নিতে পারেন। কিভাবে করবেন?
প্রথমে ওয়েসাইটে যাওয়ার পর দেখতে পাবেন ২ টা বক্য। Copy your article into this box… এই লেখা যেখানে আছে সেখানে আপনার লেকা সাবমিট করুন এবং Click Rere Rewrite Article! ক্লিক করুন। কিছুক্ষন পর আপনার আরটিকেল লেখার synonyms পরিবর্তন হবে। বুজতে অসুবিধা হলে
কমেন্ট করুন এখানে ।
রুবেল (বুলবুল তোমাকে উৎসর্গ করে এই পোস্ট) তুমি একদিন বলিছেল আমি কোনদিন টি টি তে পোষ্ট করব না) আশাকরি এখন থেকে নিয়মিত হব। এই পোস্ট লেখা হইছিল
অনেক দিন আগে এবং টি টি তে পোষ্ট করতে পারিনি সাইট আপডেট করার কারনে।
আমি রুবেল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।
আমি মো: রুবেল খান। । ওয়েবে অনলাইন বিজনেস, ডিজটাল মার্কেটিং, অনলাইন রিলেটেড বিজনেসে আমার আগ্রহ বেশী। ইউটিউবে আমার সাথে কান্টেক্ট হতে https://goo.gl/Tuw49w
tnx for tune