মাইক্রোওয়ার্কার্স থেকে ডলার ওঠানো

আবারো অভিজ্ঞজনদের দৃষ্টি আকর্ষণ করছি।

মাইক্রোওয়ার্কার্সে আমার ১২ ডলার এর মত জমে গেছে। এলার্টপে দিয়ে ওঠাতে গেলে ৬.৫% কেটে রাখবে বুঝলাম। জানতে চাচ্ছি আমাদের ব্যাংকে কত কাটবে? আর রেট কেমন দেবে? কোন ব্যাংক থেকে চেক ভাঙ্গালে ভাল হয়? আমার অ্যাকাউন্ট আছে মার্কেন্টাইল ব্যাংকে। কোনো ব্যাংক থেকে ভাঙ্গাতে হলে সেই ব্যাংকে অ্যাকাউন্ট থাকাটা কি জরুরী? ক্যাশ রিকুয়েস্ট করার পর চেক পেতে কতদিন লাগতে পারে?

Level 0

আমি Tech-পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ওই PC, Internet হামাক পাগলা করিছে... কত জবর জবর চমক দিয়্যা জিউডা কাড়িছে...!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এত কাহীনি না করে ভাই ফ্রেক্সি লোড করে নেন এটাই ভালো পদ্ধতি। তা না হলে যদি আপনি মোবাইল ইন্টারনেট ব্যবহার কারী হন তাহলে বিল পে করুন। তা না হলে লাভের ধান টিয়াতে খেয়ে ফেলবে।

    Level 0

    I agree with U.
    There is another option to transfer r AP balance to another person's AP account for hardcash.
    And this is the mostly used method in BD.

    Brother, I still don't know the process of flexi from online to mobile. Would u please explain the method for me?

    Somebody has already offered me hard cash in exchange of AP $. But I'm not sure whether I should accept it bcoz it's an issue of trust. I don't know him personally- that is the problem. I hope u understand my point.

    Now tell me…

    Level 2

    টিউনার Boss দের কাছে আবেদন আমার কিছু Liberty Reserve এর ডলার চাই । যদি আপনাদের কারও কাছে Liberty Reserve এর ডলার থাকে তা হলে আমার নিকট বিক্রয় করতে পারেন । প্রতি ডলারের দাম দিব ৮০/- টাকা করে ।
    যোগাযোগ করুনঃ- 01712843837

    ভাই মোবইলে flexi-load করবো কিভাবে ?

এলার্টপে একাউন্টে ট্রান্সফার করেন। আমিও প্রথম বারের মত গত ৩ দিন আগে এলার্টপে একাউন্টে ট্রান্সফার করেছি। এখন শুধু পিন নাম্বার এর অপেক্ষায় আছি।

    Alertpay তে দেখলাম চেকের মাধ্যমে ২০ ডলার এর নিচে ক্যাশ রিকুয়েস্ট করা যায়না। তাহলে ১২ ডলার আমি কিভাবে ক্যাশ করাব? নাকি Alertpay তে জমা করতে থাকব?

    হুম ঠিক দেখছেন। আমি এলার্টপে এর ডলার কিনতে চাচ্ছি। আপনি ইন্টারেষ্টেড হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হইয়াহুতে @ [email protected]

ভাই আমার Microworkers একাউন্টে ২৭.৫৭ ডলার আছে। আমি পুরা account টাই বিক্রি করতে চাই। কেউ আগ্রহি থাকলে বলতে পারেন।

    আমি এলার্টপে এর ডলার কিনতে চাচ্ছি। আপনি ইন্টারেষ্টেড হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হইয়াহুতে @ [email protected]

    Level 0

    আমি microworkers.com এ খুলতে পারছি না। তাই আপনার account টি কিনতে interested. কি কি condition, যানাবেন please….

    Level 0

    I dont know whether its right or wrong to provide a mail address here…. but i dont have any choise…. তোরুলতা, I wanna buy ur account mail me please at [email protected]

Level 0

আমি এলার্ট পে এর usd কিনতে চাই শুধু ট্রান্সফার করলেই হবে বেচতে ইচ্ছুক হলে যোগাযোগ করুন 01722962400

ai site ta visit korta paren

http://www.vcbux.com/?r=shakilbond

Level 0

আপনি wire transfer করেন না কেন? Moneybookers.com এ একটা Account বানান । Microworkers থেকে Moneybookers এ টাকা withdraw করুন । সেখান থেকে আপনি wire transfer করে আপনার লোকাল ব্যাংক এ টাকা পাঠাতে পারবেন !! আর এটাতে আপনার কোন ফিস কাটবে না!! আমি শেষ transaction এ প্রতি ডলার 72 টাকা করে পেয়েছি।

    Moneybookers এ অনেক আগেই অ্যাকাউন্ট বানিয়ে রেখেছি কিন্তু কাজে লাগাতে পারছিলাম না কারণ কোন ইনকাম ছিলনা তখনও। Microworkers এ এখন ১৭ ডলার জমে গেছে। ভাবছি পরীক্ষামূলক withdraw দেব। আমি wire transfer সম্পর্কে জানতাম যে এটা অনেক ব্যয়বহুল। তাই এদিকে মন দেইনি। তবে আপনি যখন বলছেন, চেষ্টা করে দেখতে পারি।

    ফিস কি কোনোখানেই কাটবে না? মানিবুকার্স, ব্যাংক- কোথাও না? আমি যদি ১৫ ডলার withdraw করি, তাহলে ব্যাংক থেকে ক্যাশ কত পাব? মার্কেন্টাইল ব্যাংকে ৭২ টাকা করে দেয়, ওয়েবসাইটে দেখেছি। ১৫x৭২= ১০৮০ টাকা পুরোটাই পাবো কি?

    Level 0

    Monebookers per withdraw te akta fixed $2.48 kate, ta $100 e hok ar $10, so joto beshi amount withdraw korben toto lav, Bank theke kono fees nai….

    বাহ্‌! এমন একটা 'মারহাবা' খবর দেয়ার জন্য আপনাকে আনলিমিটেড ধন্যবাদ। এবার আমি অবশ্যই উইথড্র দেব। তবে ব্যাংক ভেরিফিকেশনের ব্যাপারে আমার একটু জানার আছে। তা হল- শুনেছি ভেরিফিকেশন ছাড়া মানিবুকার্স দিয়ে ১৪০০ ডলার ওঠানো যায়। এও শুনেছি ভেরি. ছাড়া নাকি ২ বার টাকা তোলা যায়।
    কোনটা ঠিক?
    ব্যাংক স্টেটমেন্টে যদি Sender এর জায়গায় মানিবুকার্সের নাম না থাকে, তাহলে এর কপি দিয়ে কিভাবে ভেরিফাই হবে? সব ব্যাংকে নাকি বাইরে থেকে আসা টাকার প্রেরকের নাম দেখায় না। ডাচ-বাংলাতেও নাকি শুধু "ডিপোজিট" বা এ ধরণের কিছু লেখা থাকে। মার্কেন্টাইল বা প্রাইম ব্যাংকের ব্যাপারে কিছু জানা আছে আপনার? উইথড্র দেয়ার আগে এই ব্যাপারগুলো পরিষ্কারভাবে জেনে নিতে চাচ্ছি আরকি। ভবিষ্যতে যেন confusion না হয় আর।

Mturk.com থেকে কিভাবে টাকা ওঠাবো ? সাহায্য চাই ।