আবারো অভিজ্ঞজনদের দৃষ্টি আকর্ষণ করছি।
মাইক্রোওয়ার্কার্সে আমার ১২ ডলার এর মত জমে গেছে। এলার্টপে দিয়ে ওঠাতে গেলে ৬.৫% কেটে রাখবে বুঝলাম। জানতে চাচ্ছি আমাদের ব্যাংকে কত কাটবে? আর রেট কেমন দেবে? কোন ব্যাংক থেকে চেক ভাঙ্গালে ভাল হয়? আমার অ্যাকাউন্ট আছে মার্কেন্টাইল ব্যাংকে। কোনো ব্যাংক থেকে ভাঙ্গাতে হলে সেই ব্যাংকে অ্যাকাউন্ট থাকাটা কি জরুরী? ক্যাশ রিকুয়েস্ট করার পর চেক পেতে কতদিন লাগতে পারে?
আমি Tech-পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওই PC, Internet হামাক পাগলা করিছে... কত জবর জবর চমক দিয়্যা জিউডা কাড়িছে...!
এত কাহীনি না করে ভাই ফ্রেক্সি লোড করে নেন এটাই ভালো পদ্ধতি। তা না হলে যদি আপনি মোবাইল ইন্টারনেট ব্যবহার কারী হন তাহলে বিল পে করুন। তা না হলে লাভের ধান টিয়াতে খেয়ে ফেলবে।