সফল ইমেল মার্কেটিং করতে ইন্টারস্পেয়ারের গুরুত্ত্ব অনেক। কোন অ্যাফিলিয়েট পোডাক্টের বিজ্ঞান করতে কিংবা ক্লায়েন্টর কোন ক্যাম্পেইন করতে, যে কারণেই হোক না কেন ইন্টারস্পেয়ার হতে পারে সব থেকে আদর্শ প্লাটফরম। এটি মূলত একটি ওয়েব বেইসড সফটওয়্যারের মাধ্যমে আপনার সারভারে ইনসটল দিয়ে আপনার মতো করে ক্যাম্পেইন করার সুযোগ দিবে। সারভারের ক্যাপাসেটি মত ইমেল সেন্ড করার সুযোগ রয়েছে। তাছাড়া এডঅনস ব্যবহার করে থার্ডপার্টি এসএমটিপি এড করেও ইমেল সেন্ড করা যায়।
ইন্টারস্পেয়ার ইমেল মার্কেটিং কেন?
প্রশ্ন করতে পারেন, ইন্টারস্পেয়ার ইমেল মার্কেটিং কেন শিখব। যদিও অনেক জনপ্রিয় সারভার অনাইনে পাওয়া যায় যারা ইমেল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকে। কিন্তু সেসব সারভারে অনেক সীমাবদ্ধতা থাকে। ৫০ হাজার ইমেল সেন্ড করার পারমিশন যে প্যাকেজে দেয়া হয়, সেই প্যাকেজে দেখবেন হয়ত ৫ হাজার সাবসক্রাইবারের বেশী ইমেইলে সেন্ড করতে দিচ্ছে না। আবার ১-৫% স্পামিং ইমেল হলেই একাউন্ট ব্লক করে দিবে। তাই সব দিক বিবেচনায় ইন্টারস্পেয়ারের মাধ্যমে নিজেই একটি প্রফেশনাল ইমেল সারভার তৈরি করে ইমেল সেন্ড করাই ভালো।
ইন্টারস্পেয়ার সারভার থেকে স্পামিং কেমন হয়?
প্রফেশনালী কাজের ক্ষেত্রে বায়ারের কাছ থেকে এমন প্রশ্নের সম্মুখিন হতে হবে সব সময়। স্পামীং হওয়ার সাথে অনেকগুলো ফ্যাক্টরের সম্পর্কিত। সারভার কনফিগারেশন, ইমেল টেমপ্লটট, কন্টেন্ট ইত্যাদি অনেকগুলো কারণ রয়েছে। আমাদের কোর্সে সেসব নিয়ে আলোচনা করা হয়েছে। ভালোভাবে সারভার তৈরি করে সঠিক নিয়মগুলো মেনে ইমেল ক্যাম্পেইন করলে স্পামিং রেট ৩% থেকেও কম থাকবে।
সফল ক্যাম্পেইনের জন্য কী করা উচিত?
সফল ইমেল মার্কেটিং করতে অপেনরেট ২৫% হওয়া উচিত। প্রতি ১০০ ইমেলে যদি ২৫ জন ইমেল অপেন করে তবে ইমেল মার্কেটার হিসেবে আপনি সফলভাবে ক্যাম্পেইন চালাতে পেরেছেন বলে ধরে নেয়া যায়। সফল ক্যাম্পেইনের জন্য আমি পারসনালী যে বিষয়টির দিকে সব থেকে বেশী গুরুত্ত্ব দেই তা হচ্ছে ইমেল ডাটাবেইস। ৯৯% একটিভ ইমেলে ক্যাম্পেইন চালালে ২৫% অপেন রট আশা খুবই স্বাভাবিক। তাই আপনার ক্লায়েন্টের কাছে জেনে নিন, সে যে ডাটাবেইসে ক্যাম্পেইন চালাচ্ছে সেটি কিভাবে কালেক্ট করা হয়েছে। ডাটাবেইস কতটা আপডেট। ইমেল ইউজাররা কি এখনো সেগুলো ব্যবহার করছে? তাই ক্যাম্পেইন চালানোর আগে ডাটাবেইস রিচেক করে নেয়া বাধ্যতামূলক। এছাড়াও অারো অনেক বিষয় লক্ষ্য রাখা উচিত।
ইমেল মার্কেটিং কিভাবে করব?
অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা কোন প্রডাক্টের মার্কেটিং ইমেল মার্কেটিং ইন্টারস্পেয়ারের মাধ্যমে করতে চাইলে এই সফটওয়্যারটির মাধ্যমে তা করতে হবে। এমনকি ইমেল মার্কেটিং করে নিজের বা কোম্পানীর এমনকির ক্লায়েন্টের ওয়েবসাইটে / ল্যান্ডিং পেইজে ভিজিটর পাঠাতে পারেন। ইমেল মার্কেটিং করে ফ্রিলেন্সিং করতে চাইলেও এই ওয়েব বেইসড সফটওয়্যারটি কাজে লাগবে। প্রথমে একটি ভালো মানের সারভার প্রয়োজন। সেখানে ইন্টারস্পেয়ার ইনসটল করতে হবে। সিডিউল বেইসড সেন্ড করার জন্য কর্নজব অবশন সেট করতে হবে। আনসাবসক্রাইভ অবশন সংযুক্ত করাও আবশ্যক। সারভারের ক্যাপাসেটি অনুযায়ী আওয়ারলী ইমেল সেন্ডিং লিমিটেশন এড করে নিতে হবে।
ইন্টারস্পেয়ার ইমেল মার্কেটিং টিমভিউয়ারের মাধ্যমে শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon
এপ্স ব্যবহার করে আপনার অ্যানড্রয়েড মোবাইলের মাধ্যমে টাকা উপার্জন করুন।
বিস্তারিত জানতে ভিজিট করুণ
https://onlineeasyearning0713.wordpress.com/