যখন কোন নতুন Cryptocurrency (Bitcoin, Litecoin বা Ethereum-এর মত) অনলাইনে আসে তখন প্রথমবস্থায় ঐ Cryptocurrency কম দামে তাদের কয়েন/টোকেন বিক্রি করে। এই সময়ে উক্ত কারেন্সিটি তার ক্রেতা বা ব্যবহারকারী বৃদ্ধি করার জন্য মুলত এই অফারটি দেয়।
একজন বিনিয়োগকারী এই সময়ে উক্ত কয়েন Discount Price এ কিনে রাখলে পরবর্তিতে আসল দামে বিক্রি করে টাকা আয় করতে পারবেন। তবে সব কয়েন এ যে ঠিকে থাকবে থা বলা যায়না, কেননা Cryptocurrency website গুলাও স্কাম করে। আমরা বাঙ্গালিরা যেহেতু রিস্ক নিতে চাইনা এজন্য একটি রিস্কবিহীন পদ্ধতি আছে। তা হল Free Coin Offering বা Airdrop ও বলে। এটা মুলত ICO-এর ই একটি রুপ।
এখানে সাইন আপ এর উপর ফ্রিতে কয়েন দেয়া হবে।
আমি Ahsanul2012। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
amr 80 dollar ace.. akon withdraw korbo kivabe?