আমি আজ থেকে ১৫ দিন আগে অনবাক্স থেকে ৩০ ডলার কেশআউট আবেদন করেছিলাম । এখন ও পাই নি। আমি অনেক জায়গায় খোঁজ খবর নিয়ে দেখলাম। ২০ ডলারের উপর কেউ পেমেন্ট পায় নাই বিগত ১৫ দিনে। আমি অনবাক্সের ফোরামে কমেন্ট বা টপিক ও পোস্ট করতে পারছি না।
পোস্ট দিলে লেখা উঠে "Your account is under Review"
এই মুহুর্তে করনীয়
আমার মনে হচ্ছে আপনি যদি ২০ ডলারের উপর কেশআউট দেন তবে তা আপনি পাবেন না। তাই ২০ ডলারের নিচে থাকলে কেশআউট করার একটা ঝুঁকি নিতে পারেন। আপনি যে পেমেন্ট পাবেন সে বেপারে আপনাকে আমি আশ্বস্ত করতে পারব না।
আমি নিজেই হতাশ। অনবাক্স থেকে অনেক আশা ভরশা ছিল। যাক আমি কি করেছি তা বললে হয়ত কেউ উপকৃত হবে।
আমার অনবাক্স একাউন্টে ৬০ ডলার ছিল। এই ৬০ ডলার দিয়ে আমি ব্যানার বিজ্ঞাপন দিয়েছি।
আমি coinzer and vcbux এই দুইটা সাইটের বিজ্ঞাপন দিয়েছি রেফারেল সংগ্রহ করার জন্য। আপনারা আপনাদের খুশি মতো ভালো কোন সাইটের বিজ্ঞাপন দিতে পারেন।
আপনি coinzer এ আমার রেফারেল হয়ে জয়েন করতে পারেন চাইলে। http://coinzer.com/home?r=kMTC5JWFk6U=
vcbux নিয়ে তেমন কিছু বলার নাই।এর বেপারে ইতোমধ্যে আপনাদের জেনে যাওয়ার কথা। http://www.vcbux.com/?r=130336193
অনেকেই রেফারেল হতে পছন্দ করেন না। তাদের জন্য
আমি Blogger O। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি বলেন ভাই ?