অবশেষে স্ক্যাম হল অনবাক্স

আমি আজ থেকে ১৫ দিন আগে অনবাক্স থেকে ৩০ ডলার কেশআউট আবেদন করেছিলাম । এখন ও পাই নি। আমি অনেক জায়গায় খোঁজ খবর নিয়ে দেখলাম। ২০ ডলারের উপর কেউ পেমেন্ট পায় নাই বিগত ১৫ দিনে। আমি অনবাক্সের ফোরামে কমেন্ট বা টপিক ও পোস্ট করতে পারছি না।

পোস্ট দিলে লেখা উঠে "Your account is under Review"

এই মুহুর্তে করনীয়

আমার মনে হচ্ছে আপনি যদি ২০ ডলারের উপর কেশআউট দেন তবে তা আপনি পাবেন না। তাই ২০ ডলারের নিচে থাকলে কেশআউট করার একটা ঝুঁকি নিতে পারেন। আপনি যে পেমেন্ট পাবেন সে বেপারে আপনাকে আমি আশ্বস্ত করতে পারব না।

আমি নিজেই হতাশ। অনবাক্স থেকে অনেক আশা ভরশা ছিল। যাক আমি কি করেছি তা বললে হয়ত কেউ উপকৃত হবে।

আমার অনবাক্স একাউন্টে ৬০ ডলার ছিল। এই ৬০ ডলার দিয়ে আমি ব্যানার বিজ্ঞাপন দিয়েছি।

আমি coinzer and vcbux এই দুইটা সাইটের বিজ্ঞাপন দিয়েছি রেফারেল সংগ্রহ করার জন্য। আপনারা আপনাদের খুশি মতো ভালো কোন সাইটের বিজ্ঞাপন দিতে পারেন।

আপনি coinzer এ আমার রেফারেল হয়ে জয়েন করতে পারেন চাইলেhttp://coinzer.com/home?r=kMTC5JWFk6U=

vcbux নিয়ে তেমন কিছু বলার নাই।এর বেপারে ইতোমধ্যে আপনাদের জেনে যাওয়ার কথা। http://www.vcbux.com/?r=130336193
vcBux

অনেকেই রেফারেল হতে পছন্দ করেন না। তাদের জন্য

http://www.vcbux.com

http://coinzer.com

Level 0

আমি Blogger O। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি বলেন ভাই ?

    Level 0

    ভাই আমার অবস্থা আপনার চয়েও খারাপ। আমার একটা ডিপোজিট ছিল ওটা ভেঙ্গে অনবাক্সে ইনভেস্ট করেছিলাম।
    আমাকে এই ক্ষতি পোষাতে পরিশ্রম করতে হবে। আমি এত সহজে দমবো না। এখন আমার ১২০ ডলার ফোরাম পোস্টিং করে তুলবো , আমি জানি পরিশ্রমের কাজ, কিন্তু করতে হবে আমি। http://earnbdearn.blogspot.com/search/label/Earn%20Posting%20on%20Forums:%20100$%20a%20month ফোরাম পোস্টিং করে আপনি ও কিছু আয় করতে পারেবেন, আমি এতোমধ্যে এলার্টপেতে তে পেমেন্ট ও পেয়েছি।

amaro aki obosta
ami 40$ payout deasilam but akono paini.

    Level 0

    ভাইয়া পিটিসি থেকে এই প্রথম বাস্তব অভিজ্ঞতা পেলাম। ভবিষ্যতে কাজে আসবে। দুঃখ করবেন না। ব্যার্থতাই আমাদের সফল হওয়ার প্রেরণা যোগায়।

আমারটাও আমি শেষ……………… ভাবছিলাম ঠিক হবে কিন্তু আপনার কথায় বুঝলাম……………… হায় আল্লাহ! আমার এত গুলো টাকা!

    Level 0

    আরে ভাই সবে তো শুরু। আমরা এভাবেই শিখব।

    Level 0

    May I know how much dollar did U invest ?
    I made 120 dollar and and get 24 dollar.
    So y loss is less than 100 dollar.
    Alhamdu lillah.

    @ নিউবয়
    দুঃখিত আমারো কম যায়নি। তবে আপনারটার মত বিশাল নয়। ৫৫ ডলার আর একাউন্টে ছিল ১৮ মত।
    পিটিসির নিকুচি করি….

Level 0

I have made a payment request of 40 dollar on 9 th February 2011 and did not that payment still today.
I also think that this site is going to SCAM.
So i warn every body not to invest this site even other bux sites in future.
All the bux sites are a bunch of same bustard and cheater also.
so be very careful about PTC
Thanks..

ভাই আপনার কথা শুনে আমি ও ভয় পেয়েছিলাম। তাই তারা তারি PayOut করাম। কিন্তু কিছুক্ষেনর মধ্যে টাকা পেলাম।
এখানে ১ টা সমস্য হতে পারে।
১ যেহেতু বাংলাদেশর অনেকেই মোবাইল নেট ব্যবহার করে তাই আনেকের ip একই হয়। যেমন: আজকে আপনি যে ip use করছেন আগামি কাল অন্য আর একজন একই ip use করাবে। মনে হয় এই কারনে সমস্যা হতে পারে।
ওদের Terms Of Service & FAQ পরেন তাহলে বুজতে পারবেন।

আপনার পোষ্টরে জন্য ধন্যবাদ

    কত পেয়াউট করেছেন??

    Level 0

    আচ্ছা ভাইয়া আমি না হ্য় মোবাইল ইন্টারনেট ব্যবহার করি যারা ব্রডব্যান্ড ব্যবহার করে তারা কেন পেমেন্ট পাচ্ছেন না ?
    দ্বিতীয়ত আমি বাংলালায়ন ওয়াইম্যাক্স ব্যাবহার করি।
    ভাইয়া আমরা যত দ্রুত বুঝব তত ভাল। আমার অনবাক্স এর সাথে কোন ব্যক্তিগত শত্রুতা নেই।

Level 0

কি আর করা।

আমি শুধুমাত্র Bux.to তে কাজ করছি। যা হয় হবে। কারন আমাকে তো পরিশ্রম করতে হয়না। যা করার মজিলা আগুন-শেয়াল!!! করে।

    আগুন-শেয়াল না অগ্নি শৃগাল
    হে হে………. 😀
    বুক্স.টু থেকে আরও টাকা পেয়াউট করেছেন?

স্ক্যাম বলতে কি বুঝায় ?

Level New

say NO to PTC site

Level 0

ptc সাইট গুলা ফেক। মাইক্রোজব করেন।

http://coinzer.com/home?r=kMTC5JWFk6U= ভাই এটা তে কি ১০০% টাকা পাব বলে মনে হয়।

কিন্তু অামি বাক্স ডট টু তে কাজ করি অনেক দিন যাবৎ। অামার এখনো ৫০ ডলার হয় নাই।বাক্স ডট টু তে কি টাকা পাব এরকম কেউ কি জানেন

onbuxএ আমি ও ধরা খাইছি রেফারাল কিনে।

এসবে না জড়িয়ে freelancer.com এ যান, কাজ শিখে শত শত ডলার কামাতে পারবেন

Level 0

ame matro 11 $ othata chyselam tatay ame sas