Video Sharing প্লাটফর্ম YouTube তাদের নীতিমালার পরিবর্তণ এনেছে। বিজ্ঞাপণ ব্যবস্থায় এই নতুন নীতিমালা প্রণয়ণ করেছে YouTube।
এক ব্লগপোস্টে ইউটিউব জানিয়েছে, যদি কোনো ইউটিউব চ্যানেল ১২ মাসে ৪, ০০০ ঘণ্টা ভিডিও ভিউ এবং ১ হাজার Subscribe না হয় তাহলে ওই চ্যানেলের বিজ্ঞাপণ বন্ধ করে দেওয়া হবে। আর যাদের এডসেন্স বা মনিটাইজেশন Already Enable করা আছে কিন্তু তাদের ৪, ০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১০০০ Subscribe নাই তাদের আগামী ২০ ফেব্রুয়ারী, ২০১৮ এর মধ্যে তা পূরন করতে হবে। যদি পূরন না হয় তাহলে তাদের চ্যানেল থেকে এড বন্ধ করে দেওয়া হবে।
এই প্রসঙ্গ ইউটিউব বলছে, এতে সত্যিকারের কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্য করবে। ইউটিউবে যারা স্প্যামিং এবং ভুয়া ভিডিও করে তারা বিদায় নিবে। এই নীতিমালা ২০ই ফেব্রুয়ারী কার্যকর হবে। বিজ্ঞাপণ পেতে চাইলে বছরে ৪ হাজার ঘণ্টা ভিডিও ভিউ এবং ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে। বিজ্ঞাপণ চালু থাকা চ্যানেলেও এই শর্ত পূরণ করতে হবে।
ভুয়া, নকল এবং বিরক্তিকর ভিডিও নিয়ে বিজ্ঞাপনদাতারা বিরক্ত। তাই এই ব্যবস্থা নিয়েছে। গত বছর ইউটিউব বিজ্ঞাপণের জন্য ১০ হাজার ভিউ নীতি চালু করেছে।
YouTube নিয়ে ভিডিও তৈরী করা আমার চ্যানেলে Subscribe করতে ভুলবেন না।
আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।