আসসালামুয়ালাইকুম। সবাইকে শীতের শুভেচ্ছা। কষ্ট করে পুরোটা পড়বেন। আশাকরি বিফলে যাবে না। আজ আপনাকে বলব কিভাবে সোশাল মিডিয়া থেকে সফলতা নিয়ে আয় করতে পারেন। সব কিছুর জন্য চাই চেষ্টা আর কঠোর পরিশ্রম। ঠিক আছে ধরে নিলাম সবাই আমার মত। আয় করতে গেলে আপাতত সেলিব্রেতি না হলেও চলবে। আপনি প্রোডাক্ট বিক্রি করে আয় করতে পারবেন। আরে দারান ভয় পাচ্ছেন কেন? আমি amazon বা affiliate marketing এর কথা বলিনি। আপনার বাসার পাশে কি সুন্দরবন কুরিয়ার সার্ভিস নেই? দেশি প্রোডাক্ট অ্যাড দিয়ে ওভাবে ডেলিভারি করবেন। অনলাইনের ঝামেলা একটু কমবে আপনার। এখন কথা কে কিনবে? ফেসবুকে ৫০০০ ফ্রেন্ড করা যায়। করবেন। আমি ভালো করেই জানি যে আমাদের মানে বাঙ্গালীদের অনেক ফেক আইডি আছে। আপনারও একের অধিক ফেসবুক। যদি ৫ তা থাকে তাহলে ৫*৫০০০=২৫০০০ বন্ধু। টিশার্ট, প্যান্ট, পাঞ্জাবি,শাড়ি,লুঙ্গি কিছু না কিছু দরকার হবেই কারো না কারো। হ্যাঁ ধরে ফেলেছেন আমি কি বলতে চাচ্ছি। কিন্তু শুধু ফেসবুকে বসে থাকলে চলবে না। বাকি গুলিও ব্যবহার করতে শিখতে হবে। তাহলে বেশি লাভ। Facebook, Twitter, Youtube, Instagram, Pinterest এ যদি ২ টা আইডি থাকে তাহলে ৫০০০০ লোক পেয়ে যাচ্ছেন। এত আনন্দ পাওয়ার কিছু নেই। কারন আপনি এখন টিউন পড়ছেন। কিছু পাননি এখনও। আজ বলব কিভাবে পাবেন আর আগামী টিউনে বলব কিভাবে বিক্রি করবেন।
অনেক সাইট আছে যেখান থেকে ফ্রি ফলোয়ার পেতে পারেন। যেমন Like4Like YoulikeHits etc.
আর আপনি চাইলে সবাই ফোন নাম্বার ইমেইল কালেক্ট করতে পারেন। নিচের ভিডিওটি দেখুন-
আজ এই পর্যন্ত। যারা আরও জানতে চান এখানে যান- KAZI Network
আমি কাজী শামীম শাহারিয়ার ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 121 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।