যেকোনো পেশাই অনেক কষ্টের। যে কিনা সারা শিক্ষাজীবন কখনো সকাল সকাল উঠে সময়মত ক্লাস ধরতে পারেনি, তাকেও ঠিকই সকাল ৭ টায় উঠে ফিটফাট তৈরি হয়ে অফিসে যেতে হয়। কেউবা আবার সবসময় ঢিলেঢালা হিপহপ জিন্স আর টি-শার্ট পরে অভ্যস্ত, তারও সবসময় চকচকে জুতা পরে, ইন করে অফিসে যেতে ভাল লাগার কথা না। Forex Tradingয়ের প্রতি মানুষের আগ্রহের অন্যতম আরেকটি প্রধান কারন ঘরে বসে কাজ করবো। I am my own boss here. প্রেসার দেয়ার কেউ নেই। ফ্রি থাকলে ট্রেড করলাম, কাজ থাকলে ব্রেক নিলাম বা ঘুরতে গেলাম। সবচেয়ে আসল কথা সারাদিন বসে থাকার তো আর প্রয়োজন নেই। আর ভাল প্রফিট করতে পারলে অ্যামাউন্টটাও আকর্ষণীয় বটে। যদিও তা ক্যাপিটালের ওপর নির্ভর করে এবং সবাই তা করতে পারেও না। বেশিরভাগ Forex ট্রেডার Trading করতে এসে কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলে আমাকে এটাই করতে হবে। এর জন্যই তো আমি জীবনভর অপেক্ষা করছিলাম। কিন্তু কয়েক মাস পেরোলে দেখা যায় তাদের মধ্যে খুব কম ট্রেডারই টিকে থাকতে পেরেছে বা এখনও Forex Trading চালিয়ে যেতে পারছে। অনেকে হাল ছেড়ে দেয়, অনেকের বা ইচ্ছা থাকে, কিন্তু সামর্থ্যে বা সময়ে কুলায় না। হাত আর টাকা থাকেনা।
তাদের জন্য নিয়ে আসলাম চমৎকার একটি সাইট, এখানে রেজিষ্টেশন করলেই আপনি পাবেন 25 ডলার, এই ডলার দিয়ে আপনি ট্রেড করতে পারবেন ১০ টি, প্রতি ট্রেডে আপনার একাউন্ট থেকে কাটবে ১ ডলার, আপনি দেখেশুনে ১০ টি ট্রেড করলেই পরের দিন দেখবেন আপনার একাউন্টে মিনিমাম আরও ১০ ডলার লাভ হয়ে জমা হয়েছে, আপনার একাউন্টে যখন ৯০ডলার হবে তখন আপনি টাকা যে কোন মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
মাত্র একদিন কাজ করলাম আমার একাউন্ট ব্যালেন্স ২৯ ডলার ছিলো আজ আমি ট্রেড করেছি এখন ২৬ আছে
বিঃদ্রঃ যদি আপনার টাকা ইনকাম না হয় তাহলে আমি জরিমানা দিবো।
ইনকাম না হলে যোগাযোগ করবেন, যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলেও যোগাযোগ করবেন। আমি আপনাদের একদম ফ্রি টিপস দিবো, দয়াকরে টেকটিউনসের সাথেই থাকুন, আমি প্রতিদিন একটি করে নতুন নতুন টিপস নিয়ে আসবো, ইনশাআল্লাহ
আমি bikolpo। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।