ফ্রিল্যান্সিং অনেক জনপ্রিয় একটা পেশা এখন, অনেক বড় বড় ব্যাকগ্রাউন্ড থেকে ছেলে মেয়েরা এখন ফ্রিল্যান্সিং করছেন, উদ্যোগটা হচ্ছেন, কাজ পাচ্ছে আরো অনেক মানুষ। গড়ে উঠছে অনেক বড় একটা কমিউনিটি। নিচে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম নিয়ে কিছু টিপস দিচ্ছি
পৃথিবীর মধ্যে সব থেকে বড় ফ্রিল্যান্সিং করার মার্কেট এটা, বাংলাদেশের ছেলে মেয়েরা ও অনেক ভালো করছে এখানে। প্রায় সব ধরনের অনলাইন ভিত্তিক কাজ করা যায় এখানে যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, এস ই ও ইত্যাদি ইত্যাদি। এখানে কাজ করতে হলে আপনাকে অ্যাপ্লাই অথবা বিড করার প্রয়োজন হয় আর সেখানে ই অনেকে ভুল করে ফেলে ফলে ক্লাইন্টরা হয়ে যায় বিরক্ত, অনেক সময় রিপোর্ট চলে যায় আপওয়ার্ক এর কাছে আর ব্যান ও হয়ে যায় একাউন্ট। অন্যতম একটা ভুল হচ্ছে কপি করা কাভার লেটার নিজের বলে চালিয়ে দেয়া।
গুগলে এ এরকম লেটার অনেক পাওয়া যায়, সেটা নাম পরিবর্তন করে দিয়ে দেয়া, আর সেটা এক লাইন দেখলে ই ক্লাইন্ট বুঝে যায় যে এটা কপি করা কাভার লেটার আর সেখানেই সমস্যার শুরু। তাই কাভার লেটার লেখার অনেক নিয়ম আছে, ধরন আছে সেগুলি অবশ্যই জানা প্রয়োজন যেমন
যত ছোট হয় ততই ভালো
আরো কিছু ব্যাপার যেগুলি জানা খুব জরুরি, না হলে কাজ পাওয়া তো অনেক কঠিন ই তারপর আবার একাউন্ট ও ব্যান হয়ে যেতে পারে।
আমার লেখা একটা বিস্তারিত আর্টিকেল নিচের লিঙ্ক থেকে পড়ে নেন আশা করি উপকার পাবেন
গ্রাফিক ডিজাইনার দের জন্য চমৎকার একটা মার্কেটপ্লেস, মুলত প্রতিযোগিতা মুলক প্লেস। একজন বায়ার তার চাহিদা তুলে ধরে, সে অনুযায়ী ডিজাইন সাবমিট করতে হয়, বায়ার একটা সময়ে তার পছন্দের ডিজাইনকে জয়ী ঘোষণা করে, এখানে প্রাইজ মানি অনেক বেশি হয়ে থাকে একটা প্রতিযোগিতায় জয়ী হয়ে ১০০০ ডলার ও উপার্জন করা সম্ভব। আর বায়ার যেহেতু প্রাইজ অনেক দিচ্ছে তাই ডিজাইন এর ম্যান ও হতে হয় অনেক ভালো, আমরা সাধারন ভাবে যে ডিজাইন কে ভালো বলি তার থেকে ও অনেক ভালো হতে হয় ডিজাইন, সাথে বায়ার কি রকম চাচ্ছে সেটা বুঝা কারন বায়ার ই ঠিক করে কে জয়ী হবে, কোন সময়ে ডিজাইন সাবমিট করলে ভালো আরো অনেক কিছু। প্রতিযোগিতায় শুধু ডিজাইন ভালো করলে হয় না জানা দরকার আরো অনেক কিছু। আমার লেখা নিচের আর্টিকেলটা পড়ে দেখতে পারেন
এটা আবার আর একধরন এর মার্কেটপ্লেস, এখানে প্রতিযোগিতা ও না আবার বিড ও না এখানে ডিজাইন করে পোর্টফলিওর মত বানাতে হয়, অনেকটা দোকানের মত, আপনি আপনার ডিজাইন অথবা কাজ আপনার প্রোফাইল এ দিবেন, কিভাবে কাজ করবেন, কত টাকা নিবেন সব সেখানে থাকবে, সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ কাজের প্রয়জনে যায়, সেখানে কেউ আপনার প্রোফাইল দেখে আপনাকে যোগ্য মনে করলে আপনাকে কাজ দিবে। নতুনদের জন্য চমৎকার এই মার্কেটপ্লেস কারন অনেক বেসিক কাজ থাকে এখানে। আর সেই নতুনদের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমার একটা আর্টিকেল আছে সেটা পড়ে দেখতে পারেন
এটা নিয়ে অনেক ভুল ধারনা আছে, অনেকের ধারনা অনেক সহজেই, ঘরে বসে অনেক টাকা উপার্জন করা সম্ভব, দক্ষ হবার দরকার নেই। এটা ভুল। ঘরে বসে উপার্জন করা সম্ভব ঠিক আছে কিন্তু সহজেই উপার্জন করা সম্ভব কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আপনাকে অবশ্যই কমপক্ষে একটা বিষয়ে দক্ষ হতে হবে তারপর আপনি কাজ করতে পারবেন। সেটা কম্পিউটার ভিত্তিক বিষয় না ও হতে পারে, আপনি আর্টিকেল লিখে, ভাষান্তর করে অনেক কাজ পেতে পারেন।
আবার অনেকে মনে করেন এখন শিখে রাখি একটা সময় গিয়ে কাজে লাগতে পারে, এটা ও ভুল ধারনা, এখন শিখে রাখলে ভুলে যাবেন এটা সত্যি কথা তাই যখন কাজ করতে চাইবেন তখন ই শিখেন আর সব থেকে বড় কথা হলো এটাকে ফুল টাইম পেশা হিসেবে দেখতে হবে তাহলে ই আপনি পারবেন।
আর কোর্স করতে করতে ই আপনার উপার্জন করে ফেলবেন এটা ভুল কথা, আপনাকে দক্ষ হতে হবে এটা সব থেকে বড় ব্যাপার। এটা নিয়ে আমার একটা বিস্তারিত লেখা আছে পড়ে দেখতে পারেন
আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।