আসসালামু আলাইকুম,
আশা রাখি সবাই ভালো আছেন।প্রথমেই টেকটিউনসের এডমিনদের ধন্যবাদ জানাই আমাকে তাদের এই বিশাল প্লাটফরমে টিউন করার সুযোগ দেওয়ার জন্য।বেশি কথা বাড়াবো না। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেরা ওয়েবসাইট ফাইভার নিয়ে।তো চলুন………………..
ফইভার সম্পর্কে আশারাখি সবাই কিছুটা হলেও জানেন।তবুও বলছি, ফাইভার হচ্ছে ফ্রিলান্সিং মার্কেটপ্লেস। যেখানে এক পক্ষ ডলারের বিনিময়ে কাজে দেয় অন্য পক্ষ কাজ নেয়। এখানে কোন বিড করতে হয় না। ক্লাইন্টই ফ্রিলান্সারদের খুজে নেয়। আপনি সুধু একটি গিগ বানিযে রাখবেন।
যত সুন্দর করে আপনি বোঝাতে পারবেন কাজ আপনি কতটা পারেন আপনার কাজ কাজ পাওয়ার সম্ভাবনা ততটাই বেরে যাবে।
আগে জানতে হবে আপনার ইচ্ছ কি ? কোন প্লাটফরমে কাজ করবেন :
এগুলোর প্রত্যেকটির ভাগ আছে।এই কাজের মধ্যে যেকেন একটি শিখে কাজ শুরু করতে পরেন।
আর একটি কথা কাজ পারলেই শুধু হবে এর জন্য কিছু ট্রিক্সও জানতে হবে। আপিনি খুবি অভিজ্ঞতা সম্পন্ন একজন লোক। কিন্তু আপনি জানেনা কিভাবে ক্লাইন্ট থেকে কাজ পাবেন। এর জন্য কিছু সেক্রেটও জেনে রাখতে হবে। প্রত্যেকটি ফাইবার এক্সপার্টরাই বিভিন্ন টেকনিকের মাধ্যমে কাজ সংগ্রহ করে থাকে।
আমি আপনাদের এমন 12 টি ভিডিও শেয়ার করব। যার মাধ্যেমে আমার বড় ভাই তার বড় ভাই তাহার বড় ভাই সাকসেস পেয়েছে।যেই 12 টি ভিডিওটিতে আপনি ফাইভারের A-Z শিখতে পারবে। হয়ে যাবে ফাইভার গুরু। ডিভিডিটার দাম 10000 টাকা কিন্তু আপনাদের জন্য ফ্রি ফ্রি ফ্রি। তবে শর্ত প্রজোয্য।
ভিডিও গুলো দেখবেন শিখবেন শিখাবেন এবং সবাইকে শেয়ার করবেন। সাকসেসের দেখা পাবেন ইনসআল্লাহ।
ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।
আমি মো শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।