প্রতিদিন ৩ ডলার আয় করুন খুব সহজেই।

প্রথমেই বলে রাখি এই টিউন টা তাদের জন্য যাদের একটি কম্পিউটার বা ল্যাপটপ আছে।  এখানে কাজ করে আপনি খুব সহজেই উইথড্র দিতে পারবেন। এখানে উইথড্র মেথহড হলোঃ পেপাল, ওয়েবমানি এবং বিটকয়েন। এছাড়া ও আপনি চাইলে অন্যান্য ফ্রিলান্স মার্কেটপ্লেস দিয়ে টাকা উইথড্র করতে পারবেন, যেমনঃ freelancer.com, fiverr.com, microjobcart.com, etc. যারা ফিলান্সিং করে থাকেন ফিলান্সার ডট কমে বা ফাইবার ডট কমে তারা চাইলে এখানে কাজ করে তাদের প্রফাইলে রিভিউ নিতে পারেন।

মনে প্রশ্ন আছে " কাজটা কী?" কাজ টা খুবই সহজ এবং সিম্পল। যে কেউ এই কাজ টা করতে পারবে। এটা অনেক টা গেম খেলার মতো মনে হয় আমার কাছে।

এই কাজ টা করার জন্য একটা সফটওয়্যার লাগবে, তার জন্য আপনার পিসি তে উইনডোজ ৭, ৮ বা ১০ ব্যবহার করতে হবে এবং সেটা ৬৪ বিটের হতে হবে।

অ্যাকাউন্ট খুলবেন কীভাবে?

প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন এবং Start Earn Money তে ক্লিক দিন।

এরপর  Register now তে ক্লিক দিন।

এরপর এখানে নতুন ইউসারনেম, পাসওয়ার্ড এবং আপনার ইমেইল দিন। এরপর Register এ ক্লিক করুন।

এখন আপনার দেয়া ইমেইলে একটা ভেরিফিকেশন মেইল আসবে। ইমেইল টা ওপেন করে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করা হয়ে গেলে এই লিঙ্ক (৫৭.৬৮ এমবি)  থেকে সফটওয়্যার টা ডাউনলোড করে নিন। এবং সফটও্যার টা ইনস্টল করে নিন। এবং সেটা ওপেন করুন।

এখন এখানে আপনার এনিজমাসোল্ভারস অ্যাকাউন্টের ইউসারনেম এবং পাসওয়ার্ড দিয়ে Sign In দিন।

 

কিভাবে কাজ করবেন?

Software  টা ওপেন করার পরে এরকম এরকম একটা পেজ আসবে। এরপর এখান থেকে ভেরিফাই তে ক্লিক দিন।

ভেরিফাই তে ক্লিক দেয়ার পরে এখানে একটা অদ্ভুত প্রানীর ছবি দেখতে পাবেন। ছবিটা ভালো করে লক্ষ্য করুন। এবং ছবিটা সোজা করুন।

নিচের মত করে সোজা করার পর Done করে দিন।

 

Done করে দেয়ার পরে এভাবে বার বার আসতে থাকবে। আপনি শুধুমাত্র সঠিকভাবে কাজ করবেন।  ১০০০ ক্যাপচা করতে পারলেই আপনি ৩ ডলার পেয়ে যাবেন।  দ্রুত কাজ করার জন্য একসাথে ৮ টা ট্যাব খুলে নিবেন।

 

Level 2

আমি শাইন আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Invitation Code ঠিক করেন register করতে পারছি না