যদি আপনি নিয়মিত নেট ইউজার হন তাহলে নিশ্চই শুনেছেন যে Facebook বা Twitter ব্যবহার করে অনেকেই টাকা আয় করছে। হাঁ আপনি ঠিকই শুনেছেন শুধু Facebook বা Twitter নয় বরং Facebook বা Twitter এর সাথে Instagram ও Pinterest ব্যবহার করেও আয় করা যায়। শুধু USA বা UK থেকে নয় বরং বাংলাদেশ থেকেও সোসাল মিডিয়া ব্যবহার করে টাকা আয় করা যায়। অনেকেই আয় করছেন এবং আমি নিজেও করছি। যদিও আয়ের অংকটা অনেক বড় নয় তবুও $30 - $50 প্রতি ক্যামপেইন এবং $15 প্রতি টুইট কম কিসে? আসুন জেনেনেই কিভাবে কিভাবে সোসাল মিডিয়া ইউজ করে আয় করবেন।
প্রথমেই জেনে রাখুন যে সোসাল মিডিয়া আপনার পারিবারিক সম্পত্তি নয় যে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবেন আর আয় করবেন। সোসাল মিডিয়া একটি কমিউনিটি, যদিও আপনি পেজটির মালিক তবুও যা খুশি তাই ইচ্ছে মত post করবেননা তাহলে আপনি মূল্যবান ফলোয়ার হারাবেন এবং ফলোয়ার ছাড়া আপনার পেজের কোনো দাম নেই।
ফলোয়ারই হচ্ছে সব। যত বেশি ফলোয়ার আপনার পেজে থাকবে ততো সহজ হবে আয় করা। আবার যতই ফলোয়ার থাকুকনা কেন যদি Engagements না থাকে তাহলে ফলোয়ারের কোন মূল্য নেই। সুতরাং ফলোয়ার এবং Engagements ই হল মূল উপাদান যদি আপনি সোসাল মিডিয়া ইউজ করে আয় করতে চান।
ধরুন একটি টুইটে ৫০টি রিটুইট, ৭০টি লাইক এবং ৩০টি comments হয়েছে তাহলে মোট Engagements হলো ১৫০
আগেই বলেছি যে followers এবং engagements ই হলো মূল উপাদান। তাই প্রথমে চেক করে নিন আপনার সোসাল মিডিয়া পেজে পর্যাপ্ত followers এবং engagements আছে কি না? যদি থাকে তাহলে কোনো চিন্তা নাই আর যদি না থাকে তাহলেও চিন্তার কোনো কারন নাই। এই ব্যাপারে আমি আপনাদের সাহায্য করতে পারব।
পর্যাপ্ত followers: সর্বনিন্ম 10,000 এবং সর্বোচ্চ আনলিমিটেড। engagements সর্বনিন্ম 10 এবং সর্বোচ্চ আনলিমিটেড। যত বেশি followers এবং engagements থাকবে ততো তারাতারি কাজ পাবেন। আমার মতে টুইটার 100,000 ফলোয়ার, ফেসবুক 10,000 পেজ লাইক / 10,000 ফলোয়ার, Instagram 50,000 ফলোয়ার, Pinterest 15,000 ফলোয়ার থাকলে সাত দিনের মধ্যেই কাজ পাবেন।
followers এবং engagements বাড়ানোর দুইটি উপাই আছে। ১. followers এবং engagements কেনা ২. সোসাল মিডিয়া এক্সচেঞ্জ সাইট ব্যবহার করা।
১ম টি অনেক সহজ কিন্তু কিছু টাকা খরচ হবে। আর ২য়টিতে কোন খরচ হবেনা তবে পর্যাপ্ত followers এবং engagements পেতে কয়ক বছর লাগবে।
খুবই কম খরচে আমরা এইসব সার্ভিস দিতে পারব এবং internationally আমরা 2012 সাল থেকে এই সার্ভিস দিয়ে আসছি পেপালের মাধ্যমে। যেহেতু বাংলাদেশে পেপাল নেই তাই বিকাশের মাধ্যমে এই সেবা নিতে পারবেন। আমরা সকল সোসাল মিডিয়া সার্ভিস প্যদান করি তবে এখানে আলোচনার বিষয় যেহেতু Facebook, Twitter, Instagram ও Pinterest তাই শুধু এই ৪টি সার্ভিস নিয়েই আলোচনা করব।
10,000 page likes | 4,560 টাকা |
10,000 profile followers | 6,000 টাকা |
1,000 post likes (দশটি post এ নিতে পারবেন) | 80 টাকা |
1000 post shares (দশটি post এ নিতে পারবেন) | 300 টাকা |
100 post comments (দশটি post এ নিতে পারবেন) | 480 টাকা |
10,000 followers | 1,500 টাকা |
1000 retweets (দশটি post এ নিতে পারবেন) | 95 টাকা |
1000 likes (দশটি post এ নিতে পারবেন) | 95 টাকা |
10,000 followers | 2,200 টাকা |
1000 likes (দশটি post এ নিতে পারবেন) | 65 টাকা |
1000 comments (দশটি post এ নিতে পারবেন) | 3,350 টাকা |
10,000 followers | 27,200 টাকা |
1000 repins (দশটি post এ নিতে পারবেন) | 1,360 টাকা |
1000 likes (দশটি post এ নিতে পারবেন) | 120 টাকা |
প্রথমে আপনাকে নিচের সাইট গুলোতে সাইন আপ করতে হবে এবং প্রোফাইল complete করতে হবে। তারপর অপেক্ষা করতে হবে। তারা আপনার ইনফরমেশন চেক করবে এবং জানাবে।
আমার ফেভারিট সাইট। এখানে আমাকে প্রতি টুইটের জন্য $15 পে করে। কি টুইট করতে হবে তা অটোমেটিক ড্যাশবোডে চলে আসে শুধু একটি ক্লিক করে post করে দিতে হয়। নিচে আমার একাউন্টের একটি স্কিনশট দিলাম।
Activate এ আমার লাষ্ট sponsored post টি নিচে দেখুন।
With these #Craveyard tricks & treats, you'll be throwing a Halloween gathering everyone will love! Visit here: https://t.co/hcnqjOwmZv #AD pic.twitter.com/vgayhwFCRF
— HumorHump (@HumorHump) October 20, 2017
এখানে প্রতি campaign এর জন্য $30 - $50 দেয়। একটি campaign মানে কয়েকটি post সেটি সবগুলো twitter এ হতে পারে বা facebook এ হতে পারে আবার twitter facebook দুটিতেই ভাগ করে হতে পারে। প্রতি post এর জন্য গড়ে $10 দেয়। নিচে আমার একাউন্টের একটি স্কিনশট দিলাম।
আমার প্রথম কাজ এই সাইটেই পেয়েছিলাম। এখানে PPC হিসাবে পে করে। PPC টা আপনার followers এবং engagements এর উপর ডিপেন্ড করবে।
এরা অনেক বেশি পে করে। এখনো কোন অফার পাইনি কারন কয়েকদিন আগে জয়েন করেছি। কাজ পেলে বিস্তারিত জানাব।
এরা কেমন পে করে জানিনা। এখনো কোন অফার পাইনি কারন কয়েকদিন আগে জয়েন করেছি। কাজ পেলে বিস্তারিত জানাব।
আপাতত উপরোক্আত ৪টি সাইটেই কার করুন। আরও কয়েকটি সাইট আছে যারা সোসাল মিডিয়া প্রমোশনের জন্য পে করে। অন্য কোন post এ বিস্তারিত আলোচনা করব।
আমাকে টুইটারে ফলো করুন Follow @HumorHump
আমি গোলাম রাব্বানী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Proud to be the leading Leading Digital Marketing Agency since 2012 and largest Social Media Marketing Services in the world. We offer all kind of social media marketing services that can establish your brand online and help to grow your online business. Let us make some noise for your business,...