এই টিউন এ আলোচনা করবো যে অনলাইন এ ফ্রিল্যান্সিং করতে গেলে আমরা যে সকল কাজ গুলো করতে পারবো-
►SEO (Search Engine Optimization)
►SMM (Social Media Marketing)
উপরে কিছু ফ্রিল্যান্সিং কাজের ক্যাটাগরি এর নাম দিয়েছি। আরো অনেক ধরনের কাজ আছে যা অনলাইনে করা হয়ে থাকে তবে এখানে কয়েকটি দেয়া হল।
আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই এক বা একাধিক কাজ শিখে তার পর শুরু করতে হবে। আর আপনি কাজ শিখার আগে অবশ্যই সব গুলো বিষয় সম্পর্কে ভালোমত জেনে নিবেন এবং এখান থেকে যে কাজটি আপনার পছন্দ হয় আপনি সেটা দিয়ে শেখা শুরু করবেন।
আপনি যে কাজটিই শিখুন না কেন, আপনাকে সেটাতে পারদর্শী হতে হবে। কোনোমত শিখে টাকার আসায় কাজে নেমে গেলে নিশ্চিত আপনাকে নিরাশ হয়ে ফিরতে হবে। এবং পরে বলবেন সব ভাউতাবাজি কোন কাজই হয় না :p
আর কাজ শিখার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে গুগল এবং ইউটিউব। আপনি যদি এ দুটোকে প্রপারলি কাজে লাগাতে পারেন তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। আর যদি আপনি বলেন যে এভাবে আপনার ভালো লাগে না তাহলে ভাই আপনার এ লাইনে না আসাই ভালো।
ফ্রিল্যান্সিং করতে হলে আপনার প্রয়োজন হবে প্রচুর ধৈর্য ও কাজ শিখার আগ্রহ। আর যদি ইংরেজিতে ভালো হন তাহলে আপনার জন্য আরো সুবিধা হবে। আর যদি কাঁচা হন তাহলে এখন থেকেই ফরমালিন ছাড়া পাকার ব্যবস্থা করুন :p
ফরমালিন দিলে লাভ হবে না :p :v
আমার কথাই বলি, আমি কাজ শিখার সময় এমনো সময় গিয়েছে খাওয়া, ঘুম এই কাজ গুলো বাদে বাকি সময়ই কাজ শিখার জন্য দিয়েছিলাম। যা কি না ২৪ ঘণ্টার মাঝে ১৪-১৮ ঘণ্টাও হয়েছে।
এমন কিছু কাজেরও ভিডিও ছিলো যেগুলো শেষ করতে অনেকের মাস খানেক লেগেছে। আমি ১ সপ্তাহে সেগুলো শেষ করেছি এবং পুরোপুরি আয়ত্তে নিয়েছি।
তাই আপনার যদি পর্যাপ্ত ধৈর্য ও কাজ শেখার মন মানুশিকতা না থাকে তাহলে এই কাজ শিখার আশা বাদ দেন।
আর যদি সত্যিই এই লাইনে আশার ইচ্ছে থাকে তাহলে টাকার পিছনে না দৌড়ে কাজের পিছনে দৌড়ান, সফলতা আসবেই।
পরের লেখায় উপরের ক্যাটাগরি গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো। যে কোনটা কি কাজ এবং কেন করা হয়।
আগের টিউন গুলো-