ফ্রিল্যান্সিং নিয়ে শুরু থেকে… (একজন ফ্রিলেন্সার)

প্রথমেই আসি ফ্রিল্যান্সিং কি সেটা নিয়ে- 
ফ্রিল্যান্সিং শব্দের আভিধানিক অর্থ "মুক্ত পেশা" বা স্বাধীন পেশা। যেখানে আপনি আপনার ইচ্ছেমতো সময়ে বা আপনার ইচ্ছে অনুযায়ী কাজ করবেন ও তার পারিশ্রমিক পাবেন। আর যারা ফ্রিল্যান্সিং করেন তাদের বলা হয় ফ্রিল্যান্সার।

তবে সত্যিকার অর্থে ফ্রিল্যান্সিং বলেই যে সব আপনার ইচ্ছে মতো হবে তা কিন্তু না। কেননা যতই বলুননা কেনো যে মুক্ত পেশা, আপনি যদি অনলাইন ভিত্তিক কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে অনেক কিছু খেয়াল রাখতে হবে। যেমন আপনাকে ক্লাইন্টদের সময়ের এর সাথে তাল মিলিয়ে চলতে হবে। ক্লাইন্ট যদি ইউএসএ এর হয় তাহলে আপনাকে ইউএসএ এর টাইম অনুযায়ী তার সাথে কনভারসেশন করতে হবে। কেননা আমাদের টাইম এর সাথে তো আর তার টাইম মিলবে না। আর যখন নতুন শুরু করবেন তখন তো স্ট্রাগল এর শেষ নেই।

তবে যেকোন মুক্ত পেশাকেই ফ্রিল্যান্সিং বলে। সেটা যে শুধু অনলাইন এই হবে তা কিন্তু না। যেমন আপনি যদি সংবাদ পত্রে লেখালেখি করেন বা ছবি আঁকেন সেটাও ফ্রিল্যান্সিং। এবং আমার মতে এটাই প্রকৃত ফ্রিল্যান্সিং।

এবার অনলাইন এর ব্যাপারটাতে আসিঃ
আমরা অনেকেই ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কে একই মনে করি। তবে দুটিই একে অন্নের পারস্পরিক হলেও ভিন্ন।

আপনি যখন কোন মার্কেটপ্লেস এ যেয়ে কাজ নিবেন তখন এটা হচ্ছে ফ্রিল্যান্সিং।

আর যিনি কাজটি দিচ্ছেন তিনি করছেন আউটসোর্সিং।

মার্কেটপ্লেস হচ্ছে সেই সকল ওয়েবসাইট যেখানে বায়াররা ফ্রিল্যান্সারদের সাথে যোগাযোগ করে তাদের কাজটি করিয়ে নেয়।

এই ছিলো ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং নিয়ে শুরুর কথা। ধীরে ধীরে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো।
ধন্যবাদ  

লেখা- মোঃ সাব্বির রহমান শুভ

Level 2

আমি মোঃসাব্বির রহমান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস