আপনি কি আপনার আলাদা আলাদা টিউন এবং পেজে আলাদা আলাদা সাইডবার দেখাতে চান? তাহলে এই টিউনটি আপনার জন্য। এই টিউনে আমি দেখাবো কীভাবে একটা ওয়ার্ডপ্রেস প্লাগিনের সাহায্যে আপনি আলাদা আলাদা সাইডবার তৈরি করে সেটা আলাদা আলাদা টিউন এবং পেজে ইউজ করতে পারেন।
সাইডবার ব্যাপারটা থিমের সাথেই থাকে। সব থিমই সবগুলো পেজ এবং টিউনে ওই সেম সাইডবার শো করে, বাট আপনি চাইলে সেটা কাস্টমাইজ করে নিজের মত করে নিতে পারেন।
আলাদা সাইডবার মাঝে মাঝে খুবই কাজে আসে, বিশেষ করে টিউনের সাথে সাইডবারের রিলেভেন্সি রাখার জন্য এটা করা অত্যন্ত আবশ্যক।
আসেন শুরু করা যাক।
আমরা পুরো প্রসেসটা করব, একটা প্লাগিনের মাধ্যমে আর সেটা হলো Easy Custom Sidebars. এই লিংকে গিয়ে এই ফ্রি প্লাগিনটি আপনি এড করে নিতে পারেন আপনার সাইটে।
কীভাবে প্লাগিন এড করতে হয়, সেটা ও একটু দেখে নিতে পারেন।
প্লাগিনটি ইন্সটল হয়ে গেছে, কোথায় সেটা পাবেন সেটা আমি নিচে স্কিনশটে দেখিয়ে দিচ্ছি।
ওইটাতে প্রবেশ করলে নিচের চিত্রের মত আসবে।
সবার প্রথমে আপনাকে সাইডবারের জন্য একটা নাম দিতে হবে। তারপরে Create Sidebar এ ক্লিক করতে হবে। এর ফলে প্লাগিনটি আপনার জন্য একটা সাইডবার তৈরি করবে এবং আপনি আপনার দরকারি প্রোপার্টিজ গুলো এড করতে পারবেন সেখানে।
নিচের স্কিনশটের মত করে আগে কেমন সাইডবার হবে সেটা সিলেক্ট করে নিতে হবে।
এটা সিলেক্ট করার পরে সাইডবারে কি কি থাকবে সেটা সিলেক্ট করে নিতে হবে।
এটা কমপ্লিট করে সেভ করে নিবেন।
Appearance থেকে Widgets এ গিয়ে আপনি আপনার বানানো সাইডবারটি ব্যবহার করতে পারবেন।
এভাবে আপনি চাইলেই আপনার পেজ কিংবা টিউনের জন্য আলাদা আলাদা সাইডবার রাখতে পারেন।
ধন্যবাদ
Original Post from Sofor's Blog.
আমি ব্লগার সফর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ফুলটাইম ব্লগার এবং অ্যাফিলিয়েট মার্কেটার। পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার হলে ও এটাই এখন আমার মুল পরিচয়।