সহজ সরল সাদামাটা টাইপের কাজ যাকে বলে, এটা ঠিক সে রকম। নেট বিলের তেমন কোনো ঝুট ঝামেলা নেই বললেই চলে। কারণ, অফলাইনে নিজের পড়াশুনাটা চালিয়ে নেয়াটাই কাজের অংশ হিসেবে ধরে নিতে পারেন। পেমেন্ট এর বিষয়টি নির্ভর করবে আপনার লেখার মানের উপর। সব থেকে বড় শর্ত হল- কপি পেস্ট করা যাবে না।
- কি ধরনের কাজ করতে হবে ? - যেকোনো বিষয়ের উপর লেখা লেখি করা. স্বাধীন ভাবে লেখা যাবে, এমন কি নিজের পড়াশুনা কিংবা গল্প কবিতাও হতে পারে 🙂
- আমি কি আমার মোবাইল দিয়েও কাজ করতে পারবো? - হ্যা, আপনি আপনার যেকোনো স্মার্ট ফোন দিয়েও কাজ করতে পারবেন 🙂
- আমি কি আমার একাউন্ট এর ব্যালান্স ট্রান্সফার করতে পারবো ? - হ্যা, আপনি আপনার একাউন্ট এর ব্যালান্স ট্রান্সফার করতে 🙂
- ব্যালান্স ট্রান্সফার করতে কতক্ষন সময় নেয় ?- সাথে সাথেই 🙂
- আমি যদি আমার পড়াশুনা সংক্রান্ত লেখা লেখি করি, যা কিনা আমার লেখা পড়াতেও সাহায্য করবে? - হ্যা, আপনি আপনার পড়াশুনা সংক্রান্ত বিষয়েও লিখতে পারবেন। শুধু তাই নয়, আপনি সারাদিনে কি করলেন - সেটাও লিখতে পারেন 🙂
- কাজটা বেশ মজাদার, আমিও শুরু করতে চাই, কি করতে হবে?- আপনাকে ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে। এর পর আপনার একাউন্ট এক্টিভেশন এর নির্দেশনার পেজ টি চলে আসবে।
- আমি নতুন, কিভাবে কাজটি করতে হয়- আমি জানি না। এক্ষেত্রে উপায় কি ? - কাজটি করার প্রসেস টি খুবেই সহজ ভাবে তৈরী করা (User friendly)। আশা করা যায় যে, আপনি নিজে একটু ঘাটাঘাটি করলেই বুঝে যাবেন যে, কিভাবে এটি করতে হয়। আর এর পরেও যদি না পারেন, তবে তার জন্য সকল সাহায্য সহযোগিতার জন্য ফোন করুন ০১৯৭৮০১৩১২২ এই নম্বর এ (যে কোনো সময়) - N:B: Number collected from SPS
এধরণের অনেক ওয়েবসাইট আছে তবে বাংলায় লেখার সুবিধা পাবেন কি না বলতে পাবো না। আর পেলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো।