আজকাল অনেক টিউনার পেপাল এলার্টপে প্রভৃতি নিয়ে টিউন করছেন আর সবই তাতে সাড়া দিচ্ছেন তাদের জন্য বলছি যে তারা এ সকল ব্যাপার থেকে ১০০ হাত দূরে থাকবেন। যেমন আপনি তার টিউনে সাড়া দিয়ে তার দেয়া লিংকে প্রবেশ করলেন কিন্তু সেই লিংক তা আসলে ওই ব্যক্তির লিংক । ফলে আপনি তো কোনো সুবিধা পেলেনই না উপরন্তু আপনার লিংকে সাড়া পেয়ে ওই ব্যক্তি রেফরেল থেকে টাকা পেল। এমনকি টাকা পাবার আশায় তারা আপনাকে যে পেমেন্ট প্রোফ দেখায় তাও ভুল। যেমন একটু আগে যে ব্যক্তি টিউন করেছেন এই প্রোফ নিয়ে
এই ছবি টাকে আমি এডিটর দিয়ে বানালাম নিচের ছবির মতো
এবার আপনি নির্ণয় করুন আপনি কি করবেন।
ধন্যবাদ
আমি Newboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিটি বিশ্বাসের প্লাটফর্ম। সবাই ছবি ইউস করলে কাকে বিশ্বাস করব? তবে লিঙ্কে সড়া দেবার মত সময় মার কোন কালেই ছিল না! মনে হয় আপনি উত্তেজিত “বি কুল ম্যান” 😀