আপনার যদি একটি Google অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি YouTube ভিডিও দেখতে এবং টিউমেন্ট করতে পারবেন। যাইহোক, Google অ্যাকাউন্ট দিয়ে স্বয়ংক্রিয়ভাবে YouTube চ্যানেল তৈরি করা যায় না। একটি নতুন চ্যানেল সেট আপ করার করার সকল পর্যায় বর্ননা করা হলো।
YouTube.com এ যান এবং ওয়েবসাইট এর উপরের ডান কোনে "সাইন ইন " করুন।
তারপর আপনার জিমেইল একাউন্ট দিয়ে লগইন করুন যেটা দিয়ে আপনি আপনার চ্যানেল এ এড করতে চান।
ওয়েবসাইট এর উপরে ডানদিকের কোণায়, আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন এবং তারপর 'সেটিংস' কোড আইকনে ক্লিক করুন।
সেটিং এ গেলেই দেখতে পারবেন "Create A Channel " ওইখানে ক্লিক করুন
এখন আপনার চ্যানেল নাম আর একটা ক্যাটাগরি সিলেক্ট করুন। ক্যাটাগরিগুলা নিম্নোক্ত হবে
দ্রষ্টব্য: আপনার ব্র্যান্ডের জন্য একটি নতুন Google+ একাউন্ট খুলে যাবে। অভিনন্দন! আপনি একটি নতুন YouTube চ্যানেল তৈরি করেছেন
আজ এই পর্যন্ত , আগামী ইউটিউব পর্বে আমরা ইউটিউব এর বাকি কাজ গুলো দেখাব ততদিন পর্যন্ত টেকটিউনসের সাথেই থাকুন।
আমি মোজাম্মেল হোসেন চৌধুরি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।