সুপ্রিয় টেকটিউনস পরিবার, আপনারা জানেন যে অনলাইনে এখন আয় করা সহজ, কিন্তু কাজ জেনে ইনকাম করা সহজ। আর যদি কাজ না জেনে মানুষের কাছে টাকা দিয়ে প্রতারিত হন। এবং দায় দেন, অনলাইনেই ইনকাম হয় না। এই টা ভুল বলবেন, কারন আপনি এমন একজন প্রতারকের কবলে পরেছিলেন যে, লোভ করতে গিয়ে নিজেই ফেসে গেছেন।
আপনারা জানেন যে পৃথিবির সর্ব বৃহত্তর প্রযুক্তির সোশ্যল নেটওয়ার্ক টেকটিউনস, যা গুগলে, আর ইউটিউবে যা না পাবেন তা সার্চ করে দেখবেন, এই টেকটিউনসে আসা করি আপনার কাংখিত ফলাফল পেয়ে যাবেন।
কথা টার মুল প্রেক্ষাপট হল, এই অনলাইনের ইনকাম বা টিউটোরিয়ালের সকল সিস্টেম কোন না কোন ভাবে আগেই এই টেকটিউনসে টিউন করা হয়েছে। সে টা থেকেই আজকে অনেক বড় বড় ইউটুবার হয়েছে। যারা এখন বিশাল জ্ঞানি বলে মনে করছে। আর অনেকেই তার গুনগান গাচ্ছে, আসলে কেউ জানেই না। আসলে এর জ্ঞ্যানের জন্ম কোথায় থেকে ? আর সেই যায়গা টাই বা কোথায়?
তাই আপনাদের কে, বাংলাদেশের খান গুরুপ অফ ইন্ডাস্টিসের ছেলে সাকিল যিনি এই কোম্পানির মালিকের ছেলে বলে দাবি করেছিল। এই সাকিল, এক সময় সবাই কে ফ্রী তে শিখানোর কথা বলে টেকটিউনসের সামান্য একটা টিপস,(জিংলিংক সপ্ট) ফ্রী ভিসিটর নেওয়ার কৌশল টার ধোকা দিয়ে, দেশের মানুষের কাছে থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল, যা ১ বছর আগের youtube earning এর সিস্টেম টার কথা মনে করলেই বুঝতে পারবেন, কে ছিল এই চিটার। ১ বছর পড়ে আবার সেই সাকিল ফিরে এসেছে, গেমিং সিস্টেম নিয়ে। যা থেকে বলে বেড়াচ্ছে গ্যারান্টি সহকারে, মাসে ১২০০$ ইনকাম
আমার কথা হলো এতই যদি ইনকাম হত, তাহলে আপনি নিজে ইনকাম না করে সবাইকে শিখাচ্ছেন কেন আর, সবার কাছে থেকে এই ৪০,০০০ করে টাকা নেওয়ার কথাই বলছেন কেন। সবাই যদি এই খেলা শিখে ফেলে, তা হলে আপনি কি ভাবে ইনকাম করেবন, আর গেমিং কোম্পানিই বা হাত গুটিয়ে কি বসে থাকবে??
তাই সবাই এখনি এই সব চিটারের থেকে সাবধান হন।
আজ সকালে স্ক্রীন শর্টের এই টিউন টা করেছিল। টেকটিউনসে কর্তপক্ষ সুন্দর করে ডিলিট করে দিয়েছে
তাই সব শেষে অনলাইনে ইকামের জন্য, টেকটিউনসের চেইন টিউন্স থেকে ভাল কোন সিস্টেম যে টা আপনি ভাল জানেন, সেই বিষয়ে কাজ শিখে অনলাইন নেমে পরুন। গ্যারান্টি সহকারে ইনকাম করতে পারবেন।
চেইন টিউন্স গুলো পরতে এই লিংক এ ঢুকেন।
আমি মোস্তাফিজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ami shakil ar chetteri sob jani o 7/8 mas aga akta group kola manus ar kij thaky on ak taka kary kaisay