আপনি পড়াশুনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চান এবং ভবিষ্যতে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চান? তাহলে এই টিউনটি আপনার জন্য।
বাংলাদেশের মত দেশ যেখানে চাকরির বাজার বেশ নাজুক অবস্থায় আছে, যেখানে ৪৭% শিক্ষিত জনগোষ্ঠী বেকার, পর্যাপ্ত চাকরির ক্ষেত্র তৈরি হয় না। সেখানে বিকল্প পেশা হিসেবে সম্মানজনক অবস্থায় আছে ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা, ফ্রিল্যান্সার হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া কাজ করেন। আরও বিস্তরভাবে বলতে গেলে অনলাইন প্রফেশনের মধ্যে ফ্রিল্যান্সিং একটি।
ছোটবেলা থেকে ছবি আঁকা আকিতে ঝোঁক থাকে কারো কারো এবং কোডিং করতে, কারো ভালো লাগে এমন অনেক বিষয় আছে, আপনি যে কোনটাকেই কাজে লাগাতে পারবেন আমার এই টিউনটি ভালো ভাবে পড়লে।
আমি মনে করছি আপনার কম্পিউটার ও ইন্টারনেটের ধারনা আছে এবং এর মধ্যে আপনার ভালো লাগার কিছু কাজ ও শিখে ফেলেছেন। আর যদি না জেনে থাকেন এই কাজ গুলো এর ব্যাপারে। তাহলে আমার আগের টিউনটি দেখতে পারেন।
আর আপনার আরো বোঝার সুবিধার্থে : https://youtu.be/9u-yYMxVnds
এখন আমি যা বলতে চাচ্ছি আপনি নতুন মার্কেট প্লেস এ নামবেন, কিন্তু কোথায় থেকে শুরুটা করবেন বা কোন মার্কেটপ্লেস নতুনদের জন্য ?
এইটার উত্তরে আমি যেটা বলতে চায় সেইটা হলো Fiverr (ফিভার)। এটা নতুনদের জন্য অনেক অনেক ভালো একটি মার্কেটপ্লেস । এর কারন হলো এখানে অনেকেই শুধুমাত্র ইমেজ এডিটিং বা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে অনেক টাকা আয় করেন। এখানে বাংলাদেশের বেশীরভাগ ফ্রিল্যান্সাররা কাজ করে ভালো টাকা রোজগার করে।
যে কথাটি না বল্লেই নয়, এই জন্য এই মার্কেটপ্লেস নতুনদের জন্য ভালো তার কারন হলো এখানে আপনার কাজ খোজা লাগবে না, আপনি শুধু যা যা জানেন তার সম্পর্কে লিখে রাখবেন আর বায়ার আপনাকে হায়ার করবে।
এই মার্কেটপ্লেস সম্পর্কে আরো জানতে এই ভিডিও টি আপনার কাজে দিবে ঃ https://youtu.be/i-ktOzpsWvw
আপনি চাইলে আমার এখানে ক্লিক করে ও Facebook Group এ ও এড হতে পারবেন
ধন্যবাদ !!!
আমি মারযিউল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।