আগেই বলে রাখি এই টিউনটা তাদের জন্যে যারা পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করতে চান এবং ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসাবে নিতে চান।
ফিউচারে শুধু অন্যের আন্ডারে চাকরি করা না, নিজে চাকরি দিতে চান।
যারা বাবার টাকায় বসে খাবার চিন্তা চেতনা আছে তারা এই টিউন থেকে বিরত থাকুন।
অনেকে মনে করেন অনলাইনে কাজ করা অযথা বা এসব দিয়ে টাকা ইনকাম হয়না।
তাদের জন্যে বলবো। আপনারা পারেননি বা জানেন না কিভাবে কি করতে হয় তাই এমন অন্ধের মত যুক্তি দেন।
বাংলাদেশের এমন অনেক ফ্রিল্যান্সার আছে যারা মাসে ২/৫ লাখ টাকা অনায়াসে উপার্জন করে।
৩০ থেকে ৫০ হাজার অহরহ করে।
কি ভাবছেন ? তারা কি এমনি এমনি করে?
অনেক রাত জেগে কষ্ট করতে হয়েছে তারপর এই সাফল্য।
আপনি যত প্রাকটিস করবেন তত ভাল করবেন।
আপনাকে প্রচুর ধৈর্যশীল হতে হবে।
আগামী ৫ বছর এর মধ্যে বাংলাদেশ পোশাক খাতের থেকেও আইটি খাতে বেশি উপার্জন করবে।
সবশেষে ভাল কিছু করতে হলে আপনাকে প্রচুর কষ্ট করতে হবে।
অবৈধ উপায় ছাড়া অল্প সময়ে উপার্জন করা যায়না।
সৎ ভাবে আপনাকে আপনার লক্ষ্য ঠিক রেখে কাজ করতে হবে।
নিজের উপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরে আগে কাজ শিখুন।
ফলাফল নিজেই পাবেন একদিন।
আপনি এখন ভাবছেনতো এইগুলোতো বুঝলাম কিন্তু কোন কাজটা আমার জন্য আবার কোন কাজে কেমন টাকা।
এমন ওনেক ধরনের প্রশ্ন আপনার মাথায় চলে এসেছে।
আপনার এমন অনেক প্রশ্নের উত্তর পেতে নিচের YouTube Link Follow করতে পারেন।
Online Income for Freelancer's Motivational Question & Answer in Bangla Tutorial !!!
আমি মারযিউল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।