আর্টিকেল লিখে প্রতি মাসে ১০-২০ হাজার টাকা ইনকাম করুন। পেমেন্ট বিকাশে আপনি যখন চাইবেন তখনই।

আর্টিকেল লেখা খুব কঠিন কোন কাজ নয়। যে কেউ যদি একটু ক্রিয়েটিভ হয় আর যদি তার কথা গুছিয়ে লেখার মত ক্ষমতা থাকে তবে সে আর্টিকেল লিখে ঘরে বসেই আয় করতে পারে। তবে আর্টিকেল লেখার জন্য সাধারণ জ্ঞানটা একটু ভালো হওয়া প্রয়োজন কারণ সব সময় একই ধরনের আর্টিকেল লিখতে হবে এমনটা কিন্তু নয়। বাংলাদেশে এখন নিউজ পোর্টাল সাইটের অভাব নেই। কখনো কি ভেবে দেখেছেন যে এত নিউজ তারা পায় কোথা থেকে? নিউজ পোর্টাল গুলিকে নিউজ সরবরাহ করার জন্য আমাদের দেশে বেশ কিছু নিউজ এজেন্সী গড়ে উঠেছে। নিউজ এজেন্সী গুলো আপনার আমার মত রাইটারদের দিয়ে তাদের চাহিদা অনুযায়ী আর্টিকেল লিখিয়ে নেয় এবং সেই আর্টিকেলগুলি নিউজ পোর্টালগুলির কাছে বিক্রি করে। আপনি যদি অবসর সময়টা এই কাজে লাগান তবে মাসে খুব সহজেই ১০-২০ হাজার টাকা ইনকাম করা সম্ভব। আপনারা যারা এই কাজটি করতে ইচ্ছুক তারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। পেমেন্ট নিয়ে কোন চিন্তা নেই যদিও আমরা সবাই কাজ করার আগে পেমেন্ট নিয়ে ভাবি। অবশ্য ভাবাটাও অযৌক্তিক নয় কারণ ফ্রিলান্সিং এর নামে পিটিসি আর সহজ কাজ খুজতে যেয়ে প্রতারিত হওয়ার মত অভিজ্ঞতা আমারও আছে। তবে আপনাদের আগেই বলে রাখি আমরা সাধারণত মাসে পেমেন্ট দিয়ে থাকি। তবে যেতেহু বিশ্বাসের একটা ব্যপার থেকে যায় সেহেতু যতদিন আপনি আমাদের বিশ্বাস করতে না পারছেন ততদিন আপনি যখন খুশি তখন পেমেন্ট নিতে পারেন এমনি কি দিনের টা দিনেও, বা যদি ১টি আর্টিকেল লিখে সেটির পেমেন্ট নিতে চান তাও পাবেন। যাই হোক এতক্ষণ পেমেন্ট নিয়ে অনেক কথা হলো এবার চলুন কাজটা কেমন বা কি করতে হবে তা জেনে নিই।

আপনাকে কি করতে হবে?

প্রাথমিকভাবে আপনি কাজ করতে আগ্রহী হলে আপনি আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করবেন। আমরা আপনার কত ভালো লিখতে পারেন সেটা যাচাইয়ের জন্য একটি সোর্স আর্টিকেল দেব। এখানে বলে রাখি আমাদের বেশিরভাগ কাজই সোর্স আর্টিকেল নির্ভর। ব্যাপারটা আরেকটু বুঝিয়ে বলি সোর্স আর্টিকেল হিসেবে আমি আপনাদের এমন একটা আর্টিকেল দেব যেটা ইংরেজীতে লেখা। এখন আপনাকে ওই আর্টিকেলটা পড়ে সেটার সারাংশ নিজের ভাষায় লিখতে হবে। এখন যদি এমন হয় যে সোর্স আর্টিকেল আছে ১০০ লাইনের কিন্তু আপনি ২০ লাইনে সেটার সারাংশ খুব সুন্দরভাবে লিখেছেন তাহলেই হবে। ১০০ লাইনের সোর্স এর মানে এই নয় যে আপনাকেও ১০০ লাইন লিখতে হবে। যাই হোক আপনার লেখা পড়ে যদি আমাদের মনে হয় যে আপনাকে দিয়ে কাজটা সম্ভব তাহলে আমরা আপনার সাথে নিয়মিত ভাবে কাজ করবো।

কাজটি করার জন্য আপনার যে যোগ্যতা থাকা দরকার:

  1. ইংরেজী ভাষায় মোটামুটি ভালো হতে হবে। ভয় পাবেন না।আপনাকে ইংরেজীতে কারো সাথে কথা বলতে হবে না। শুধু একটি ইংরেজী আর্টিকেল পড়ে তাতে কি লেখা আছে এটা বোঝার মত ক্ষমতা থাকলেই হবে।
  2. সোর্স আর্টিকেলটিকে নিজের মত করে, নিজের ভাষায় আর্টিকেল লেখার মত ক্ষমতা থাকতে হবে।
  3. ইউনিকোডে টাইপ করা জানতে হবে। অবশ্য এটা খুব বেশি প্রয়োজনীয় না। আপনার লেখা যদি ভালো হয় আমরা আপনাকে ইউকোডে সহজে কাজ করা শিখিয়ে দেব।

তবে ভাই একটা কথা বলে রাখি। টিউনটা পড়েই টাকা ইনকামের জন্য আর্টিকেল লিখবেন এই সিদ্ধান্ত নিবেন না। আগে ভাবুন যে আপনি কতটা ক্রিয়েটিভ এবং আপনাকে দিয়ে আসলে আর্টিকেল রাইটিং এর মত কাজ সম্ভব কি না? বিস্তারিত জানতে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন:

https://www.facebook.com/rashedulislam.pavel.9

কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করতে পারেন।

 

Level 0

আমি রাশেদুল ইসলাম পাভেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস