ফ্রিলান্সিং করতে যে ৫ টি কাজকে চিরতরে না বলবেন

সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই এই সর্ববৃহৎ প্রযুক্তি ব্লগ টেকটিউনসের সাথে ভালই আছেন। আজ আমি আলোচনা করব "যে ৫ টি কাজ ফ্রিলান্সিং করতে না বলবেন"। অর্থাৎ ফ্রীলান্সিং করার সময় যে কাজ গুলোকে করবেন না।

চলুন, এবার আসল কথায় যাওয়া যাক। আমাদের কম বেশি প্রত্যেকের ইচ্ছা থাকে ইন্টারনেট থেকে কিছু টাকা - পয়সা উপার্জন করা। সবাই আমরা সহজ উপায় খুঁজতে থাকি। অনেক সহজ উপায় রয়েছে, কিন্তু মনে রাখবেন, সহজ লাগলেও সে গুলো কাজ। পরিশ্রম ছাড়া শুধু বসে থাকলেই টাকা আসবে না। এজন্য আপনাকে সুনির্দিষ্ট কাজ শিখে তারপর ফ্রীলান্সিং করতে হবে। তাই আগে কাজ শিখুন এবং নিজেকে কাজের যোগ্য করে তুলুন, তারপর কাজ শুরু করুন। সাফল্য সুনিস্তিত।

কিছু কাজ বা চিন্তা থাকে যে কাজ গুলো ফ্রীলান্সারদের জন্য খুবই বিপদজনক। চলুন দেখি কাজ গুলো কি কি-

১। ১ - ২ মাসেই বড় লোক হবার স্বপ্ন

মনে কখনো ভাববেন না যে, ১-২ মাস কাজ করে আপনি অনেক বড় লোক হতে পারবেন। এটা লটারি বা জুয়া খেলা নয়।

২। মার্কেট প্লেসে প্রথম দিন থেকেই কাজ পাওয়া

মার্কেট প্লেসে আপনার মত নতুন অনেক ফ্রীলান্সার রয়েছে। মনে রাখবেন একদম নতুন ফ্রীলান্সার কে কাজ দেয়ার আগে ক্লায়েন্ট ১০ বার ভেবে দেখে। তাই আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে।

৩। ইন্টারনেট বিল নিয়ে চিন্তা

আমরা কতো যে টাকা কতো দিকে খরচ করি, তার অন্ত নাই। কিন্তু যখন ইন্টারনেটের বিল দিতে যাই, তখন মনে হয় সব দিয়ে দিচ্ছি। একবার হলেও মনে করবেন, এই ইন্টারনেট ছাড়া আপনি কখনও ফ্রীলান্সার হতে পারবেন না।

৪। ফেসবুক নিয়ে আগ্রহ

ফেসবুকের প্রতি আসক্তি না কমালে ফ্রীলান্সিং করার স্বপ্ন আপনাদের আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। কাজ শেখার সময় ফেসবুক পিসি বা মোবাইলে লগইন না রাখাই ভাল। এতে সময় ও চিন্তা দুটোই কম লাগবে।

৫। কাজ শেখার থেকে টাকা ইঙ্কামের প্রতি লক্ষ

কাজ কম, টাকা বেশি! এই ধারনা আমাদের প্রত্যেকের আছে। কিন্তু মনে রাখবেন আগে কাজ শেখা তারপর টাকা উপার্জন। এরপর চিন্তা করুন কম কাজ করে আপনার কতো টাকা হবে। মনে রাখবেন কম কিংবা বেশি, কাজ আপনাকে করতেই হবে। এজন্য আগে কাজ শিখুন। কাজ শিখলে টাকা উপার্জন হবেই।

আশাকরি সবাই বুঝতে পেরেছেন। আরও বিস্তারিত জানতে এই ভিডিওটা দেখতে পারেন। টিউনটি বুঝতে সমস্যা হলে বা সাজেশন থাকলে অবশ্যই টিউমেন্ট করবেন।

সাথে থাকার জন্য ধন্যবাদন। সবাই ভাল থাকবেন। আপনাদের ফ্রীলান্সিং এর সাফল্য কামনায় আজ এ পর্যন্তই।

অমিত সরকার

Level 0

আমি অমিত সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

২০১০ সাল থেকে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট নিয়ে আছি। ভালো লাগে নতুন কিছু জানতে আর সকলের মাঝে শেয়ার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস