সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বর্তমান সময়ের, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন উত্তর সাইট Quora.com এর সম্পূর্ণ টিউটরিয়াল নিয়ে আমার প্রথম টিউন।
আচ্ছা আপনি কি আপনার ইন্টারন্যেশনাল বিজনেস এর প্রসার করতে চাচ্ছেন, যে কোন ওয়েবসাইট নিয়ে ব্রেন্ডিং করতে চাচ্ছেন, বা আপনার কি টার্গেটেড ভিজিটর লাগতেছে ?
তাহলে তার একটি সহজ সমাধান হচ্ছে, আপনাকে "আপনার নিশ রিলেটেড" মানুষের প্রশ্নের উত্তর দেওয়া।
যারা মার্কেটিং নিয়ে এক্সপার্ট না বা মার্কেটিং সম্পর্কে জানেন না বা শিখতে চাচ্ছেন। তাদের জন্য Quora হচ্ছে একটি দুর্দান্ত প্লাটফ্রম। এখানে আপনি আপনার নিশ বা ব্যবসা নিয়ে মানুষের প্রশ্নের উত্তর দিয়ে প্রথমত মানুষকে সাহায্য করতে পারবেন, দ্বিতীয়ত আপনার নিজের বা নিজ ব্যবসার ব্রেন্ডিং করতে পারবেন, তৃতীয়ত আপনার ওয়েবাইট বা ব্লগে মিলিয়ন এর উপরে টার্গেটেড ভিজিটর নিয়ে যেতে পারবেন।
তাহলে আর দেরি কেন, শিখে নিন কিভাবে আপনি কোরা সাইট এ, আপনার বেস্ট প্রোফাইল তৈরি করবেন এবং কিভাবে আপনি সবচাইতে বেস্ট উত্তর দিয়ে নিজের নিশ ব্রেন্ডিং বা মার্কেটিং করবেন।
এখন যেহেতু আপনি বুজে গেলেন যে, কেন কোরাতে আপনি জয়েন করবেন। চলুন, তাহলে আমরা জেনে নি কিভাবে Quora তে একটি ভাল প্রোফাইল তৈরি করা যায় ?
এই সাইট কিন্তু অন্য সাইট এর মত ইমেইল আইডি দিয়ে সাইনআপ করার অপশন নাই। এখানে আপনাকে আপনার গুগুল প্লাস, ফেইসবুক বা টুইটার একাউন্ট দিয়ে সাইনাপ করে ডুকতে হবে। সাইনাপ হয়ে গেলে আপনার প্রথম কাজ হল, নিজের খুব সুন্দর একটি প্রোফাইল বানানো। কারণ আপনি যখন আপনার নিশ এর ব্রেন্ডিং করবেন বা আপনার অভিজ্ঞতার ভিত্তিতে মানুষের উত্তর দিতে থাকবেন, তখন সবাই আপনার প্রোফাইল এ ডুকে আপনার সম্পর্কে তথ্য জানতে চাইবে। এতে আপনি ভাল তথ্য দিয়ে নিজের ব্রেন্ডিং করতে পারবেন।
আপনার প্রোফাইল সাজানোর জন্য, উপরের মেনু বারে আপনার নামের পাশে ইডিট এ ক্লিক করুন। তারপর আপনার প্রফাইল শিরোনাম এড করুন এবং আপনার প্রোফাইলের ডেস্ক্রিপ্সহন এড করুন। নিচে দেখে নিন কিভাবে আমি আমার প্রোফাইল সাজিয়েছি।
এছাড়া আপনি সেটিংস এ ডুকে আরো আপনার বিস্তারিত তথ্য দিয়ে প্রোফাইল সাজাতে পারবেন।
নিচের ছবিটি লক্ষ্য করেন,
এখানে প্রথমে আপনি ফিডস ইডিট করে, আপনার পছন্দমত কিওয়ার্ড গুলো এড করে নিবেন যাতে আপনি ঐ রিলেটেড প্রশ্নগুলো আপনার নিউস্ফিড এ পান এবং উত্তর দিতে পারেন। এরপর আপনি উপরের সার্চ বারে আপনার নিশ বা প্রিয় কিওয়ার্ডগুলো সার্চ দিয়ে দিয়ে ফলো করতে থাকেন। এবং কোরাতে আপভোট মানে হচ্ছে লাইক এবং ডাউনভোট হচ্ছে ডিসলাইক। যদি আপনার প্রশ্নের উত্তর এ কেউ যদি ডাউনভোট দিয়ে দে, মনে করবেন উত্তর টি কোরাতে রিভিউ চলে গেছে এবং রিস্ক এ চলে গেছে। এতে, কোরা বিবেচনা করে ঐ উত্তর মুছে দিতে পারে যদি উত্তরের কোন ভ্যেলু না থাকে।
যদি আপনি কোন প্রশ্ন করতে চান তাহলে জাস্ট উপরের সার্চ বারে লিখে সাবমিট করুন।
এখন সাবমিট হয়ে গেলে আপনার সামনে একটা ইনবাইট অপশন আসবে, যেখানে দেখতে পাবেন আপনার প্রশ্নের মূল কিওয়ার্ড এর এক্সপার্টদের। এখন ওখানে যারা সচাইতে বেশি প্রশ্নের উত্তর দিয়েছে তাদের কাছে ইনবাইট পাটান, যাতে ১ দিনের মধ্যে কোয়ালিটি উওর পেয়ে যান, এখানে আপনি সর্বোচ্চ ১৫ জনকে ইনবাইট পাটাতে পারবেন। তাই দেখে শুনে যাদের এক্সপেরিয়েন্স বেশি তাদের কাছে ইনবাইট দেন, যাতে আপনার ইনবাইট বৃথা না যাই।
এখন যেকোন উত্তর সাবমিট করার সময় মনে রাখবেন যে, আপনার উত্তর যাতে কোয়ালিটি সম্পন্ন হয়। মিনিমাম ১০০ থকে ৫০০ শব্দের আর্টিকেল হয়। কারণ আপনি কি জানেন আপনার এই উত্তর যদি সবার চাইতে ভাল হয়, এটা ডাইরেক গুগুল সার্চ এ রেঙ্কিং করবে। উত্তর দেওয়ার সময় কিওয়ার্ড ডেন্সিটি টিক রাখবেন। প্রশ্নের সাথে যাতে উওরের মিল থাকে ঐটা নজরে রাখবেন। সবসময় উত্তরের মূল প্রাণ টেনে নিয়ে আসার চেস্টা করবেন। যাতে পাঠক পড়ে আনন্দ পায়। আপনার উত্তর গুরুত্ত দিয়ে আপভোট দিতে বাধ্য হয় এবং আপনার সম্পর্কে জানতে আপনার প্রোফাইল পরিদর্শন করে।
এখন আপনি আপনার সেই উত্তর এ, যেখানে আপনার ওয়েবসাইট এর আর্টিকেল এর কন্টেন্ট মিল থাকবে সেখানে এঙ্কর টেক্সট দিয়ে ব্যেকলিঙ্ক করতে পারেন মানে ঐ ওয়ার্ড এর ভিতরে লিঙ্ক ডুকিয়ে দিতে পারেন। দেখিয়েন ডাইরেক কোন লিঙ্ক দিবেন না, কারণ সরাসরি লিঙ্ক দিয়ে দিলে কোরা থেকে ব্যেন হবে সে উত্তর।
উপরে দেখুন কিভাবে উওর ব্যেন করে দিয়েছে কোরা। এর কারণ হচ্ছে উত্তর এ কম সংখ্যক ওয়ার্ড বা প্রশ্নের সাথে উত্তরের মিল নেই এবং ডাইরেক লিঙ্ক দিয়ে দিয়েছে তাই।
যেমনঃ আমি যদি এভাবে--(http://www.quora.com) লিঙ্ক দিয়ে দি তাহলে এটা ব্যেন হবে, এটা কোরা পছন্দ করে না।
যদি এভাবে - কোরা লিখে টেক্সট এর ভেতর লিঙ্ক ডুকিয়ে দি তাহলে এটা গ্রহনযোগ্য হবে। কিন্তু লিঙ্ক এর সাথে শব্দের মিল থাকতে হবে।
উপরের সবকিছু নিয়ে আমি প্রেক্টিকেলি দেখিয়ে কোরা ভিডিও টিউটোরিয়াল বানিয়ে দিয়েছি। নিচের লিঙ্ক এ গিয়ে দেখে নিতে পারেন। এখানে আমি কিভাবে মার্কেটিং করবেন সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি।
ভিডিও :
ফাইবার এর গিগ ব্যেকলিঙ্ক করে এ ইম্প্রেশন, ভিউ, ক্লিক বাড়াতে পারবেন, তাতে আপনার গিগ রেঙ্কিং থাকবে এবং উত্তর এ কোয়ালিটি থাকলে সেইল ও পেয়ে যেতে পারেন। এককথায় Fiverr গিগ মার্কেটিং করতে পারবেন।
Quora স্পেশাল টিপ্সঃ
টেকটিউনস এ এটি আমার প্রথম টিউন। আশা করি আপনাদের ভাল লাগবে। আমার টিউন টি সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন বা মতামত থাকে, তাহলে অবশ্যই কমান্ট এ জানাতে ভুলবেন না। পরবর্তী টিউন এর আমন্ত্রন জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিলাম, সবাই ভাল থাকবেন।
আমি রাহুল চক্রবর্ত্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় রাহুল চক্রবর্ত্তী,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।