আসসালামু আলাইকুম।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা। অাজকের প্রকাশিত টিউনে আলোচনা করব বিট কয়েন সাইটের মতই একটি Crypto currency সাইট। যেখান হতে বেশ কিছু আয়, উথড্র ও মুদ্রাতে কনভার্ট সহ যাবতীয় কাজ করতে পারবেন।
Dogecoin একটি নতুন মজা, এবং ডিজিটাল মুদ্রার দ্রুত বর্ধনশীল ফর্ম. ডিজিটাল মুদ্রার এই ফর্ম "crypto currency" বলা হয়; ডিজিটাল মুদ্রা একটি টাইপ. Crypto currency বিকেন্দ্রীভূত, সম্পূর্ণরূপে বেনামী, এবং অত্যন্ত নিরাপদ
Dogecoin একটি আপনার কম্পিউটারে মানিব্যাগ, আপনার স্মার্টফোন, বা একটি ওয়েবসাইটের সাথে ব্যবহার করা হয়। আপনি পণ্য ও সেবা কিনতে, অথবা অন্যান্য মুদ্রা (অন্যান্য crypto currencies বা মার্কিন ডলার মত প্রথাগত একক উভয়) জন্য এটা ট্রেড করার জন্য এটি ব্যবহার করতে পারেন। Dogecoin জন্য সবচেয়ে জনপ্রিয় ব্যবহারসমূহ এক সৃষ্টি বা মহান কন্টেন্ট ভাগ যারা সহকর্মী ইন্টারনেট-goers "tipping" হয়। সমস্ত ইন্টারনেট জুড়ে ব্যবহার করা যেতে পারে যে প্রকৃত মূল্য সঙ্গে আরো একটি অর্থপূর্ণ "জীবন" বা upvote, হিসাবে এটা মনে করা হয়। অস্ট্রেলিয়ার একটি ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিশেষজ্ঞ এবং আসলে সফলভাবে বছরের দুই সর্বশ্রেষ্ঠ ঘটনা মিলিত হয়েছে পূরণ না যারা পোর্টল্যান্ড, আকরিক একটি প্রোগ্রামার যেখানে উইকিপিডিয়া পাওয়া যাবে এবং ডোজ ফল স্বরুপ নাম হয়েছে Dogecoin. আর মানুষ আসলে অন্য মুদ্রার মতই নেটে এটি ব্যবহার করছে। সাধারন ভাবে বলা যায় অনেকটা বিট কয়েনের মতই Crypto currency হল Dogecoin।
Dogecoin ও Bitcoin এর রেটের পরিবর্তন :
৫ থেকে ৬ বছর আগে ১ বিটিসি এর দাম ছিলো মাএ ১$।
বর্তমান বাজারে তার রেট=১ বিটিসি=২৮৭৫$।
২৫ থেকে ২৬ দিন আগে ১০০০ ডগিকয়েন এর দাম ছিলো = ১.১২$।
আর আজকের রেট ১০০০ ডগিকয়েন = ৩.৮৮$।
আশা করি ডগি কয়েনের রেট আর কিছু দিনের মধ্যই বিট কয়েনের কাছাকাছে চলে যাবে। তাই এখন যারা বিট কয়েনের কাজ করেন কিন্তু ডগি কয়েন এর কাজ করেন না তারা আজ ই শুরু করেন।
কাজের কৌশলঃ
প্রথমে আপনার একটি Dogecoin ওয়ালেট ঠিকানা লাগবে যেখানে আপনার Dogecoin আয়সমূহ উক্ত সাইটে জমা হবে। প্রয়োজনে সেখান হইতে কনভার্ট কিংবা উইথড্রসহ যাবতীয় ট্রানজেকশন করতে পারবেন। আসলে কাজটা হল বিটকয়েন সাইটের ওয়ালেট কয়েনবেইজ ঠিকানার মতই একটি আইডি। উল্লেখ্য Dogecoin আয়সমূহ কোনভাবেই বিটকয়েন ওয়ালেটে জমা হবেনা কিংবা সেন্ড করা যাবে না। সুতরাং এর নিজস্ব একটি ওয়ালেট ওপেন করতে হবে। এবং Dogecoin সাইটে কাজ করার পূর্বশর্ত হল Dogecoin ওয়ালেট ঠিকানা। Dogecoin সাইটের বেশ কয়েকটি ওয়ালেট ঠিকানা আছে। তার মধ্য জনপ্রিয় হল Dogechaininfo তাহলে এবার দেখিয়ে দিই কিভাবে একটি ওয়ালেট ওপেন করবেন?
১। প্রথমে প্রবেশ করুন এখানে।
২। নিচের মত চিত্র আসবে সেখানে Create Wallet এ-ক্লিক করুন
৩। নতুনভাবে একটি চিত্র আসবে। সেখানে আপনার ইমেইল ও পাসওয়ার্ড ইনপুট করে Create Wallet এ-ক্লিক করুন।> ইমেইলে বার্তা যাবে সেটি ভেরিফাই করুন।
আপনার মেইলে Dogecoin ওয়ালেটে লগইন করার একটি এড্রেস/কোড যাবে। সুতরাং পাসওয়ার্ডসহ সেটি আপনার ডায়েরী, ইমেইল কিংবা অন্য কোথাও টুকে রাখুন, ইমেজ করে রাখুন। হারিয়ে গেলে কিন্তু মহা সমস্যা! কোনভাবেই রিকভার করতে পারবেন না। তাছাড়া Dogecoin সাইট ও ওয়ালেটে লগিন করতেও কাজে লাগবে।
৪। ব্যাস এবার আপনার Dogecoin ওয়ালেট লগিন করলে নিম্নরুপ চিত্র আসবে। সেখানে আপনার যাবতীয় ট্রানজেকশন জমা ও হিষ্টরি দেখতে পাবেন। সুতরাং কয়েনবেইজ সাইটের মতই এই ওয়ালেট হইতে ডগি কয়েন সেন্ড/রিসিভ করতে পারবেন। এবং সেই সাথে ডগিকয়েন ওয়ালেট হইতে আপনার ৩৪ বর্ণের সংখ্যা/ঠিকানাটি নোট প্যাডে/ওয়ার্ডপ্যাডে কপি করে নিন। পরবর্তী ধাপে কাজে লাগাতে হবে।
ব্যাস ওয়ালেট তো ওপেন করলেন! এবার ডগি কয়েন সাইটে সাইনআপ করার পালা। ডগি কয়েন সাইটে আয় করার অনেকগুলো সাইট আছে তার মধ্য জনপ্রিয় সাইট হল ডগিকয়েন ইন। তাহলে সাইনআপ করতে ক্লিক করুন এখানে
১। নিচের মত চিত্র আসবে। সেখানে Email Address, Password, Dogecoin Address টাইপ করে Signup বাটনে ক্লিক করলেই হবে। এবং আপনার মেইলটি চেক করুন। অতপর লগইন করুন।
২। লগইন করলে নিচের চিত্রটি পাবেন
এখানে কাজের কৌশল হুবহু বিটকয়েন ইন সাইটের মতই কার্বন কপি। প্রতি ১ ঘন্টাতে ক্যাপচা পূরন করতে হবে। এবং প্রতি সোমবারে অটোমেটিক পে করে। সুতরাং আর নতুন করে বলার কিছুই নাই। এবার নিজেই যাবতীয় কাজ করতে পারবেন।
এছাড়াও রয়েছে মুনডগিকয়েন :
এই সাইটে সাইনআপ করলে প্রতি ৫ মিনিট পর .৬০ ডগি পাইবেন। রেজি: এর কোন ঝামেলা নাই। শুধুমাত্র ডগি ওয়ালেট ঠিকানা ইনপুট করলেই হবে। কাজ করতে ক্লিক করুন এখানে
আমি শুভ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।