আপওয়ার্কের নতুন সিস্টেম “৩০ দিনের বেশি অ্যাকাউন্টে কোনো আয় না হলে প্রোফাইল প্রাইভেট হয়ে যাবে।” আর এই সিস্টেম কার্যকর হয়েছে ১ জুন থেকে। ৩০ জুন বা ১ জুলাই থেকে নয়। বিস্তারিত একটু পরে বলছি।
আপনি সকল জবে অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো ক্লাইন্ট আপনাকে ইনভাইট করতে পারবে অথবা আপনাকে সরাসরি অফার করতে পারবে। অর্থাৎ অ্যাপ্লাই না করলেও ক্লাইন্ট আপনার প্রোফাইল সার্চ করে বের করতে পারবে। তাই অ্যাপ্লাই না করেও জব পাওয়ার সম্ভাবনা আছে।
অনেক ফ্রিল্যান্সার ই আছেন, যাদের প্রোফাইল নিজেরা প্রাইভেট করে রাখেন, আপনি চাইলেও করতে পারেন। সেটিং এ গিয়ে। এটা একটি স্বাভাবিক ব্যাপার। যখন কাজের খুব প্রেশার থাকে তখন অনেকেই এমন করে থাকেন, যাতে কোনো ইনভাইটেশন না আসে।
আপনি যদি ৩০ দিনের বেশি আয় না করেন তাহলে আপনার প্রোফাইল নিজে থেকেই প্রাইভেট হয়ে যাবে। এর ফলে আপনি কোনো ইনভাইটেশন পাবেন না। যদি কোনো ক্লাইন্ট ইনভাইটেশন সেন্ড করার জন্য ফ্রিল্যান্সার সার্চ দেয় তখন সে আপনাকে খুঁজে পাবে না। যাদের রেগুলার আয় আছে অর্থাৎ যারা অ্যাক্টিভ শুধু তারাই ইনভাইটেশন পাবে।
আর এই গণনাটা হবে প্রতিদিন। প্রতি মাসের ১ তারিখ এ এমন না। ধরুন আপনার শেষ আয় হলো এই মাসের ১০ তারিখ। তারপর আর কোনো আয় হলো না, ৩০ দিন পেরিয়ে গেল। তাহলে পরবর্তী মাসের ১১ তারিখ আপনার প্রোফাইল অটোমেটিক ভাবে প্রাইভেট হয়ে যাবে।
১লা জুন। ওইদিনের পর থেকে পরবর্তী ৩০ দিন অর্থাৎ জুন মাসের ৩০ তারিখের মধ্যে যাদের অ্যাকাউন্টে কোনো আয় আসবে না তাদের প্রোফাইল ১লা জুলাই প্রাইভেট হয়ে যাবে। অর্থাৎ সিস্টেমটা অলরেডি চালু হয়ে গেছে।
কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আপনি যেকোনো সময় যেকোন জবে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যেদিন আপনার আবার আয় হবে সেদিন প্রোফাইল পাবলিক করার অপশন আনলক হয়ে যাবে। বিষয়টা কিছুটা কম্পিউটারের স্লীপ মুডের মত। ৩০ মিনিট সেট করা থাকলে ৩০ মিনিট কম্পিউটারে কোনো কাজ না করলে, স্ক্রীন স্লীপ মুডে চলে যায়। মাউস ধরে নাড়াচাড়া দিলে আবার অন হয়। অর্থাৎ বিষয়টাকে মাউস ধরে নাড়াচাড়ার সাথে তুলনা করা হয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার।
আপওয়ার্কের প্লাস মেম্বারশিপ সব সময়ের জন্য পাবলিক। তাই যাদের এটা করা আছে তাদের কোনো চিন্তা নাই। আর যাদের করা নেই, তারা চাইলে করে নিতে পারেন। তাহলে সব সময় পাবলিক থাকবে, আয় থাকুক আর না থাকুক। (প্রতি মাসে $10 চার্জ প্রোযোজ্য)
পুরতান ক্লাইন্টদের মেসেজ দিয়ে কাজ চাইতে পারেন। সব সময় কম বেশি লেনদেন থাকলে প্রোফাইল প্রাইভেট হবে না।অ্যাপ্লাইয়ের মাধ্যমে নতুন কাজ পাওয়ার চেষ্টা করতে পারেন। একটি কাজ পেয়ে গেলে এবং পেমেন্ট পেলে প্রোফাইল আবার পাবলিক করতে পারবেন।
ইমার্জেন্সি কোনো কারনে ৩০ দিনের মধ্যে আপনার অ্যাকটিভিটি না থাকলে, যেমন গুরুতর অসুস্থ্য, ট্রাভেলিং, অ্যাকাডেমিক টেস্ট/এক্সাম। এক্ষেত্রে আপনি যথাযথ প্রমান সহ সাপোর্টে যোগাযোগ করলে আপনার প্রোফাইল পাবলিক করা যেতে পারে।
আমি মোছাদ্দেক হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।