ফরেক্স ট্রেডিং এ এক নতুন অধ্যায়।

একজন ফরেক্স ট্রেডার হিসেবে, সবাই কারেন্সি কোরিলেসন সমন্ধে জানা আনেক জরুরি। যদি তুমি কারেন্সি কোরিলেসন দিয়ে তুমার ট্রেড সেট আপ কর তাহলে তুমি আনেক সচেতন হতে পার। আসলে দুইটা করনে কারেন্সি কোরিলেসন ব্যবহার করা উচিতঃ

  1. তুমি যদি একই সময়ে তুমার পেয়ার এর সাথে কোরিলেটেড বা ক্রস কারিন্সি এর দিকে চোখ না রাখ তাহলে তুমি কখনই তুমার রিস্ক কমাতে বা তুমার আয়াত্যে আনতে পারবেনা।
  2. আর তুমি যদি কারিন্সি এর কোরিলেসন জান, তাহলে এটা তুমাকে ঐ পেয়ার এর ভবিষৎ দিক নির্দেশনা কিছুটা হলেও সঠিক হবে। আর পেয়ার এর মুভমেন্ট ও আনেক ভাল করে বুঝতে পারবা।

এখন আমি বলব কি ভাবে কারেন্সি কোরিলেসন আমাদের হেল্প করবে, চার টা মেজর পেয়ার দিয়ে সুরু করা যাকঃ EURUSD, GBPUSD, USDJPY, USDCHF.

দেখ প্রথম দুইটা পেয়ার eurusd and gbpusd। usd  এখানে money হিসেবে কাজ করছে।আমরা জানি, একটা পেয়ার এর প্রথম কারেন্সিকে  commodity বা পন্য হিসেবে ধরা হয়। আর দিতিয় কারেন্সিকে money হিসেবে ধরা হয়। তুমি যখন eurusd তে একটা বাই দিবা।  it means you pay usd to by euro. EURUSD AND GBPUSD এই দুইটা পেয়ার এ usd money হিসেবে কাজ করছে। আর এই পেয়ার এর দিইটা commodity ই European এর দিটা বড় আর্থনীতি এর সাথে জরিত। আর এই দুইটা পেয়ার দুই জনের সাথে হাইলি কানেক্টেড এবং রিলেটেড। প্রাই ৯৯% এরা একি সাথে বাই সেল এর সিগ্নাল দিয়ে থাকে। তারা আসলে পাই টু পাই মেনে না চললেও বেসিকালি তারা একরকম এ থাকে।

 

এর মানে কি বুঝায়?

Eurusd যখন একটা বাই সিগ্নাল দেয়, gbpusd ও তখন একটা বাই সিগ্নাল দেয়। আর তখন এটা আনেক শক্তি শালিও বটে। যদি তুমি মার্কেট এনালাইস কর এবং দেখ যে eurusd তে বাই আর  gbpusd তে সেল এর মানে বুঝায় যে কোন এক  জায়গায়তে তুমার এনলাইস ভুল আছেই। এরপর তুমি নিজেই রিয়েলাস করবা যে  টা ভুলছিল নাকি না। তাহলে তুমি কখন ট্রেড নিবানা, যখন এই দিইটা আলাদা আলাদা সিগ্নাল দিবে। আসলে এম খুব কমই হয়। আর যদি এরুপ ঘটেও তখন এটা eurgbp তে সিগ্নাল দেয়।  I will tell u how.

 

ঐঅনুযাই, usdchf and usdjpy এর বিহেবারও কিছুটা আনুরুপ। কিন্তু eurusd and gbpusd এর মত এত না। কারন এই দুতা পেয়ার এর money  আলাদা। swiss franc and jpanese yen একই রকম কারন তারা দুই দুইদেশ ই তেল ভোক্তা। কিন্তু জাপান এ শিল্প ব্যবসায় ভলিয়ম আনেক বেশি। তাই জাপান কিছুটা ভিন্নতা সৃষ্টী করে।

 

সাধারনত, তুমরা যখন মেজর পেয়ার কে এনালাইজ করবা, তখন যদি তুমিরা eurusd and gbpusd  তে বাই সিগ্নলা দেখ তখন usdjpy তে সেল দেখতে পার। যদি তুমি usdchf এও একটা সেল দেখ তাহলে তুমার এনালাইস আর রিলেবেল হবে। আন্যথা, তুমি তুমার এনালাইস আবার ফিরে কর যদি এর বিপরিত হয়।

 

Eurusd. Gbpusd, audusd, nzdusd, gbpjpy, eurjpy, audjpy and nzdjpy এগুলা সাধারনত একই ডাইরেকশনে চলে, জাস্ট তাদের মুচমেন্ট গুলা আনেক টা একই রকম হয় এবং কিছু কিছু সময় একটু কম সিমিলারেটি হয়।

 

WHAT DO I PREFER?

যদি আমি eurusd and gbpusd  তে একটা সেল পাই আর usdjpy তে একটা বাই পাই, তাহলে আমি eurusd or gbpusd তে যেটা বেস্ট পজিসন এ আছে সেটাতে আমি এন্ট্রি নেই। করন ডাউন মুভেন্ট সাধারনত ষ্ট্রং হয় আর যলদি TP হিট করে। কারন একটা দেশের উন্নতি এর থেকে আবনতি বেশি যলদি হয়।

আর আমি কখনই eurusd or gbpusd তে সেল দিব না আর usdjpy তে বাই দিব না কারন তাহলে আমার তিনটা এন্ট্রি ই একটা রিস্ক এ পরে যায়। যদি কোন কারনে এর উলটা হয় তাহলে আমার তিনটা এন্ট্রিই এসএল হিট করবে।

 

কি ভাবে কারেন্সি কোরিলেসন দিয়ে মার্কেটের সঠীক দিক নির্দেশনা দেখতে পারবেন?

আমি যখন একটা পেয়ার এ সিগ্নাল পাই তখন পজিশনে যাওয়ার জন্য আমার একটা কনফারমেসন এর দরকার হয়। তখন আমি কোরিলেটেড কারেন্সি পেয়ার বা ক্রস কারেন্সি পেয়র দেখি কনফারমেশন এর জন্য। যেমনঃ আমি দেখলাম যে macd এ ডাইভারজেন্স হয়েছে(এটা আমার একটা ট্রডিং মেথড)usdcad এ চার ঘন্টার চার্টে, কিন্তু সেখানে কোন close support breakout নেই usdcad এ চার ঘন্টা বা এক ঘন্টার চার্টে। কিন্তু আমি একটা সর্ট বা সেল এন্ট্রি নিতে চাই। কিন্তু একটা কনফারমেশন এর দরকার। যদি আমি কনফার মেশন এর জন্য দেরি করি তাহলে আমি এই চাঞ্জ তা হারাতে পারি। তখন আমি কোরিলেটেড পেয়ার দেখি যেমন usdsgdএবং যদি আমি এখানে কোন সাপোর্ট ব্রেকাউট দেখি, তাহেল আমি usdcad এ একটা সেল বা সর্ট নেই।এখন তুমি আমাকে প্রশ্ন করতে পার যে কেন আমি usdsgd তে এন্ট্রি নিলাম না। কারন এটার হতে usdcad  টা বেশি ষ্টোং। আর আমি usdsgd টাকে শুধু কনফারমেশন এর জন্য ব্যবহার করেছিলাম।

 

মনে কর তুমি একটা এন্ট্রি তে আছ, কিন্তু এটা ভাল ভাবে কাজ করছেনা। আর তুমি বুঝতে পারছনা যে এটা ভাল ডীসিশন ছিল নাকি না। আন্যদিকে, তুমি কোন ধারাল সিগ্নালও পাচ্ছো না এই পেয়ার হতে যেটা তুমাকে সাহায্য করবে যে এটা তুমি ধরে রাখবে নাকি ক্লোজ করে দিবে।এক্ষেত্রে তুমি তুমার পেয়ার এর কোরিলেটেড কোন পেয়ার কে এনালাইস করে দেখ যে এটা continuation or reversal signal.  এটা তুমাকে তুমার পজিশ্ন সম্পর্কে সাহয্য করবে।

 

মাঝে মাঝে কিছু কোরিলেটেড পেয়ার আমাদের আশা আনুরুপ লাইনে মুভমেন্ট করে না। যেমনঃ মাঝে মাঝে eurusd and usdjpy এই দুইটা পেয়র একসাথে আপ হতে থাকে, যেহেতু তারা একে আপর এর সাথে মুভ করে। এটা সাধারনত তখনই হয় যখন euro up  হতে থাকে কিন্তু usd এর কোন উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনা। কিছু কারনে ঐ একই সময় jpy এর ভেলু ডাউন হতে থাকে। এসময় তুমি নিচের টেবিল টা দেখতে পার কিভাবে দুইটা পেয়ার এর মুভমেন্ট আরেকটা পেয়ার কে প্রভাবিত করে। যেমন eurusd and usdjpy যখন একই সময় আপ হতে থাকে তখন eurjpy আনেক স্ট্রোং হয়। (নিচের চার্ট এ দেখ)

এর পর আছে eurusd goes up and audusd goes down  তাহলে এখন euraud আনেক শক্তি নিয়ে আপ হবে।

জিনিস টা হল এমন, যকন eurusd আপ হয় এর মানে eur এখন স্ট্রং হচ্ছে usd এর কাছে। আর audusd এর ডাউন মানে aud দুর্বল হচ্ছে usd এর কাছে। এখন দেখ eur এর কাছে যেখানে usd দুর্বল সেখানে usd এর কাছে আবার aud দুর্বল তাহলে এখন বুঝ যে euraud এর এখন কি হতেপারে।

 

নিচের টেবলে দেখানো হচ্ছে যে কিভাবে দুইটা পেয়ার এর মুভমেন্ট এর কারেনে ৩ নাম্বার পেয়ার ও প্রভাবিত হয়।

if EURUSD and USDJPY  then EURJPY  means if EURUSD and USDJPY go up at the same time, then EURJPY goes up much stronger.

 

Level 0

আমি সমির দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস