আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকবেনই না কেন ? প্রযুক্তির সাথে থাকলে কি কেউ খারাপ থাকতে পারে…..
আজ আমি এমন একটা ইনকামের সাইট শেয়ার করব, তাতে আপনি অবাক হবেন ১০০%। কারন এই প্রথম এতো সুযোগ-সুবিধা নিয়ে নতুন একটা মার্কেটপ্লেস তাদের কার্জক্রম শুরু করেছে। এই মার্কেটপ্লেসের উপর-সুযোগ সুবিধা আর অন্য কোন মার্কেটপ্লেস দেয়না। চলুন এখন আমরা এই মার্কেটপ্লেস সম্পর্কে জেনে আসি। আমি যে মার্কেটপ্লেসের কথা বলছি তার নাম http://www.mixcoupon.com। আপনারা হয়ত সবাই ফাইভার সম্পর্কে জানেন। এই নতুন সাইট টাও ফাইভারের মত সার্ভিস দেয়। কিন্তু এই মার্কেটপ্লেসে ফাইভারের মত এত নিয়ম-কানুন মেনে কাজ করতে হয় না।
মিক্সকুপন কি?
মিক্সকুপন একটি মার্কেটপ্লেস যেখানে আপনি আপনার সার্ভিস বা প্রোডাক্ট সেল করার পাশাপাশি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে মার্কেটপ্লেসের যেকোন প্রডাক্ট বিক্রয় করে ইঙ্কাম করতে পারবেন।
মিক্সকুপন কিভাবে কাজ করে?
আপনার যেকোন প্রোডাক্ট বা সার্ভিস বিক্রয় করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের দামের উপর সর্বোচ্চ ৮০% পর্যন্ত ইঙ্কাম করতে পারবেন এছাড়া আপনার প্রডাক্ট যদি অন্যকেউ মার্কেটিং করে বিক্রয় করে তাহলে আপনি ঐ প্রোডাক্টের দামের ৫৫% পাবেন। এছাড়া আপনার প্রোডাক্ট বিক্রয় বা সার্ভিস দেওয়ার পাশাশাপাশি আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে কাজ করতে পারবেন। একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে আপনার অ্যাফিলিয়েট আইডি আমাদের মার্কেটপ্লেসের যেকোন প্রোডাক্টের লিঙ্কের শেষে বসিয়ে ঐ লিঙ্কটি মার্কেটিং করে প্রডাক্টি বিক্রয় করতে পারলে আপনি ঐ প্রোডাক্টের দামের উপর ২৩% কমিশন পাবেন। আপনি আমাদের রেফারেল সিস্টেমের মাধ্যমে আপনার রেফারেল লিঙ্ক ব্যবহার করে জয়েন করা অ্যাফিলিয়েট মার্কেটারদের প্রতি সেল থেকে ৪% থেকে ৬% পর্যন্ত ইঙ্কাম করতে পারবেন। এছাড়া অন্যান্য মার্কেটপ্লেসের থেকে এখানে আপনি অনেক সুযোগ-সুবিধা পাবেন।
সবথেকে মজার ব্যাপার হচ্ছে, এই সাইটে আপনি আপনার মনের মত বা ইচ্ছা মত যে কোন প্রকার প্রডাক বা সার্ভিস দিতে পারবেন এবং আপনার প্রডাক বা সার্ভিস যে কোন উপায়ে বা যে কোন জায়গায় মার্কেটিং করে সেল করতে পারবেন।
প্রোফাইলঃ আপনার প্রডাক কেমন ভিউ হচ্ছে, কেমন অর্ডার হচ্ছে এই সব কিছু আপনি নিজে আপনার ডাশবোর্ডে দেখতে পারবেন। এছাড়া আপনি আপনার প্রোফাইলে সকল তথ্য দেখতে এবং এডিট করতে পারবেন।
পেমেন্ট সিস্টেমঃ বাংলাদেশ থেকে আপনি খুব সহজেই এই মার্কেটপ্লেস থেকে বিকাশ এর মাধ্যমে টাকা উঠাতে পারবেন। এরা পেপাল, পেইজা, স্ক্রিল এবং বিকাশের মাধ্যমে টাকা দিয়ে থেকে। আর আপনি এখানে কাজ করে সর্বনিম্ন ২০ ডলার হলেই আপনি টাকা উঠাতে পারবেন। টাকা উঠানোর সকল সিস্টেম খুবই সহজ।
রেফারেল সিস্টেমঃ এই মার্কেটপ্লেসের আরও একটি সুবিধা হল রেফারেল সিস্টেম। আপনার রেফারেলের ইনকামের ৪% থেকে ৬% পর্যন্ত ইনকাম করতে পারবেন।
সাপোর্টঃ এছাড়া এদের আছে অসাধারণ লাইভ সাপোর্ট সিস্টেম। লাইভ চ্যাট ও টোকেন সিস্টেম। যার ফলে, আপনার যে কোন সমস্যায় তাৎক্ষনিক তারা আপনার সমস্যার সমাধান করে দিবে। আর কি চান...!
সুতারাং আর দেরি কেন...!
এখনই mixcoupon.com এ সাইনআপ করে ইঙ্কাম শুরু করুন।
এখন থেকেই এই মার্কেটপ্লেসে কাজ শুরু করে দিন এবং অন্যকে এই মার্কেটপ্লেসের কাজ সুযোগ-সুবিধা জানিয়ে দিন।
বাংলা ভিডিও টিউটোরিয়ালঃ
রেজিস্ট্রেশন লিঙ্কঃ http://www.mixcoupon.com
.
আমি আর্নব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় আর্নব হাসান,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।