ফ্রীলান্সিং এর ইতিবৃত্ত ও প্রয়োজনীয় কিছু তথ্য

বর্তমান সময়ে তরুনদের মধ্যে সাড়া জাগানো কয়েকটি বিষয়ের মধ্যে "ফ্রীলান্সিং" অন্যতম। অনেকের মনে কৌতূহল থাকে ফ্রীলান্সিং প্রকৃত অর্থে কি? এই জানার আগ্রহ থেকে অনেকে শুরু করতে চান ফ্রীলান্সিং। আর একটি অন্যতম প্রধান কারন থাকে, সহজে ঘরে বসে টাকা উপার্জন করা।

মুলত টাকা - পয়সা নিয়ে আমাদের ভাবনার অন্ত থাকে না। আর তাও যদি হয় অল্প পরিশ্রমে ঘরে থেকে টাকা আয়, তাহলে তো আর কথাই থাকে না। আবার অনেকে চিন্তা করে অন্য কাজের পাশাপাশি বাড়তি আয় যদি করা যায় তাতে ক্ষতি কি। তাইতো সাম্প্রতিক সময়ে ফ্রীলান্সিং করার জন্য অনেকের চিন্তার অন্ত নেই।

অনেক মন গড়া কথা বললাম। এবার আসি আসল কথায়।

মূলত ফ্রীলান্সিং কি? জানতে হলে আমাদের কে কিছু সাধারন প্রস্নের উত্তর খুজতে হবে। যেমন, ফ্রীলান্সিং কেন হয়, কারা করান, কারা করেন, কি কি কাজ করতে হয় ইত্যাদি।

প্রথমত, ফ্রীলান্সিং করা হয় দক্ষ মানবসম্পদ ব্যবহার করে কম খরচে যেকোনো কাজ করার জন্য।
দ্বিতীয়ত, উন্নত দেশের কোম্পানি বা ক্লায়েন্ট ফ্রীলান্সিং করান।
তৃতীয়ত, অনুন্নত, উন্নয়নশীল দেশের দক্ষ জনশক্তি ফ্রীলান্সিং করেন। তাদের বলা হয় ফ্রীলান্সার।
সর্বোপরি, পৃথিবীর সকল কাজই ফ্রীলান্সিং এর সাথে যুক্ত হতে পারে।

ওয়েব ডিজাইন শিখতে চাইলে আমার অন্য টিউন দেখতে পারেন ধারাবাহিকভাবে ওয়েব ডিজাইন শিখুন

ভালো থাকবেন সবাই।

Level 0

আমি অমিত সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

২০১০ সাল থেকে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট নিয়ে আছি। ভালো লাগে নতুন কিছু জানতে আর সকলের মাঝে শেয়ার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় অমিত সরকার,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।