ফাইভার থেকে একদম সহজেই টাকা উপার্জন করুন পিন্টারেস্টের ছবি ডিজাইন করে (কোনো প্রকার ডিজাইনিং জ্ঞানের দরকার হবে না)

সুপ্রিয় টেকটিউনসবাসী আশা করি আপনারা সবাই ভালো আছেন, আজকের টিউনে আমি নিয়ে এলাম আপনাদের জন্যে ফাইভার ডট কমে কাজ করার আরো একটি টেকনিক নিয়ে।

এই পদ্ধতি অনুসরন করে আপনারা পিন্টারেস্টের ছবি ডিজাইনিং এর মাধ্যমে ফাইভার থেকে উপার্জন করতে পারবেন। আমি রিসার্চের পরে এই ক্যাটাগরি বের করেছি যা ফাইভারে তেমন একটা জনপ্রিয় না, ফাইভার এমন একটি জায়গা যেইখানে জনপ্রিয় হোক আর না হোক কাজের জিনিস হলে অবশ্যই সেল পাবেন আপনি ফাইভার থেকে।

তবে জনপ্রিয় নিস হলে যে ব্যাপারটি হয় তা হচ্ছে অনেক প্রতিযোগিতার মধ্যে পড়তে হয় এবং প্রথম কাজ পেতে পেতেই অনেক সময় লেগে যায়। আজকের ভিডিও টিউনে আমি দেখেয়েছি পিন্টারেস্টের ছবি ডিজাইন নিয়ে কি কি ধরনের গিগ আছে ফাইভারে এবং অন্য ক্যাটাগরির গিগের তুলনায় এই ক্যাটাগরির গিগটির কেমন প্রতিযোগিতা রয়েছে সে সম্পর্কে।

এছাড়া দেখেয়েছি কিভাবে সহজেই অনলাইন ওয়েবসাইট ব্যবহার করে পিন্টারেস্টের ছবি ডিজাইন করতে হয়, পিন্টারেস্ট টিউন গুলো কি ধরনের হয় সে সম্পর্কে। আশা করি আপনাদের ভিডিও টিউনটি অনেক কাজে লাগবে, নতুন কিছু শিখতে পারবেন আপনারা।

ভিডিও টিউনটি দেখে কেমন লাগলো জানেন টিউনমেন্টের মাধ্যমে, ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরাও শিখতে পারে।

সবাইকে বিদায় জানিয়ে আজকের টিউনটি এখানেই শেষ করছি, সবাই অনেক ভালো থাকুন টেকটিউনসের সাথেই থাকুন।আল্লাহ হাফেয!!

Level 0

আমি আশিকুর রহমান নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vahlo tutrial..jdi live kuno project er kaj kore thaken taile …taw share koiren?